| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
চুলটা ওভাবে না কাটলেই পারতে
আমার ভয় করে
হাতছাড়া হবে জানি, তবে
মনে হয় গুটিয়ে আসছে সময়।
কীসব কাট দাও চুলে
গতবার দিয়েছিলে ভলিউম লেয়ার
ইমো, ষ্টেপ লেয়ার, ব্যা্ঙ্গস এসব
শব্দগুলো কবিতায় ঢুকে যাওয়া 
সবই তোমার কল্যাণে। 
এবার নিশ্চয় বয় কাট দিয়েছ
মানিয়েছেও তোমাকে বেশ
আর আমার ভয়টাও সেখানে।
তুমি নেমে আসো রিকশা ছেড়ে
আমি বাস ঝুলে। তবুও কতো চেষ্টা
বাস দিয়ে রিকশা ধরার। তার উপর
যদি চুলের এমন কাট হয়, রিকশায়
ঠিক মানাবেনা তোমাকে। মার্সিডিজটা
অবশ্যম্ভাবি হয়ে দাঁড়ায়। আমি রিকশা
ধরতে পারিনা মার্সিডিজ স্বপ্নেও ভাবিনা।
এভাবে চুল আর কেটনা প্লিজ। ছেড়ে দাও চুল
নেমে যাক নিচে, যতো নামতে পারে। অন্তত
যতদিন থাকো পাশে আমার হয়েই থেকো।
প্রতিবার চুল কাটো আর আামর বুক কাঁপে
প্রতিবার চুল কাটো আর বেড়ে যায় রূপ
প্রতিবার চুল কাটো আর ছেড়ে যায় ক্লাস
প্রতিবার চুল কাটো আর দূরে সরে যাও।
চুলটা ওভাবে না কাটলেও পারতে
আমার খুব অচিন মনে হয়।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হা পানি পানি পানি পানি
২| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৫
বাকপ্রবাস বলেছেন: এতো অ্ল্প পানি
কেমনে খামু নাকানি চুবানি
৩| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৯
স্রাঞ্জি সে বলেছেন: 
হাবিব ভাই.....
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৭
বাকপ্রবাস বলেছেন: জ্বী ভাইযান
৪| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৩
আরোগ্য বলেছেন: ভাই এবার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েন, পরের বার টাকলা কাট।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা দারুণ প্রতিশেধক
৫| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০২
চাঁদগাজী বলেছেন: 
এসব কবিতার জীবনকাল কতটুকু হওয়ার সম্ভাবনা?
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৯
বাকপ্রবাস বলেছেন: মৃত সন্তানের জীবনকাল থাকেনা, আমি কবিতায় সাবলিল নই, টুকটাক ছড়া লেখার চেষ্টা থাকে। কবিতাটা মৃতই পাঠকের কাছে। তবে আমার কাছে এটা ডায়রী লেখার মতো এই কবিতাটা।
৬| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাকপ্রবাসভাই, 
আমি কিন্তু এবিষয়ে রা করবোনা । তবে হা হা হা ♥♥ করলাম।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা চুলে কোন কাট দিলেন?
৭| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে ভাবি পৃথিবীর বর্থ্যতম একজন মানুষ হিসেবে এই জীবনে কিছুইতো করা হল না । ক্রমশ ফুরিয়ে আসছে আয়ু। হায়! জীবন এত ছোট কেন?
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৯
বাকপ্রবাস বলেছেন: সত্যিই তায়, জীবন এতো ছোট কেন?
৮| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৪
সৈয়দ ইসলাম বলেছেন: 
প্রথমাংশ পঠে ভাবছিলাম, এ চুল কাটায় আপনি ক্রুদ্ধ
এখ দেখি, আপনি এতে মুগ্ধ  
  ![]()
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ রইল সৈয়দ ভাই
৯| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
শায়মা বলেছেন: ছড়ার থেকেও দেখছি কাব্য আরও ভালো
চুল কাটাকাটি নিয়ে জগৎ করলো আলো......।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৩
বাকপ্রবাস বলেছেন: চাঁদগাজী দাদা যে ভয় ধরিয়ে দিল ![]()
১০| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩১
এ.এস বাশার বলেছেন: চুলের কাট বড়ই অভিশাপ--
ওভাবে চুল না কাটলেও পারতে....
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
বাকপ্রবাস বলেছেন: হুম ওটাই, কাটতে কাটতে বয়কাটে চলে আসা ঠিকনা, খুব ধনি ধনি মনে হয়, নাগালের বাইরের মনে হয় ![]()
১১| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
নজসু বলেছেন: জীবনানন্দ দাশ প্রেয়সীর চুল নিয়ে ছিলেন তার সৃষ্টিতে। 
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা"
অনেক কবি সাহিত্যিক তাদের প্রিয়জনের চুল নিয়ে গর্ব করতেন।
কিন্তু কবি, আপনাকে দেখছি তার উল্টোটা। 
আপনি ভয় পাচ্ছেন।  চুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অন্য কেউ আপনার প্রিয়সীকে ছিনিয়ে নেয়। 
ভয় নেই। 
বরং প্রেয়সীর ঘন চুলে মুখ লুকিয়ে বলুন- তোমার চুলের গন্ধে যদি বাসন্তী নামে আমার মনে, কেন আমি ফুল খুজিবো কেন যাব বনে।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৬
বাকপ্রবাস বলেছেন: আমার অনেক আগের একটা লেখা ছিল সেটা আবার লিখতে হবে, লাইনটা ছিল
জীবনানন্দ জীবনের আনন্দ ভুলে 
জানিনা কী ভেবেছিল বনলতার চুলে
১২| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৬
সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
বাকপ্রবাস বলেছেন: মুরুব্বি মানুষ, এসব চুলের মধ্যে থেকে কী আর করবেন হা হা হা নাকি হয়ে যাবে একটা সনেট চুল নিয়ে
১৩| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০১
সনেট কবি বলেছেন: বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয়নি। সেজন্য মাঝ পথ থেকে ফিরেছি।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৫
বাকপ্রবাস বলেছেন: বনলতার চুলটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মিরুদের চুল অবশ্যই সাদামাটা
১৪| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৯
সনেট কবি বলেছেন: চুল বড় থাকাই বরং ভাল।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩০
বাকপ্রবাস বলেছেন: ভুল সবই ভুল
বড় চুলেই নারীর সৌরভ
নয় বয়কাট চুল।
-
ধন্যবাদ মুরুব্বি, চুল নিয়ে আপনাকে বেশ ব্যস্ত রেখেছিলাম
১৫| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মিরুর চুলের কাটিং তা সুন্দর হয়েছে। ভাবছি তাকে দেখতে কত না সুন্দর লাগছে।
 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪০
বাকপ্রবাস বলেছেন: সেখানেইতো ভয়
যেন আমার নয়
হচ্ছে মনোক্ষয়
মনটা মিরুময়।
-
ধন্যবাদ জানবেন প্রভাপু
১৬| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৩২
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: প্রতিটি চরনে চরনে একরাশ মুগ্ধতা
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৮
বাকপ্রবাস বলেছেন: শুভ সকাল শাওন ভাই
১৭| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২৬
সনজিত বলেছেন: চমৎকার লিখেছেন আপনি।
শুভ কামনা রইলো।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সনজিত ভাই
১৮| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২১
নীল আকাশ বলেছেন: প্রতিবার চুল কাটো আর আামর বুক কাঁপে
প্রতিবার চুল কাটো আর বেড়ে যায় রূপ
প্রতিবার চুল কাটো আর ছেড়ে যায় ক্লাস
প্রতিবার চুল কাটো আর দূরে সরে যাও। 
প্রতিবার চুল কাটো আর বুকে লাগে ডর 
প্রতিবার চুল কাটো আর মনে লাগে ভয় 
কখন কি হয়? কখন কি হয়?  
মেয়েদের খোলা বড় চুল দেখলে ছেলেরা প্রেমে পড়ে, কবিরা কবিতা লেখে, ভাবুকরা উদাসি হয়ে যায় তবুও, কেন যে মেয়েরা চুল কাটে? কেটে যাওয়া চুল গুলি দেখলে মনে বড় কষ্ট হয়!    
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৬
বাকপ্রবাস বলেছেন: মেয়েরা চুল কাটার পর ওরা নিজেরাই চেন্জ হয়ে যায়, মনটা তখন চুল কেন্দ্রিক থাকে, অন্য মেয়েরা কমেন্ট করবেই চুল কাটা নিয়ে, আর যে কাটে সে অপেক্ষায় থাকে অন্যদের কমেন্ট শোনার জন্য, ছেলেরা বুঝে শুধু চুল কাটার পর তার রূপটা বেড়ে গেছে। মুখে বলেনা কিছু কিন্তু মেয়েরা সেই ভাষাটা ঠিকই বুঝে আর চুলে হাত বোলায়।
১৯| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৮
আতোয়ার রহমান বাংলা বলেছেন: কেটে যাওয়া চুল গুলি দেখলে মনে বড় কষ্ট হয়
কিন্তু আপনার কবিতা পড়ে ভালো লাগলো
ধন্যবাদ
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৯
বাকপ্রবাস বলেছেন: মেয়েরা চুল আজকাল খুব চুল সচেতন। কাটে আর আয়নায় দেখে, হাত বোলায়। ওরা খুব উপভোগ করে চুল ফ্যাশন।
২০| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা ! মজা পেলাম পরে । 
চুল মেয়েদের সৌন্দর্য এর অন্যতম একটি অংশ । চুলের সুন্দর একটি কাট একটি মেয়ের চেহারার পুরো ঢংই  বদলে দেয় ।
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৫০
বাকপ্রবাস বলেছেন: হুম, মেয়েদের চুল কাটার পর তাদের চালচলনেও চঞ্চলতা চলে আসে। আসল ব্যাপার কী সেটাই বলি। আমার কন্যা উমামার চুল বেশ বড় হয়ে গেছে। কাটতে চায়না। ফুপির বাসায় বেড়াতে গেল। বড় আপা আমাকে ফোনে জানাল উমামার চুল বেশ বড় কেটে দিচ্ছি। বললাম দাও। কাটা হল। আমি জানতাম উমামা চুল ছোট করতে রাজি নয়। পরে বাসায় আসার পর বউকে বললাম উমামা চুল কেটেছে ছবি দাও। দুষ্টামি করে দিলনা। পরে দেখলাম সাইজ তেমন ছোট করেনি। বড়ই আছে। সে নিশ্চয় রাজি হয়নি বেশী ছোট করার। সেই থেকে মাথায় চুল ঘুরপাক খাচ্ছিল।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিবার চুল কাটো আর আামর বুক কাঁপে
প্রতিবার চুল কাটো আর বেড়ে যায় রূপ
প্রতিবার চুল কাটো আর ছেড়ে যায় ক্লাস
প্রতিবার চুল কাটো আর দূরে সরে যাও।
.......................................................................................
এটা কিছুই না আগুনে ঝাঁপ দাও সব ঠিক হয়ে যাবে ।