নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

মনেমনে বিড়াল পুষি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬



বিড়াল আমার রাগ করেছে
মুখ করেছে ভার
যতই তাকে আদর করি
ঘুরিয়ে রাখে ঘাড়।

কী খাবি বল কোর্মা, পোলাও
টেংরা, পুটি, কই
চাইলে তোকে এনে দেব
রশমালাই আর দই।

কী হয়েছে বলনা শোনা
কী হয়েছে বল
চুপটি মেরে রইলি পরে
চোখের কোনে জল।

বিদেশে আর ভাললাগেনা
দেশে যাবি তায়
দেড়টা বছর পার হয়ে যায়
ছুটির দেখা নাই।

পড়ছে মনে দেশের কথা
নাকি অন্য কিছু
এবার বিড়াল লেজটা নাড়ায়
ঘাড়টা করে নিচু।

ঠিক বুঝেছি দুষ্টু বিড়াল
কিসের এতো রাগ
আর কটা দিন সবুর করে
চুপটি মেরে থাক।

মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

জুন বলেছেন:

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

বাকপ্রবাস বলেছেন: হা হা হা বেশ সেলফি

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কী হয়েছে বলনা শোনা
কী হয়েছে বল
চুপটি মেরে রইলি পরে
চোখের কোনে জল।

...............................................................................
সুন্দর ছড়া

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

নজসু বলেছেন: বিড়ালটাকে মাছের কাঁটার লোভ দেখানো যেতো। :) (মজা)

দেশের জন্য, নিজ গ্রামের জন্য, জন্মস্থানের জন্য কারও টানের কমতি নাই।

যে যেখানেই থাক, যত সুন্দর স্থানেই থাক না কেন, নিজ ভূমির জন্য পিছুটান থাকবেই।

ছন্দমিলে দ্বন্দহীন ভালো লাগা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

বাকপ্রবাস বলেছেন: মাছের কাটার কথা ইচ্ছে করেই লিখিনাই, কারন বিড়াল যখন রাগ করেছে সেটা মাছের কাটার জন্যই, তাকে কোর্মা পোলাও এর লোভ দেখানো হল কিন্তু তারতো চাই মাছের কাটা, তাইতো তার মন খারাপ। এটাও একটা লেখার ধরণ, যে কথাটা লিখিনাই অবগোচরে সে লেখাটাও আছে।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

ওমেরা বলেছেন: দেশে যাওয়ার জন্য বিড়ালের মত ছো ছো করছে ভাইয়ার মন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা আজকে কী ফেলে আসলেন বাসে?

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

ওমেরা বলেছেন: আজকে ছুটির দিন এখনো বাসা থেকে বের হয়নি ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

বাকপ্রবাস বলেছেন: আজকে ছুটির দিন
দোর জানালা বন্ধ
জানলার ওপাশে
মিষ্টি ফুলের গন্ধ।

খুলি মনের দ্বার
জানলা দিয়ে উঁকি
আজকে ছুটির দিন
বেরিয়ে পড়ল খুকি।

যাবে অনেক দূর
দূর দূরান্ত পার
মনের নভোযানে
নেইযে কেউ আর।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

আরোগ্য বলেছেন: বিড়ালের আবদার যারা বিড়াল পোষে তারাই বোঝে। কখনও আইসক্রিম কখনও দই,কখনও কাঁচা মাছ কাচকি পুটি কই।কখনও দরজা খুলে দাও, কখনও গলা চুলকে দাও।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

বাকপ্রবাস বলেছেন: বুঝতেই পারছি, আপনার নিক ছবিতে বিড়ালের ছবি।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

ফেনা বলেছেন: বাহ!! দারুন লাগল। ছড়ার ছলে অনেকটাই মনের কথা কইলেন মনে হয়।

শুভকামনা আপনাকে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

বাকপ্রবাস বলেছেন: হুম, প্রবাসীদের গল্পতো একটাই।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: ছড়া ভালো লেগেছে ভাইয়া। কিন্তু মনতো খারাপ হয়ে গেল :( সবাইকে ছেড়ে বিদেশে দূরে থাকা আসলেই অনেক কষ্টের ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

বাকপ্রবাস বলেছেন: হুম। তীতা মিঠা জীবন।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

সনেট কবি বলেছেন: বিড়াল এবং ছড়া দু’টোই সুন্দর হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

বাকপ্রবাস বলেছেন: বিড়াল আমি বানাইনাই হা হা হা গুগল মামা থেইকা ছবি নিলাম।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

রাকু হাসান বলেছেন: মজার ছড়া ,গুণী ছড়াকার :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

বাকপ্রবাস বলেছেন: থেংকু রাকু ভাই

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আর আমি পিয়ারীকে কাছে পেলেও পেয়াড়া খাই না পেলেও । পিয়ারী আমার সবসময়ের জন্য ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

বাকপ্রবাস বলেছেন: বাহ্ দারুন কমেন্ট করেছেন।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: যার একজন ভালো দোস্ত আছে, তার কোনো আয়না প্রয়োজন নেই।
.
— জালালুদ্দিন রুমি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

বাকপ্রবাস বলেছেন: ব্লগে ছবির সাথে লেখার মিল রাখা যাবেনা
- রাজীব নুর (ভাই)

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! বেশ সুন্দর ছড়া।

তবে বিড়ালের আচড়ে আমার বাচ্চার তিনটি ভ্যাকসিন নেওয়া হয়েগেছে। চতুর্থটি সামনের মাসের আট তারিখে। আমি এই দুটি প্রাণীর খুব ভয় পাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

বাকপ্রবাস বলেছেন: ছোট বেলায় ইঁদুর মারার জন্য বিড়াল পোষা হয়েছিল, রেজাল্ট হলো উল্টো। ঘরের ভেতরেই টয়লেট করা শুরু। পরে অনেক দূর ফেলে আসছিলাম। আসার পথে পথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। খুব ব্যাথা পেয়েছি, মাংস ছিলে গেছে। ঘরে পৌঁছার আগেই বিড়াল হাজির।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছড়াটি। নিজ নিজ জন্মস্থানে ফিরে যেতে সবারই মন ব্যকুল হয়ে উঠে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

বাকপ্রবাস বলেছেন: ফারিহা হোসেন প্রভা
ভাল থাকবেন রোজ
মাঝে মাঝে চেষ্টা তবু
মন খারাপের খোঁজ

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগে ছবির সাথে লেখার মিল রাখা যাবেনা
- রাজীব নুর (ভাই)


ভালো থাকুন।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯

বাকপ্রবাস বলেছেন: কৈ এর তেলে কৈ ভেজি দিলেন দেখছি

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১৯

বলেছেন: জীবন যেখানে যেমন।
চমৎকার প্রকাশ ছড়াকার।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৪০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ছড়াকার। (উপাধি দিয়ে দিলাম)

কী খাবি বল কোর্মা, পোলাও
টেংরা, পুটি, কই
চাইলে তোকে এনে দেব
রশমালাই আর দই।

এভাবে দিলে মাত্রাটা ঠিক হয়ে যেতো।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:০০

বাকপ্রবাস বলেছেন: লজ্জা পেলাম আর আপনার পরামর্শ কাজেও লাগালাম

১৮| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:০৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: না! আপনার লজ্জা পাওয়াটা একদম ঠিক হয়নি। আমি ইতস্তত বোধ করছি। এমন একটা ছড়া সম্ভবত আমি লিখতে পারবো না। যাহোক দাওয়াত রইলো: Click This Link

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৬

বাকপ্রবাস বলেছেন: আপনার পোষ্ট টা আমি আগেই খেয়াল করেছি, হাতরে কাজটা সারার অপেক্ষায় ছিলাম, তবে মাথায় ছিল ওটা পড়তে হবে। পরে আমার পড়া আর আপনার কমেন্ট একসাথেই হল

১৯| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৭:২০

মাহমুদুর রহমান বলেছেন: ঠিক বুঝেছি দুষ্টু বিড়াল
কিসের এতো রাগ
আর কটা দিন সবুর করে
চুপটি মেরে থাক।

ভালো লাগা........

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন রহমান ভাই

২০| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬

শিখা রহমান বলেছেন: মনের বিড়ালটাকে ভুলিয়ে ভালিয়ে পোষ মানিয়ে রাখাটাইতো জীবন!!

কবিতা ভালো লেগেছে। শুভকামনা কবি।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮

বাকপ্রবাস বলেছেন: হুমমমমমমমম, খুব করে ধন্যবাদ রইল কিন্তু

২১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮

নীল আকাশ বলেছেন: শিখা রহমান বলেছেন: মনের বিড়ালটাকে ভুলিয়ে ভালিয়ে পোষ মানিয়ে রাখাটাইতো জীবন!!
আপু, ঠিক আমার মনের কথাটাই বলে দিয়েছেন।
রুপক কবিতা টা দারুন হয়েছে...........।
দুর দেশে থাকলে সবার মনেই এরকম বেড়াল মিউ মিউ করে...............
ও, আমি কিন্তু বেড়াল খুবই পছন্দ করি।
ভালো থাকবেন।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

বাকপ্রবাস বলেছেন: শিখাপু ভেতরে ঢুকতে পেরেছেন। প্রতিকটা অনেকে ধরতে একটু সময় নেয়, বাইরের খোলসে ঘুরপাক খায়। এটা যে মনের বিড়াল। অনেকসময় বিশেষ করে কবিতা বুঝার জন্য অনেক সময় নামকরণটা খুব জরুরী হয়ে পড়ে। পুরো কবিতা সারাদিন পড়েও বুঝা যায়না বিষয়টা কিসের উপর, অথচ বিষয়টা থেকে যায় নামকরণে। যেমন ধরুণ নামকরণ লেখা হল শরৎ , তারপর বলা হলে তোমার অপেক্ষায় আছি, তোমার কতো রূপ ইত্যাদি। নামকরণ না দেখলে মনে করা হবে প্রেমিকা। অথচ এটা ঋতু।

ধন্যবাদ ৩৯

২২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই ছড়াটা ভাল হয়েছে।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

বাকপ্রবাস বলেছেন: রইল কিন্তু ধন্যবাদ খুব করে

২৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলুম

২৪| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

মোছাব্বিরুল হক বলেছেন: খুব ভালোলাগল ছড়াটা। বেড়াল নামের পেছনে প্রবাসীদের দেশে ফেরার আকুতি খুজে পেলাম।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

বাকপ্রবাস বলেছেন: হুম সেটাই। বেড়াল যেমন খাবারের ঘ্রাণে ঘুরঘুর তেমন মনও দেশের ঘ্রাণে যাইযাই। খুবই ধন্যবাদ জানবেন

২৫| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: ছড়ায় ছন্দে মনের কথা লিখে দিলেন।
ভালোলাগা।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন মনিরাপু

২৬| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

প্রামানিক বলেছেন: চমৎকার বিড়ালের ছড়া। ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা জানবেন দাদা, আপনাদের লেখা পড়েই লেখার আগ্রহ পাই

২৭| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

আখেনাটেন বলেছেন: হা হা হা। এত মজা করে কীভাবে ছড়া ল্যাখেন?

পুষি বিড়াল। মিউ মিউ। অাঁচড়-কামড় না দিলে ভালোই। ;)

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২

বাকপ্রবাস বলেছেন: পুষি বিড়াল মিউ মিউ
ঘুরঘুর ঘুর ঘুর
সারাটা ঘর ঘুরে বেড়ায়
মিউ মিউ সুর।
-
ধন্যবাদ জানবেন দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.