নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

বুমেরাং

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮


বিচারপতি পায়নি বিচার তায়
মনের দুঃখে বনবাসে যায়
যেতে যেতে এদিক ওদিক চায়
মনের বাঘের হালুম শুনতে পায়।

এইতো সেদিন দু'হাত জোড় করে
বনের হরিণ কাঁদল কাতর স্বরে
এক খোঁচাতে কলমটা কাত করে
যাবজ্জীবন দিয়ে দিল ধরে।

রাজা নিদ্রায় রাণীর ইশারায়
বিচারপতি ছিল দিশ হারায়
আজকে যখন প্রয়োজন আর নাই
ঘাড় ধাক্কায় বলল এবার আয়।

বিচারপতি যাবে কোথা আর
কোথাওতো নাইযে খোলা দ্বার
অবিচারের সূত্র লেখা তার
সেই মোতাবেক কাটল নিজের ঘাড়।


মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সিরিয়াস ধরণের ছড়া! ভালো লাগলো।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

বাকপ্রবাস বলেছেন: ভয়ও আছে। রাজা রানীর ভয়।

২| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০

সনেট কবি বলেছেন: সে যাইহোক ছড়া সুন্দর হয়েছে।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

বাকপ্রবাস বলেছেন: হুম সে যাই থাক, আপনাকে ধন্যবাদ কিন্তু

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর বুমেরাং আরকি।

শুভকামনা প্রিয় প্রবাসীভাইকে।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

বাকপ্রবাস বলেছেন: হুম, বুমেরাং অস্ত্রটা আমার খুব প্রিয়। ছুড়ে মারবে, আঘাত করে ফিরে আসবে।

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।



যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা—
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

বাকপ্রবাস বলেছেন: হ, বিচারপতি এখন কবিতায় ডুবিয়া মরিলেন।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

সাইন বোর্ড বলেছেন: অাহারে বিচারপতি, বেচারা ক্যানসার হয়েও চিকিৎসা ছাড়া অাজগুবি ভাল হয়ে গেল, সে এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে । ছবিটা বাচ্চা অজগর এর মত মনে হচ্ছে ।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

বাকপ্রবাস বলেছেন: বাচ্চা অজগর ভাল জিনিস, দেখতে নাদুস নুদুস

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

তারেক ফাহিম বলেছেন: ব্লগে আরেক ছড়াকার পেয়ে ভালোলাগা।

ছড়াকারের জন্য শুভকামনা।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: লজ্জা দেন কেন ভাই
পালাই পালাই পালাই

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

কে ত ন বলেছেন: বিচারকের উচিত শিক্ষা হয়েছে। যেসব নীরিহ নিষ্পাপ মানুষগুলোকে এক কলমের খোঁচায় ফাঁসির মঞ্চে ঠেলে দিল এই বিচারপতি, তাঁদের অভিশাপ তাকে পুরুষানুক্রমে বহন করতে হবে। এই দুনিয়ার কোথাও গিয়ে সে এতটুকুও শান্তি পাবেনা। কোটি কোটি মানুষের চোখের পানি তাকে আত্মগ্লানিতে তলিয়ে যেতে বাধ্য করেছে।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বাকপ্রবাস বলেছেন: আপাতত বিচারক এর ভাই তদন্ত শুরু হয়েছে। অবিচার কোথাও কোনভাবে কাম্য নয়। সেটা সবার ক্ষেত্রে। একজনের দায়ভার অন্য উপর দিয়ে তোলাও কাম্য নয়।

৮| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

আরোগ্য বলেছেন: কবিতাটা ছোট কিন্তু অর্থবহ। রূপকার্থে ভীষণ সাহসী লেখা।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

বাকপ্রবাস বলেছেন: যাকে তাকে বলনা দেয়ালেরও কান আছে

৯| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন:

উনি নাকি যুক্তরাস্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বাকপ্রবাস বলেছেন: চাইতেই হবে। দেশে আসলে কাবাব হয়ে যাবে।

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বলেছেন: অসাধারন ছড়া দাদা,
বিচারপতির বুমেরাং
খোয়াবনামা সামলানো দায়।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯

বাকপ্রবাস বলেছেন: সরকারের একটা ব্রম্মাস্ত্র আছে, নিজ দলের কেউ যদি বিদ্রোহ করে আর তাকে যদি চামড়া ছিলা থেরাপি দেয়া না যায় তাহলে পাগল আখ্যায়িত করে ছেড়ে দেয়া। শেষমেষ ফলাফল দাঁড়ায় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ঘটনা সেদিকেই যাচ্ছে মনে হয়।

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সৈয়দ ইসলাম বলেছেন:

উনি কিছু মিলাদটিলাদ পড়াচ্ছেন না কেন!
যদি বিএনপি ক্ষমতায় আসে। তবে উনি হয়ত মন্ত্রিত্ব পেতে পারেন!

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০০

বাকপ্রবাস বলেছেন: হুম, সেই সম্ভবনা উড়িয়ে দেয়া যায়না কারন বিএনপির স্বভাব হল জল ঘোলা করে খাবে।

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সূর্যালোক । বলেছেন: সুন্দর বাকপ্রবাস ভাইয়া

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০০

বাকপ্রবাস বলেছেন: আপনাকে মনে হয় আজই প্রথম দেখলাম, ধন্যবাদ জানবেন।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

ওমেরা বলেছেন: কি আর বলব!! কবিতা সুন্দর হয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০১

বাকপ্রবাস বলেছেন: না বলাটাই ব্যাটার, রাজনীতির সুগন্ধ বেশিক্ষণ থাকেনা, ঝড়ঝাপ্টার ব্যাপার থাকে।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

নজসু বলেছেন: রাজা সত্যি ঘুমায় না জেগে ঘুমায়?
নাকি রাণির ভয়ে ঘুমের ভান করে অলস সময় কাটায়?

যেখানে বিচারপতিই অসহায়
সেখানে সাধারনেরা যায় কোথায়?

সুন্দর ছন্দ।
সুন্দর ভাব।
ছন্দজন আর ছন্দ দুজনই প্রিয় আমার।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু? প্রথম পাতায় আসার সুযোগ হয়নি এখনো?

১৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৪

নজসু বলেছেন: এখনও পর্যবেক্ষণে আছি।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

বাকপ্রবাস বলেছেন: দুইটা পক্ষ্য এবং দুইজনই এক পক্ষ, সুতরাং যার পক্ষেই থাকবেন বা বিপক্ষে রেজাল্ট একই। আমরা আমরাই, আমি খাড়ায়া যামু আপনি বসায়া দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.