| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
শর্ত ছিল সাক্ষী ছিলনা
আইন আদালত পক্ষ নিলনা
মামলা ঠুকে দিয়েছিলাম তবু
ডিমান্ড ছিল রিমান্ড দিলনা। 
বিচারকের বয়েস সবে আট
আসামী তার সূত্রে মায়ের জাত
উকিল আমার সবে পড়ল চারে
চুল টানে বসে বাবার ঘাড়ে।
কথা ছিল শনি, সোম, বুধ
শুক্র সহ ভাগে আমার চার
কবে নেব চরম প্রতিশোধ
ধুত্তারি ছাই ভাললাগেনা আর। 
ঘুরে ফিরে ওরা তিন জোট 
মশারিটা ঠিকই আমার ঘাড়ে
টাঙ্গিয়ে গেলাম সপ্তাহে দিন সাত 
দুঃখের জীবন আর পারিনারে।
 
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৩:০৪
বাকপ্রবাস বলেছেন: হ, আমি টাঙ্গায়, হেরা কয় সুন্দর হইসে, এবার খুচি দেন
২| 
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৩:০৩
মোছাব্বিরুল হক বলেছেন: খুবই কষ্টে আছেন দেখছি।
 
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৩:০৪
বাকপ্রবাস বলেছেন: পুরা বেইমানীর উপর রাখসে
৩| 
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৩:১৯
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা,তবে দয়া করে আল্লাহর নাম বিকৃত করবেন না।এতে গুনাহ হবে।
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: শিরোনামটা একটা গানের কলি, আশা করি আল্লাহ শিল্পমনা আছেন, ওনি বুঝবেন
৪| 
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৩:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: 
বাহ বাহ, বিরাট কথা বটে।
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১১
বাকপ্রবাস বলেছেন: কথটা বিরাট কিন্তু মশারীটা আমাকেই টাঙ্গাতে হচ্ছে সেটাই বিচার
৫| 
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন: 
আপনার দক্ষতার উপর পরিবারের আস্হা আছে
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:১২
বাকপ্রবাস বলেছেন: কাটার উপর নুনের ছিটা
৬| 
০২ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  চমৎকার।  ++
শুভকামনা প্রিয় কবিভাইকে।
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৯
বাকপ্রবাস বলেছেন: চমৎকার বটে, আমি টাঙ্গাই আর ওরা ঠেঙ্গের উপর ঠ্ঙে দিয়ে বলে খুচি দেন
৭| 
০২ রা অক্টোবর, ২০১৮  সকাল ৭:০৮
নজসু বলেছেন: ছড়াগুলো একটু একটু রাজার নীতি ঘেষা হচ্ছে নাকি?
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫০
বাকপ্রবাস বলেছেন: হুম আমিও চিন্তা করছিলাম সেকথা, তবে আমি তাৎক্ষনিক লিখে তাৎক্ষনিক পোষ্ট করি, সেটা রাতের দুইটা হোক আর দিনের দুইটা
৮| 
০২ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:২০
নীল আকাশ বলেছেন: ভাই, দারুন হয়েছে। আমার ও একি অবস্থা 
  সবাই মিলে বাসায় আমার ঘাড়ে এই কাজটা চাপিয়েছে...। 
  আপনার দু:খে সমব্যাথি আমি।  
 
ভালো থাকুন।
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫০
বাকপ্রবাস বলেছেন: তীব্র আন্দোলন করা দরকার, এক্যজোট করতে হবে
৯| 
০২ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় সফালতার
আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতার!
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫১
বাকপ্রবাস বলেছেন: মশারী টাঙ্গাতে পারার মাঝে বিশাল সফলতা লক্ষ্য করলাম নিজেও, কোন দড়িটা কোন দিকে দিতে হবে সেটা কম্পাস ব্যাবহার ছাড়াই বুঝতে পারার মাঝে দারুণ সফলতা দেখতে পাচ্ছি
১০| 
০২ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:০২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫২
বাকপ্রবাস বলেছেন: মশারী কে টাঙ্গায় দাদা? আপনি নাকি দাদি?
১১| 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৪
আরোগ্য বলেছেন: হাবিব ভাই দুই দিন ধরে দ্ব্যর্থবোধক কবিতা লিখেন।নিরাশ নাকি?
 
০২ রা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫২
বাকপ্রবাস বলেছেন: এইডাতো হাসির ছড়া, নিরাশ কোথায় আবিষ্কার হইল ভাবতাছি
১২| 
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: মশারি টানানো রতিমত কঠিন কাজ। ![]()
 
০২ রা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৬
বাকপ্রবাস বলেছেন: যদি ষ্ট্যান্ড না থাকে তাহলে কোন দড়ি কোন দিকে এসব খুঁজতে খুঁজতে মাথা গুলিয়ে যায়
১৩| 
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ১০:০৭
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া, খুব ভালো লাগল।
 
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ২:৩১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড়ভাই
১৪| 
০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৫:৫৮
বিদেশে কামলা খাটি বলেছেন: মশা মারতে কামান দাগুন। কাজে লাগবে।
 
০৩ রা অক্টোবর, ২০১৮  দুপুর ১:৫৭
বাকপ্রবাস বলেছেন: উপায় নেই, সেটাই করতে হবে
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ২:৫৯
ল বলেছেন: বরাবরই সুন্দর।