| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
হজমে গোলমাল যদি থাকে রোজ
চিকিৎসায় নিতে পার তেতুলের খোঁজ
তেঁতুলে পাবে তুমি ভিটামিন সি
আরো আছে ভিটামিন ই এবং বি।
হার্ট রাখে চাঙা আর সতেজ সবল
কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা প্রবল 
বুদ্ধিও জ্ঞান বাড়ায় জেনে রাখ শুনে
স্মৃতিশক্তি বেড়ে যাবে তেঁতুলের গুণে।
তেঁতুল খেতে পারো ওজন হ্রাসে
তায় বুঝি নারীরা তেঁতুল ভালবাসে
তেঁতুলের প্রেমে তায় গায় গুণগান
তেঁতুল খাও সবে খুলে মন প্রাণ।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৭
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ দাদা
২| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:০৯
স্রাঞ্জি সে বলেছেন: 
তেতুল  ![]()
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৭
বাকপ্রবাস বলেছেন: জিহ্বায় জল আসেনা?
৩| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১২
নজসু বলেছেন: তেঁতুলের অনেক গুন দেখি।
আরেকটা গুনের কথা তো বললেন না। 
তেঁতুল মেয়েদের মুখে (কখনও কখনও ছেলেদেরও) পানি এনে দেয়।   ![]()
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৮
বাকপ্রবাস বলেছেন: সেই প্রসঙ্গে আনিনি ভয়ে, জল পড়ে আমার ছড়াটাই না ভিজিয়ে ফেলে সেই ভয়ে
৪| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৩
আরোগ্য বলেছেন: পাঠে মুগ্ধতা। হাবিব ভাই ফাটিয়ে দিয়েছেন।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৮
বাকপ্রবাস বলেছেন: বিড়াল তেতুল খায়না। নাকি খায়?
৫| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:২৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বড়ভাই
৬| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩১
সৈকত জোহা বলেছেন: শফি হুজুরের কথা মনে পড়ল
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০০
বাকপ্রবাস বলেছেন: শফি হুজুর এর কথা লিখেছিলাম আবার চেনজ করে নিলাম, ফান করতে গিয়ে ছড়ার মান কমে যাবে তায় আর সে প্রসঙ্গ আনলামনা, আমার লেখার উদ্দেশ্য ছিল সেটাই কিন্তু পরে প্রসঙ্গ পাল্টালাম
৭| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: যাক, অন্তত তেতুল হুজুরের বন্দনা শুনতে হয়নি!
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০০
বাকপ্রবাস বলেছেন: তেতুল হুজুর চমক দেখিয়েছেন, তেতুলে লগনে মরিচে বেশ মাখামাখি
৮| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৬
হাবিব  বলেছেন: 
হেফাজতে এক তেঁতুল হুজুর আছে
তাদের সাথে একটা সময় ছিল অনেক দ্বন্দ্ব,
তাই তেঁতুলের সব গুনাগুন জেনে
এখন পাল্টেছে ঐ ৫ মের ছন্দ।
তেঁতুল থেকে ই বি সি সব পেতে
নেতারা সব হেফাজতের কোটে। 
এখন চাঙ্গা থাকবে হার্ট আর 
কোলেস্টেরল জিরো, 
ভোটের মাঠে হবে তারা
অটোমেটিক হিরো।  
মাথা তাদের খুলে যাবে
তেঁতুলের এই কেরামত,
তখন কয়লা কিংবা পাথর খাওয়ার
খুলে যাবে অনেক পথ। 
তেঁতুল খেয়ে করবে তারা 
নিজের ওজন কন্ট্রোল, 
তখন- জনগন সব ঘুরবে পিছু পিছু
আর-অটোমেটিক হয়ে যাবে গোল।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০১
বাকপ্রবাস বলেছেন: আপনার এই অভ্যাসটা আমারও ছিল, কমেন্ট করতে গিয়ে ছড়া লেখা। আমার ব্লগে লেখা সূত্রপাত ওভাবেই, কমেন্ট করতাম ছড়া হয়ে যেত, পরে সেই ছড়া পোষ্ট করতাম। আপনিও সেই কাজ করতে পারেন।
৯| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০৯
পদ্মপুকুর বলেছেন: বাহ বাহ বাহ, হাবিব স্যার যা বলেছেন... ![]()
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৩
বাকপ্রবাস বলেছেন: তেতুলের গুণ যেগুলো বাদ রেখেছিলাম সেগুলো প্রকাশ করে দিয়েছেন হাবিব স্যার। আমার নামও হাবির সেই সুবাদে দুইটা (হাবিব)২ এর ছড়া।
১০| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন: 
তেতুল গাছে ভুত থাকে, তেতুলের সাথে সেটা এসে উপস্হিত হতে পারে।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩৪
বাকপ্রবাস বলেছেন: এই কথাটা মনে ঘোরপাক খাচ্ছিল, যেহেতু এটা স্বাস্থ্য বিষয়ক আর ভিটামিন জাতীয় উপাদান আছে তায় সেই ব্যাপারটা আনিনি, আনলে ছড়ার ভাবটা ছিড়ে যেত, তাই ইচ্ছে করেই আনিনি। যদি আরেকটা লিখি তাহলে সেই ব্যাপারটা আসার সম্ভবনা প্রকট। ধন্যবাদ মুরুব্বি।
১১| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:১৩
আখেনাটেন বলেছেন: তেঁতুল নিয়ে তেতলামী মজার হয়েছে।  
  
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: আরো একটা বানালাম এই মাত্র। প্রথম পাতায় দুইটা হয়ে যাবে তায় দিচ্ছিনা। প্রথমটা ২য় পাতায় গেলে ছাড়ব।
১২| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৭
জুন বলেছেন: কোলস্টেরল বেশি, 
তাই আপনার পোষ্ট পড়েই লবন মরিচ দিয়ে খানিকটা তেতুল গুলে খেয়ে এসে মন্তব্য লিখতে বসে পড়লাম বাকপ্রবাস  
 
কবিতা জব্বর হয়েছে 
 
+
 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা এবার একটা ভ্রমণ কাহিনী হয়ে যাক
১৩| 
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৫
সৈকত জোহা বলেছেন: শফি হুজুর কি বেঁচে আছেন? যদি থাকে তাহলে দোয়া আনতে যামু
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০০
বাকপ্রবাস বলেছেন: এখন যাইয়েননা, লগে আমিও যামু, আরেকটা লিখছি এই মাত্র, আমার বর্তমানটা নেক্সট পেইজে গেলে তখন ছাড়ুম, সেখানে হুজুর এর কথা কিঞ্চিত স্মরণ করেছি
১৪| 
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
আরোগ্য বলেছেন: ভাই বিড়ালটা খুব অসুস্থ। দোয়া করুন যাতে সুস্থ হয়ে যায়।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: দোয়া রইল। যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠে।
১৫| 
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
সৈকত জোহা বলেছেন: আমি কিন্তু সিরিয়াস। ভাবতাছি চট্টগ্রামের সকল পীরদের দোয়া নিব
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
বাকপ্রবাস বলেছেন: নির্বাচনে খাড়াইয়া যাইবেন নাকি?
১৬| 
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এখানে মিষ্টি তেতুল পাওয়া যায়। মাঝে মাঝে কিনি। 
দেশের টক তেতুলের কথা মনে পরে।
 
০৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৩
বাকপ্রবাস বলেছেন: হুম, মিষ্টি তেতুলগুলো খেয়েছি, কোন টক নাই।
১৭| 
০৬ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: চমৎকার ছড়া।
এবং উপকারী।
 
০৭ ই অক্টোবর, ২০১৮  রাত ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: জি ভাইযান, আজই তেঁতুল কিনে নিয়ে যান
১৮| 
০৬ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৪১
সুদীপ কুমার বলেছেন: তেঁতুল স্মৃতিশক্তি কেমনে বাড়ায়।
লেখাটি দারুণ।
ঝরঝরে
চকচকে।
 
০৭ ই অক্টোবর, ২০১৮  রাত ১২:২৪
বাকপ্রবাস বলেছেন: ৩. নার্ভের কর্মক্ষমতা বাড়ে: বি কমপ্লেক্স হল এমন ভিটামিন, যা ব্রেন ফাংশনের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে এই ভিটামিনটি শরীরে প্রবেশ করা মাত্র নার্ভ সেলের শক্তি বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই কগনেটিভ ফাংশনে উন্নতি ঘটে। সেই সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিও বাড়তে শুরু করে। প্রসঙ্গত, তেঁতুলে বি কমপ্লেক্স ভিটামনিটি রয়েছে প্রচুর মাত্রায়। তাই তো পড়াশোনা হোক কী কর্মজীবন, যে কোনও ফিল্ডে যদি উন্নতি করতে হয় তাহলে তেঁতুল খাওয়া মাস্ট!
সেই সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিও বাড়তে শুরু
১৯| 
০৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার তেতুলের গুন -কীর্তন।
 
০৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৫১
বাকপ্রবাস বলেছেন: 
তেতুল গুণে শফি হুজুর
হাসি আনন্দে দিন গুজুর।
তেতুল পাবেন 
তেতুল খাবেন
তেতুলে সব গুণ।
২০| 
০৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: জয় তেতুল বাবার জয় ![]()
 
০৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৪
বাকপ্রবাস বলেছেন: জয় বাবা তেতুল বাবা
খেল দেখাল শেষে
সেই খেলাতে লাল রক্ত
সাদা হয়ে আসে।
২১| 
০৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৩
ওমেরা বলেছেন: তেতুল তো অনেক উপকারী দেখা যাচ্ছে , ছড়া ভাল হয়েছে ।
 
০৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৯
বাকপ্রবাস বলেছেন: জি, তেতুল খুব উপকারী। রাজনীতিতেও তেতুলের অবদান আছে।
২২| 
০৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৭
নতুন নকিব বলেছেন: 
দারুন। +++
 
০৭ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ মুরুব্বি।
২৩| 
০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ৩:২০
ল বলেছেন: তেঁতুল  হুজুর হয়ে গেলেন নাকি দাদা? 
তেঁতুল কি জিনিস। বাহ বেশ
 
০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ৩:৪৩
বাকপ্রবাস বলেছেন: মমতাজ রে দরকার, তেতূলের গান শুনতে মন চাইতেছে
২৪| 
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:১০
নীল আকাশ বলেছেন: তেতুল নিয়ে ছড়া ভালো হয়েছে। তেতুলের এত গুন জানতাম না! 
  আজকে থেকে তিন বেলা তেতুল খাওয়া ভাবছি শুরু করবো! ![]()
 
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৮
বাকপ্রবাস বলেছেন: জিহ্বায় ঘা হয়ে যাবে চুষে খেলে।
২৫| 
০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৭
এ.এস বাশার বলেছেন: হুম তেতুলের কত গুন.....কিন্তু তেতুল গাছ বিলিন হয়ে যাচ্ছে দিন দিন....
 
০৯ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:০১
বাকপ্রবাস বলেছেন: ঘরে ঘরে তেতুল গাছ গড়ে তুলতে হবে ![]()
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর তেতুল কথন।
শুভকামনা প্রিয় প্রবাসী ভাইকে।