নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

তেঁতুল গাছে ভূত

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬



তেঁতুল গাছে ভূতের বাসা
থাকে মগ ডালে
ভূঁতের ছানা বোবা কানা
নাচে ঝুমুর তালে।

একলা পেলে দিন দুপুরে
তেঁতুল গাছের তলায়
তেঁতুল খাবার লোভ দেখিয়ে
ডাকবে চিকন গলায়।

ভূতের ডাকে সাড়া দিয়ে
ওঠো যদি গাছে
দেখতে পাবে ভূতের বাচ্চা
কেমন সুন্দর নাচে।

বলবে তোমায় নাচবে এসো
আমরা যেমন নাচি
নাচা শেষে খেতে দেবে
পাকনা তেঁতুল যাচি।

তেঁতুল খেয়ে ধপাস করে
পড়বে তুমি নিচে
অজ্ঞান হয়ে রইবে পড়ে
দাতের পাটি খিচে।

শফি হুজুর ঝারবে তোমায়
পানি পড়া দিয়ে
কান্ড দেখে পাড়ার লোকে
হাসবে তোমায় নিয়ে।

আর যেওনা তেঁতুল তলায়
তেঁতুল গাছে ভূত
আজগুবি সব গপ্পো বানায়
ভূতের মামদো পুত।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

হাবিব বলেছেন:




তেঁতুল বাজি অনেক হবার পর-
ভুতের ছানাটা বেরিয়ে এসে,
সব ছাড়িয়া মাপ চাহিয়া
হলো দেশান্তর।
শফি হুজুর খুশিতে তাই নাচে।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

বাকপ্রবাস বলেছেন: নাচে হুজুর নাচেরে
তা ধিনা ধিন ধিন
৫ই মে ভুইলা গেছে
রাত্রি হইল দিন।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

মাকার মাহিতা বলেছেন: খ্রাপ না।

পোষ্টে এক শ প্লাস।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

বাকপ্রবাস বলেছেন: আপনার পোষ্টগুলো ঘুরে এলাম, লেখা বড়বড় তায় সময় করে আবার যাব পড়ার জন্য। অপিষে তায় বড় লেখা কম পড়া হয়।

মন্তব্য করার জন্য খুব করে ধন্যবাদ

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

মাকার মাহিতা বলেছেন: আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমার বল্গ ঘুরে এসেছেন জেনে আমি যারপরনাই আনন্দিত, বিমোহিত, পুলকিত এবং দিলখুশিত! লেখার সাইজ বড় দেখে বেশি সময় দিতে পারেন নাই এজন্য আমি আশায় বুক বেধেঁ থাকলাম। পথপানে চেয়ে রইলাম কবে আপনি আসবেন!

আপনার কবিতার শেষ লাইনে আমি একটা পংঙতি লিখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আপনার সুন্দর ছড়ার সাথে মিলবে কিনা তাই সংশয়ে লেখতে পারলাম না। ভবিষ্যতে চেষ্টা করবো...

শুভকামনা...

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

বাকপ্রবাস বলেছেন: আমি অবশ্যই আপনার ব্লগে যাব, কয়েকটা ছড়া পড়েছিও, মন্তব্য করিনি শুধু আরো পড়ার জন্য। আপনাকে আমার ব্লগে আগে খেয়াল করিনি আজকেই করলাম। চেষ্টা থাকে নতুন কাউকে দেখলে জানার। শেষ লাইনে আপত্তি থাকলে আর পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

আরোগ্য বলেছেন: ভাই গতকাল তেঁতুলের লোভ দেখিয়ে আজকে আবার ভুতের ভয়। তেঁতুল প্রেমিকরা এখন কি করবে?

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

বাকপ্রবাস বলেছেন: ভয়ও পাবে তেতুলও খাবে
দুটোই চাই, তবে
চেটেচোটে বেশী খেলে
জিহ্বায় ঘা হবে।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

সূর্যালোক । বলেছেন: ভালো লাগছে । সুন্দর ছাড়ার সাথে শেষ লাইনটা বেমানান লাগছে ভাইয়া ।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

বাকপ্রবাস বলেছেন: অবশেষে চেন্জ করা হল শেষ লাইনটা।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

সনেট কবি বলেছেন: বেশ

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ দাদা

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


তেঁতুল খাইতে মন চাইলো
কিন্ত অতি টক,
ঐ তেঁতুল ভুত পাইলে পরে
পায়ে লাগাবো লক।

তেঁতুল গাছের তলায় যেয়ে
শব্দ পেলাম 'কক'
উড়ে পালালো ধুসর সাদা
লম্বা একটা বক!!!

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা খক খক খক
এমন সুন্দর কমেন্ট পড়ে
মনটা হর ফক ফক।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: তেতুল গাছের ভুত সারাতে সফি হুজুর সত্যিই অনন্য ;)

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

বাকপ্রবাস বলেছেন: সফি হুজুর দেখলে ভূত
বাপের নাম ভূলে
কী জানি কী নামটা ছিল
হাত বোলায় চুলে।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




তেঁতুল খাইলে দুর হয়
পেটের যত জার্ম,
হৃদরোগ ও ভালো হয়
সত্যিই কনফার্ম!!!!

তেঁতুল খেলে শুনি নাকি
মুখের রুচি বাড়ে,
দাঁত টক হয়ে গেছে মোর
বুঝছি হাড়ে হাড়ে।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

বাকপ্রবাস বলেছেন: তেতুল খেয়ে পাওয়ার বাড়ে
থুরথুরে এক বুড়ো
লাঠি ছুড়ে হাঁটছে দেখ
থাকছেনা আর কুড়ো।
লুঙ্গিটাকে গিট্টু মেরে
কাবাডি খেলছে দেখো
রাজনীতি এক খেলা আছে
বুড়োর কাছে শেখো।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তেঁতুল গাছকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। +++

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

বাকপ্রবাস বলেছেন: ভূত আছে কিন্তু সাবধান

১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

সৈকত জোহা বলেছেন: ভাবতাছি তেতুলের মাজার করব। মাজারের চারপাশে এই ধরনের কবিতা টাঙাইয়া রাখবো

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা দারুণ হবে কিন্তু। আমারে কইয়েন, আমি কোবিতা সাপ্লাই দিমু

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

সৈকত জোহা বলেছেন: পতেঙ্গা করলে মনে হয় ভাল হবে

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭

বাকপ্রবাস বলেছেন: মন্দ হয়না, দান বাকসো একটা নিয়া বসা যাবে। খয়েজ খিজির মাজার একটা আছে, সেখানে নাকি খয়েজ খিজির বসেছিল, সেই সুবাদে মাজার।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সৈকত জোহা বলেছেন: চট্টগ্রামে মাজারের মত জমজমাট বিজনেস আর নাই।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

বাকপ্রবাস বলেছেন: সিলেটেও আছে।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নজসু বলেছেন: তেঁতুল গাছের ভূতদের জন্য একটা পেত্নী পাঠালাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বাকপ্রবাস বলেছেন: এই ছবিটা গুগলে পেয়েছিলাম বাট দিইনি, এখন মনে হচ্ছে দিলেই ভাল হতো। আরো একটা চযেজ করেছিলাম তেতুল এবং একটা ভয়ংকর ভূত। এসব দিইনি কারন যেহেতু ছোটদের ছড়া তায় তাদেরকে ছবি দেখিয়ে ভয় দেখাতে চাইনি। লেখার ভূত পড়ে মজা পাবে কিন্তু ছবির ভূত দেখে রাতে ঘুমাতে না পারলে ছোটদের ছড়া লেখার উদ্দেশ্যই ব্যাহত হবে। তবে এই ছবিটা ছিক ছিল, ভয় নেই বাট মজা আছে।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

স্রাঞ্জি সে বলেছেন:
আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ৮৮৮টি
মন্তব্য করেছি: ৩৮৯৪টি
মন্তব্য পেয়েছি: ৫৩১৯টি
ব্লগ লিখেছি: ৫ বছর ১১ মাস
অনুসরণ করছি: ৪৫ জন
অনুসরণ করছে: ৮৯ জন


হাবিব ভাই আপনাকে অভিযোগ দিচ্ছি এত কম মন্তব্য কেন....

বলবেন কি.. :-P


০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০০

বাকপ্রবাস বলেছেন: কম মন্তব্য কারণ হলো আমি সামুু ব্লগে আইডি করে নিরব ছিলাম বছরের পর বছর। প্রথম ব্লগ আমার সোনারবাংলা ব্লগ। মূলত সেখানেই একটিভ ছিলাম। সামুতে জাষ্ট পোষ্ট করে চলে যেতাম। কমেন্ট করতামনা আর কমেন্ট এর প্রত্যাশাও করতামনা, ডায়রী হিসেবে ব্যবহার করতাম, লেখা জমা রাখতাম, এখনো রাখি, আমার সকল লেখা ব্লগেই সংরক্ষিত, অন্য কোথাও নেই। সোনারবাংলা ব্যান্ড হবার পর ফেইসবুকে একটিভ ছিলাম, সোনার বাংলায় কারো সাথে পরিচয় যেমন ছিলনা পরিচিতও হয়ে উঠিনি। বর্তমানে ফেইসবুক ভাল লাগেনা তায় আইডি ডিএকটিভ করে রেখে শুধু সামুতেই একটিভ, সেই সোবাদে আপনাদের সাথে সখ্যতা বেড়েছে, আমার এতো বছরের ব্লগ জীবনে সামুতে যেমন কেউ আমাকে চিনতনা ব্লগার পরিচয়ে আমিও কাউকে চিনতামনা। তায় আমার মন্তব্য করার সংখ্যা কম। মন্তব্যগুলো ইদানিংকার। আমার আগের পোষ্টগুলো দেখতে পারেন, দুই একটা কমেন্ট শুধুমাত্র। কারন আমি নিজেও কমেন্ট করতামনা।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: গতকাল তেতুল দিয়ে লিখেছেন এবং আজকের টা দুইটায় বেশ ভালো হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০২

বাকপ্রবাস বলেছেন: আমি সাধরণত লিখেই পোষ্ট করি, ব্লগ আমার কাছে ডায়েরী। গতকাল গাজী দাদা মন্তব্য করেছিলেন তেতুল গাছে ভূত থাকে সে বিষয়টা আসেনি, আমি তায় সাথে সাথে তেতুল গাছ নিয়ে লিখে ফেলি এই ছড়াটা কিন্তু পোষ্ট করিনি কারন প্রথম পাতায় দুইটা চলে আসবে। পরে আজকে পোষ্ট করলাম।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: তেতুল পাতা তেতুল পাতা
তেতুল বড় টক রে
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে...............

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

বাকপ্রবাস বলেছেন: আহা কতো শখ রে.......

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯

কানিজ রিনা বলেছেন: তেতুঁই হুজুর দোশ কি দিব মাননীয় রাস্ট্রপতি
তেতু্ঁই টকে মারল যোকস বিশ্ববিদ্যালয়ে।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

বাকপ্রবাস বলেছেন: যারা আসলেই মূর্খ তারা ক্ষমতা পেলে নিজেকে খুব জ্ঞানী ভাবে। আমাদের রাষ্ট্র ব্যাবস্থা এখন এই অবস্থায়

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

তারেক ফাহিম বলেছেন: তেতুল নিয়ে পোষ্ট কমেন্টস্ পড়তে পড়তে জ্বিবেতো জল আসলো ;)

ছড়ায় ভালোলাগা প্রিয়।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

বাকপ্রবাস বলেছেন: জলটা দিয়ে ছড়া ভিজেয়ে দেবেননা আবার

২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

এ.এস বাশার বলেছেন: বাহঃ দারুন ছন্দে লেখা! তেঁতুল খুব লোভনীয়। সফী হুজুরের ভুত তাড়ানো ভালো লেগেছে। রমাঞ্চকর!
মন্তব্য দিয়ে গেলাম। ভালো থাকবেন....

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

বাকপ্রবাস বলেছেন: বাশার ভাই বাশার ভাই
ধন্যবাদ রইল তায়

২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: এ তো দেখি আধুনিক কালের সুকুমার রায়!!

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪

বাকপ্রবাস বলেছেন: হা হা হা সুকুমার আমার প্রিয়। ছড়ার কলকব্জা ওনি যেভাবে নাড়িয়েছেন আমার খুব ভাল লাগে।

আপনার রম্যটা পড়েই আজকের ব্লগিং ও দিনের কাজ শুরু করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.