নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমার কাছে দুঃখ আছে
পাবেনা তুমি
আমার দুঃখের পাহাড় একান্ত আমার
আমার লালন ভূমি।
চেয়েছো যা পেয়েছো তা
কেবল সুখের নাগাল
দুঃখ তোমায় ছোবার আসায়
হবেনা কাঙ্গাল।
আমার কাছে সুখ আসে
রাখিনা ধরে
হাতের কাছে, মাথার কাছে
রইল পড়ে।
এমন দুঃখ পাবো কোথায়
একটাই ভয়
যদি কখনো দুঃখটাও
হাত ছাড়া হয়।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২
বাকপ্রবাস বলেছেন: তখন ৫ জীবনের অতৃপ্তি হতো হা হা হা
ধন্যবাদ বিজনদা
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭
শিখা রহমান বলেছেন: কবিতাটা ভালো লেগেছে, বিশেষ করে প্রথম স্তবকটা। শুভকামনা ও ভালোলাগা রইলো কবি।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও শুভেচ্ছা, শুভ সকাল
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০
আরোগ্য বলেছেন: আলো বলে, অন্ধকার তুই বড় কালো।
অন্ধকার বলে,তাই তুমি আলো।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
বাকপ্রবাস বলেছেন: আলো বলে অন্ধকার তুই বড় ভালো
তুই অন্ধকার বলেই আমি আলো।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭
শাহারিয়ার ইমন বলেছেন: দু;খ লালন করলে সুখে পরিনত হয় - বানীতে পাগল বাবা
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন: ঘটনা সত্য
৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯
সৈকত জোহা বলেছেন: দুঃখের ফেরিওয়ালা
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন: কেজী দরে বেঁচা গেলে ভালই হতো
৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১
সৈকত জোহা বলেছেন: আপনি সুখ বেচতে পারেন কিন্তু দুঃখ কখনো বেচতে পারবেন না
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: সেইটা কিনে হয় অথবা চাপিয়ে দিতে হয়
৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকুন অন্ত্যমিলে
শাপলা ঝিল আর আকাশ নীলে।
শুভকামনা রইলো। কবিতা ভালো লেগেছে।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩
বাকপ্রবাস বলেছেন: সত্যিই দারুণ বলেছেন, অন্ত্যমিল ছাড়া আমার থাকায় হয়না। সেটার উপরই আছি
৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
স্রাঞ্জি সে বলেছেন:
ফেরি, ও সুখের দুখের ফেরি আইসা পড়ছে।। লাগবে লাগবে।
কবিতায় ++
অনিঃশেষ শুভকামনা।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ লইবেন স্রাঞ্জিদা
৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫
নজসু বলেছেন: দুঃখকে লালন করতে চান?
আপনার চেয়ে বড় দুঃখী তবে আর কে আছে?
দুঃখের দিক থেকে আপনি সবচেয়ে বেশি সমৃদ্ধশালী।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬
বাকপ্রবাস বলেছেন: মিথ্যে নয়
১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জীবনের দুঃখ, কষ্টগুলোকে বলুন আমার কাছে তোমাদের দেওয়ার মত কোনো টাইম নেই। যাও ভাগো এখান তে।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
বাকপ্রবাস বলেছেন: বলিতো, শুনেনা
১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার কবিতা। শ্রদ্ধেয়া শিখাআপুর সুরে বলছি প্রথম স্তবক যদি আমরা দেহমনে ধারন করি তাহলে পৃথিবী বদলে যেতে বাধ্য।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় প্রবাসীভাইকে।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা ভালবাসা জানবেনা দাদা
১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ লইবেন ভাইযান
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪
বিজন রয় বলেছেন: জীবন যদি ৫টা হতো!!
মানুষের চাহিদা অনেক।