নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাড়ার বুড়ো থুরথুড়ো
চলে লাঠি ভর
পাড়ার মোড়ে চা দোকানে
কাটল জীবন ভর।
হিন্দি গান আর নাচন দেখে
মরার বুড়ো ভাবে
ভাললাগেনা বৃথা জীবন
বলিউডে যাবে।
যেভাবেই হোক ভিলেন পাঠটা
বাগিয়ে নিতে চায়
প্রিয়ঙ্কাকে কাছে পাবার
এটাও এক উপায়।
রাস্তা থেকে আনবে তুলে
ধস্তাধস্তি করে
আসবে নায়ক, জড়িয়ে ধরে
চুমু খাবার পরে।
টিসুম টিসুম মারবে মারুক
দুই মিনিটের সিন
প্রিয়ঙ্কাকে ছুঁতে পেলেই
জীবনটা রঙ্গিন।
আকাশ পাতাল ভাবতে ভাবতে
রোমাঞ্চ এলো মনে
শূণ্যতাকে পুষিয়ে নিতে
ঝগড়া বুড়ির সনে।
কী রেধেছে যায়না খাওয়া
ছুড়ে মেরে খাবার
হনহনিয়ে ঘর ছেড়ে যায়
চা দোকানে আবার।
প্রিয়ঙ্কাজে আছে সেথা
ডিশ লাইনের তারে
দুনিয়াদারী ভাললাগেনা
দুঃখ বুঝায় কারে!
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বাকপ্রবাস বলেছেন: আমগো রাষ্ট্রপতির কথা একবারও মনে আসলনা?
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: প্রিয়াংকা কি আপনার পছন্দের?
উনাকে নিয়ে যে একবারে লিখেই দিলেন!!
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
বাকপ্রবাস বলেছেন: বলিওডে আমার নাম্বাও ওয়ান অপছন্দের নায়িকা হল কলকাতার মেয়টার না কি যেন? আব্রাহাম এর সাথে প্রেম করতো, আর দুই নাম্বার অপছন্দের নায়িকা হল প্রিয়ংকা।
আমি রাষ্ট্রপতির কথা ভেবেই এটা লিখেছি।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সৈকত জোহা বলেছেন: না। উনি কি এই বিষয়ে কিছু বলেছিলেন
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
বাকপ্রবাস বলেছেন: হুম। এমন ফান করে বলেছেন যে আমার মোটামোটি বিরক্ত লেগেছে, একটা দেশের রাষ্ট্রপতি গোপাল ভাড় হবে সেটা আফ্রিকায় মানায়। আমার কাছে পেইনফুল।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
নেয়ামুল নাহিদ বলেছেন: যেটা ভেবেই লিখুন, পড়তে ভালো লেগেছে
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
বাকপ্রবাস বলেছেন: প্রিয়ঙ্কা বলে কথা
৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। ভালো স্যাটায়ার করেছেন ভাই।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বাকপ্রবাস বলেছেন: রাষ্ট্রপতিরও কাল্পনিক ভালবাসা জন্ম নিয়েছে, আপনার কাছে পাঠিয়ে দেব, ওষুধ দিয়ে দেবেন
৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
আরোগ্য বলেছেন: দারুণ ! ফাটিয়ে দিয়েছেন গুরু। ছড়াটা প্রিয়াঙ্কার চেয়ে বেশি হট।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
বাকপ্রবাস বলেছেন: হ, প্রিয়ঙ্কা এই ছড়া পাইলে রাষ্ট্রপতিরে পইড়া শুনাইতো
৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
আরোগ্য বলেছেন: ২ নং মন্তব্যের উত্তরে একখানা লাইক দিলাম।ঐটা বিপাশা বসু।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
বাকপ্রবাস বলেছেন: হ, হ বসু , সেইরাম পেইন লাগে, প্রিয়ংকারেও কম পেইন লাগেনা। কেন জানিনা ভাল লাগেনা।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যিই মানুষের ভীমরতি ধরে বুড়ো বয়সে।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
বাকপ্রবাস বলেছেন: দেখতেইতো পাচ্ছি, হেই ভয়ে রেলমন্ত্রি চিরকুমার সভা ত্যাগ করেছিল
৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
প্রেসিডেন্ট আবদুল হামিদ সাহেব বলিউডের অস্কারে নিমন্ত্রণ যোগাড় করেছেন, শুনলাম
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
বাকপ্রবাস বলেছেন: জীবনে আর আছে কী চেষ্টা করতে থাকুক। কোন এক সময় প্রিয়ংকার লগে ঘষা লাইগাও যাইতে পারে
১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
আবু হাসান লাবলু বলেছেন: ভাই আমারো কি শেষ কালে এমন হইব? প্রিরতি
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
বাকপ্রবাস বলেছেন: সম্ভবনা আছে, রাষ্ট্রপতি বড় পদে আছে তায় প্রিয়ংকা রোগে পাইছে, আমগো বেলায় কোন আইটেম আছে হেইডা কইতে লজ্জা লাগে
১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
ফেনা বলেছেন: বাহ!! অনেক সুন্দর হয়ছে।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩১
বাকপ্রবাস বলেছেন: রইল কিন্তু ধন্যবাদ খুব করে
১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
নজসু বলেছেন: বড় বড় পদে যারা আসীন থাকেন, তাদের একটু বুঝে শুনে কথা বলা দরকার।
দাঁতের ফাঁক দিয়ে কখন কি বের হচ্ছে তা খেয়াল না করলে হাসির পাত্র হতে হয়।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: এ বিষয়টা আমাকে খুব ভাবায়, ব্যক্তিত্ব এর চেয়ে বড় বিষয় হলো একটা দেশ ছেলেখেলা নয়। রাজনীতিবিদরা ছেলেখেলা মনে করে, যার যা ইচ্ছে বলবে আর মামলা করবে
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সনজিত বলেছেন: প্রিয়াংকা কি আপনার পছন্দের?
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৫
বাকপ্রবাস বলেছেন: দুই নাম্বার কমেন্ট এ উত্তর টা দিয়েছি। অপছন্দ এর তালিকায় দুই নাম্বারে আছে প্রিয়ংকা
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: মজা পেলাম খুব, তবে আমাদের রসিক প্রেসিডেন্টকে আমার ভীষণ ভালোলাগে
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: আমারও খারাপ লাগেনা, তবে কোন পদে কী কথা বলবে সেটাও জানা থাকা দরকার
১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: খুব মজার।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮
বাকপ্রবাস বলেছেন: জ্বী ভাইযান। বড়ই আচার এর মতো মজাদার।
ধন্যবাদ রইল কিন্তু
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
ল বলেছেন: দারুণ !দাদা।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু খুব কইরা
১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, দারুণ খাশা একটি ছড়া হয়েছে।
শুভেচ্ছা প্রিয় প্রবাসীভাইকে।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা কমেন্টও খাসা হইল
১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩
সুদীপ কুমার বলেছেন: লে হালুয়া।
বুড়ার এখন কি হবে?
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪০
বাকপ্রবাস বলেছেন: দিবাস্বপ্ন দেখবে কী আর করার
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
খুব বিনোদিত হলাম তাই একটু
এই রাতে তরল খেয়ে
বেড়ে গেছে আকাংখা,
ঘুমের ঘোরে রোমান্সে
সাথে ছিলো প্রিয়াঙ্কা।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪২
বাকপ্রবাস বলেছেন: ঢুলতে ঢুলতে কইলাম তারে
ঘাড় খানা টিপে দাও
টিপতে টিপতে কইল মোরে
বুইড়া তুমি কী চাও?
২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০
রাকু হাসান বলেছেন:
হাহহাহা আগে কেন পড়লাম । দারুণ লিখেছেন ।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪২
বাকপ্রবাস বলেছেন: বুইড়ার পক্ষ হইতে এক রাশ ধন্যবাদ
২১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০২
মাকার মাহিতা বলেছেন: আহা প্রিয়াঙ্কা, তুমি সুপারহিট হয়া গেলা!
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: বুইড়ার চোখ পড়চে, সুপারহিট হইতেই হইব
২২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: সুন্দর শব্দবিন্যাস।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ লইবেন ভাইযান
২৩| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪
কে ত ন বলেছেন: উনি পাড়ার থুত্থুড়ে লাঠিতে ভর দিয়ে চলা বুড়ো নয়, উনি আমাদের রাষ্ট্রপতি। সম্মান দিয়ে কথা বলুন।
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
বাকপ্রবাস বলেছেন: আহাহা রাজনীতির মধ্যে পরিটিক্স ঢুকে গেল দেকি
২৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
আখেনাটেন বলেছেন: হা হা হা। ভালো একটি বিষয় তুলে ধরেছেন বুড়ো হাড়ে ভীমরতি।
টাইপো:
*বলিউড
*সিন
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
বাকপ্রবাস বলেছেন: ডাবল ধন্যবাদ, একটা টাইপোর জন্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪
সৈকত জোহা বলেছেন: এখন সে খালামনি হয়ে গেছে। এখন সে আর ঐভাবে আকর্ষণ করে না।