নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আমাদের গ্রামটায় সকাল ও সন্ধ্যায়

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২



নুরু মিয়া হেঁটে যায় কাঁধে লাল গামছা
কানাকানি ফিসফিস ধরধর খামচা।

নুরু মিয়া ফিরে চায় ডানে নেই বামে নেই
সামনে বা পেছনে কোথাওতো কিছু নেই।

দুপুরের রোদ আছে নুরু মিয়া ঘামছে
ভয়ে পা চলেনা কেঁপেকেঁপে থামছে।

বাতাসে নড়ে উঠে বট গাছের পাতাটা
জীনভূত নয়তো! ঝিম ধরে মাথাটা।

শুনেছে জীন আছে প্রাচীন এই গাছটায়
কতো লোকে দেখেছে ডালে বসে মাছ খায়।

লুঙ্গিটা খিচে নুরু ভোঁদৌড়ে হারালে
গোলমাল গাজী হাসে গাছটারই আড়ালে।

পাড়ার এক গাজী আছে গোলমাল উপনাম
গোলমাল যত আছে জানে সবে তার কাম।

বাজারে রটে গেছে নুরু মিয়ার কান্ড
রসেকষে ঝারে গাজী রহস্যের ভান্ড।

বেচারা নুরুমিয়া চুপচাপ লজ্জায়
অভিমানে পরিশেষে ভোগে জ্বর সজ্জায়।

এভাবেই হেসেখেলে আমাদের গ্রামটা
মিলেমিষে থাকে সবে সোনা গ্রাম নামটা।

-
বি.দ্র. ব্যাক্তি, নাম, গ্রাম সবই কাল্পনিক।


মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

রাকু হাসান বলেছেন:


শেষ দুই লাইন চমৎকার পুরো লেখাটিও :) । এত লিখেন কিভাবে :( !! মাথায় কি :(

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

বাকপ্রবাস বলেছেন: আমি চব্বিশ ঘন্টায় ছন্দে থাকি। অন্ত্যমিলে থাকি চিন্তায়

২| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

হাফিজ রাহমান বলেছেন: বেশ সুন্দর হয়েছে। হাতে বেশ কবিতার শক্তি আছে মনে হচ্ছে। রবি নজরুলরা হেরে যাবে না তো ! ভালো থাকুন।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

বাকপ্রবাস বলেছেন: লজ্বা দিলে কিন্তু লেখায় ছেড়ে দিতে হবে :P

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: আহা গ্রাম !

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

বাকপ্রবাস বলেছেন: হাজার গ্রাম, এক কিলো

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

ফেনা বলেছেন: অনেক ভাল হয়েছে।
শুভকামনা।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন ফেনা ভাই, ঠান্ডা লেগে যাবে পানির পরশ ছাড়া চাই

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বেচারী নুরু মিঞা।

বেশ হেসেছি।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় প্রবাসাীভাইকে।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

বাকপ্রবাস বলেছেন: খুব খরে ধন্যবাদ রইল বরাবর

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: সহজ সরল গ্রামের ছবি ফুটিয়ে তুলেছেন । ++

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

বাকপ্রবাস বলেছেন: নীরপরি সাদা পরি লাল পরি
সবার সাথে ভাব করি।।
আমাদের গ্রামটা স্বপ্নপুরি।

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০

আরোগ্য বলেছেন: সাবধান, হাবিব ভাই
বটগাছে থাকতে পারে ভূত ভাই।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

বাকপ্রবাস বলেছেন: আমিও ভয়ে ভয়ে লিখি তায় ছড়াটা
ভূত যদি বুঝে ফেলে খায় যদি ধরাটা
ঘাড় থেকে ধর
হয়ে যাবে পর
পড়ে রবে হা করে ছড়া নামক মরাটা।

৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি পড়ার পর ভাবলাম যাব একবার ঘুরে আসবো গ্রামটি থেকে। তবে পরের দ্রষ্টব্য দেখে আফসোস করছি এখন।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা
আমি যেমন মনে মনে মনকলা খাই
আপনিও তেমন ঘুরে আসুন তায়

৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি অবশ্যই ঘুরে আসবো সময় পেলেই।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

বাকপ্রবাস বলেছেন: ঘুরে এসে যদি ঘুরে আবার মাথাটা
রোদ বা বৃষ্টিতে হারায় যদি ছাতাটা
ধ্যুর ছাই
কই যাই
রাগে উঠোন ঝাড়ু দিন হাতে নিন ঝাটাটা।

(লিমেরিক স্টাইল প্রতি উত্তর দিলাম, অন্য কিছু না)

১০| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

১১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল দাদা

১২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

করুণাধারা বলেছেন: কি সুন্দর করে শব্দ দিয়ে গাঁয়ের ছবি আঁকছিলেন। এর মধ্যে আবার নুরু- মুরু, গাজি- মাজি আনার দরকার কি ছিল!! 8-|

+++

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২

বাকপ্রবাস বলেছেন: তাও ঠিক। আর আনুমনা

১৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

নজসু বলেছেন: দারুণ ছড়া
মনটা কাড়া।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

বাকপ্রবাস বলেছেন: পিচ্চিটা খুব সুন্দর, এটা কে? আপন কেউ নাকি গুগল মামা

১৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

জ্ঞান পাগল বলেছেন: ভাল লাগল

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন জ্ঞান পাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.