| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
বড্ড বেশী বেসামাল আজকাল
টাইয়ের গিট ভুলে যাই
মাঝরাতে ঘুম ভেঙ্গে নিদ ভুলে যাই
চল ছাদে যাই, আকাশ দেখা চাই
তারা দেখা যায়, চাঁদ দেখা যায়
নির্মল বায়ু গায়ে মাখা চাই
থোড়া শীত লাগা চাই, থোড়া
উষ্ণতা মাখা চাই, জোড়া থাকা চাই। 
খেতে বসে কাটা বাছা দায়, হাত আছে
তাও ভুলে যাই। খাইয়ে দেয়া চাই
পাইয়ে দেয়া চাই, কোথায় যেন চশমাটা
এখানেইতো ছিল, রুমালটাও নাই
আহা মুশকিল নীল জামাটা আয়রন করা নাই।
বড্ড বেশী বেসামাল আজকাল 
আমি যেন অন্য আমি, এই আমি নই
সদ্য বিয়ের সংসার বুঝি এমনই হয়। 
-
বি.দ্র. সদ্য বিবাহিত মুন্না ভাইকে নিয়ে সবাই লিখছে, বিশেষ করে ছড়া বা কবিতা। কমেন্ট করেছিলাম আমারও লিখতে মন চাইছে। কিন্তু কী লিখব বুঝতে পারছিনা। তবুও চেষ্টা করলাম। নব দম্পতিকে আমার এই ছো্ট্ট উপহার।
 
১১ ই অক্টোবর, ২০১৮  রাত ৩:০৫
বাকপ্রবাস বলেছেন: হা হা তা ঠিক, হানিমুন শেষ হোক
২| 
১১ ই অক্টোবর, ২০১৮  রাত ২:৪৪
চাঙ্কু বলেছেন: দ্বিতীয় পাঠ - শিরোনামটা সেইরাম!!
 
১১ ই অক্টোবর, ২০১৮  রাত ৩:০৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান
৩| 
১১ ই অক্টোবর, ২০১৮  রাত ৩:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, ভালো লিখেছেন বিবাহিত জীবনকে নিয়ে, তবে অনেকটা স্বস্তিও থাকে হৃদয় জুড়ে
 
১১ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৪
বাকপ্রবাস বলেছেন: জি ভাইযান, বিয়ে মানেই স্বস্তি।
৪| 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:১৫
হাবিব  বলেছেন: 
যেই ফুলটা পাবার জন্য
কত দুর্গম পথ হেঁটেছি একা
কি করে যেন বিধাতা হঠাৎ
করিয়ে দিল মোদের দেখা।
অবশেষে সেই কাক্সিক্ষত রাত
মিষ্টি একটা ভোর,  
রাতের নিরবতা ভেঙে যেথা
সহস্র ভালোবাসা তোর।
তোকে নিয়ে আমি কক্সবাজার যাব 
আশা ছিল মনে মনে, 
তোকে আজ আমি বিয়ে করে তাই 
এসেছি হানিমুনে। 
ভাইয়া আপনার অনুকরনে আমিও একটু লিখার চেষ্টা করেছিলাম। আপনার কবিতাটা জোশ হইছে।
 
১১ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৭
বাকপ্রবাস বলেছেন: টিকেট  কাটা শেষ
বেগ গুছানো বাকী
নিউ ইয়র্ক যাবে
মুন্না ভাই ও ভাবী।
=
ধন্যবাদ মিতা।
৫| 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: "থোরা শীত লাগা চাই, থোরা উষ্ণতা মাখা চাই, জোড়া থাকা চাই" - চমৎকার একটি ভাবনার ব্যতিক্রমী অভিব্যক্তি। 
তবে "বেশামাল" কথাটা বোধহয় "বেসামাল" হবে।
 
১১ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪১
বাকপ্রবাস বলেছেন: বেসামালটাই বেশামাল হয়ে গেল দেখছি। 
ধন্যবাদ মুরুব্বি। ভুলভাল হলে কান ধরে ঠিক করে দেবেন
৬| 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:০৮
টুটুল বলেছেন: যারা বেশি সুখপিয়াসী হয়, বিয়ের পর তাদের এমনই হয়- বেড়ালের মতো। একটু বাড়তি আদর চাওয়া আর কি!
অন্যদের কথা আলাদা।
কবিতা ভালো হয়েছে।
 
১১ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান। সবাই ফেইসবুকে লিখছিল ওনাকে নিয়ে, সবার সাথে মিশুক আর কিছু ভাল গুণাবলির জন্য সবাই চেনে জানে। আমি কমেন্ট করেছিলাম আমারও লিখতে মন চাইছে, ওনিও বললেন একটা লিখে দিতে।
৭| 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:৪৭
সূর্যালোক । বলেছেন: ভেরি গুড । সুন্দর লাগলো
 
১১ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৯
বাকপ্রবাস বলেছেন: সূর্য আছে বলেই আমরা আছি। ধন্যবাদ সূর্যালোক
৮| 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৫০
আরোগ্য বলেছেন: প্রথমে ভাবলাম নামটা দ্বিতীয় পাঠ তাহলে প্রথম পাঠ কই।পরে বুঝলাম প্রথম পাঠতো হারিয়ে গেছে।
 
১১ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:০২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঘটনা সত্য
৯| 
১১ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
১১ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০১
বাকপ্রবাস বলেছেন: কী পুরান জামায় দিমু নাকি এক প্যাক মশার কয়েল!!!!
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮  রাত ২:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বড্ড বেশী বেশামাল আজকাল
আমি যেন অন্য আমি, এই আমি নই
সদ্য বিয়ের সংসার বুঝি এমনই হয়।
.......................................................................................
ভাই হানি মুন পর্বটা পার হতে দিন