নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অংক আমার ভাল লাগে তুলে রাখি তায়
ভাল জিনিস কম ভাল বেশী হতে নাই।
জামা জুতো ভাল হলে রেখেঢেকে পরিযে
মিরু'কে যে ভাল লাগে দেখে দেখে মরিযে।
কমকম দেখি তায় আড় চোখে লজ্জায়
মিরু ধীরে মিশে যায় অস্থ্যি আর মজ্জায়।
ফলাফল যা হবার অবশেষে হল তায়
পরীক্ষার খাতাতে শূণ্যতায় ভরে যায়।
কমকম মার্কস পেলে ভাল ছেলে হয়না
ভাল ছেলে অজুহাতে শুয়েবসে রয়না।
কম ভাল কোনটাতে বেশী ভাল কোনটায়
টিচারের উপদেশ মনযোগে শুন তায়।
ভাল ছেলে হবে যদি চাই ভাল চিন্তায়
গুণে দেখ ভাল কাজ হল কতো দিনটায়।
সময়জ্ঞান ঠিক রাখো আদব আর কায়দা
তবেইতো জীবনের, সুফল আর ফায়দা।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯
বাকপ্রবাস বলেছেন: এইট থেকে নাইন
ঘটনা ফাইন
মিরু যাবে শ্বশুর বাড়ী
হবে গুড সাইন।
মিরু নাই কী আর চিন্তা
অংক এবার মিলে যাবে
তা ধিন ধিনতা।
২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫
এ.এস বাশার বলেছেন: চমৎকার ছাড়া লিখেছেন বড় ভাই।
আমিও ভালো ছেলে হতে চাই....
এখন বেজাই খারাপ আছি তাই,,,,,!
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১
বাকপ্রবাস বলেছেন: মন্দ ছেলে মন্দ না যদিও একটু দুষ্ট
অভিভাক মিছেমিছে থাকে ভীষণ রুষ্ঠ
সমাজের কাজে আসে মন্দ ছেলে প্রথমে
ভাল ছেলে পরে এসে দামি জুতো খড়মে
ভাল ছেলে ভাল নয় যদি সে সেলফিস
মন্দ ছেলে মন্দ নয় একটু আদর সোহাদ দিস।
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময়জ্ঞান ঠিক রাখো আদব আর কায়দা
তবেইতো জীবনের, সুফল আর ফায়দা।
..........................................................................
ভালোকথা,
জীবনটা না যেন হয় তেজপাতা
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: তেজপাতা তেজপাতা
ভালো থেকে সুঘ্রানে
তোমাকে নিয়ে যাব
বৈশাখে বা অঘ্রাণে।
-
ধন্যবাদ রইল কিন্তু
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০
সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও কথা ভাল লাগল ।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন সাইনবোর্ড
৫| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩
করুণাধারা বলেছেন: ভালো ছড়া।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
বাকপ্রবাস বলেছেন: জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো.................. খুব করে ধন্যবাদ নেবেন
৬| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাহ বাহ, খুব ভালই তো দেখছি!
প্লাস+++
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
বাকপ্রবাস বলেছেন: একরাশ ধন্যবাদ রইল
৭| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯
লাবণ্য ২ বলেছেন: ছড়া ভালো লেগেছে।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৮| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯
নজসু বলেছেন: শেষের লাইন দুটির সাথে কোন দ্বিমত নাই ।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১
বাকপ্রবাস বলেছেন: দুই লাইন পরিমাণ ধন্যবাদ রইল
৯| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো ছড়াটি ।
শুভকামনা জানবেন ।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১
বাকপ্রবাস বলেছেন: লাগল ভাল জেনে আমার
ছড়ার গুণগান
মুরুব্বিদে বাহ্বা পেলে
জুড়ায় মনোপ্রাণ
১০| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: ছড়ায় ছড়ায় শিক্ষা।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০
বাকপ্রবাস বলেছেন: ছড়ায় শিক্ষা শিশুকে দাও রোজ
বড় বেলায় সুফলটা নিতে পারো খোঁজ
১১| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১
কাছের-মানুষ বলেছেন:
ছড়াটি ভাল লিখেছেনতো।
আমার ভাললাগা রইল।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০
বাকপ্রবাস বলেছেন: কাছের-মানুষ খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮
আরোগ্য বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
মিরুকে না দেখে অঙ্ক কষতে বসবে?