নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিশ জোড়া ধরতে মানা
ইলিশ খাবে বোয়াল
বোয়ালের গায়ে হাত লাগলে
ফাটিয়ে দেবে চোয়াল।
মলাডেলা পুঁটি মাছের
ঝোলটা খাবে বেশী
চোখের জ্যোতি বাড়বে তাতে
মাছটা হলে দেশী।
দেখলে শিং হাত দিওনা
কাটায় দারুণ বিষ
কবিরাজের পথ্য নিয়ে
গুণতে হবে ফিস।
জ্যান্ত কৈ আর চিরিং মাছে
আর দিওনা চোখ
ফার্মের মাগুর, ফাংগাস আছে
সেটাই রান্না হোক।
করবে বাজার উর্ধ্বে হাজার
নিম্নে যতো পারো
শাক-সব্জি কিনতে থাকো
মাছের আশা ছাড়ো।
বাজার সেরে ফিরলে ঘরে
বউ করলে রাগ
বলবে তাকে মাছ বাজারে
মশা মাছির ঝাক।
পঁচা মাছের গন্ধ শোকে
সব্জি বাজার গিয়ে
টাটকা আলুর ভাজি খাব
ডালের পানি দিয়ে।
তবুও যদি বউটি তোমার
দেখায় তুমুল রাগ
ভয় পেয়না মানিয়ে নেবে
আর কিছুদিন যাক।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
বাকপ্রবাস বলেছেন: ফেইসবুকেও আমাকে এই প্রশ্নটা করেছে, ওনার উত্তরটা আপনাকেও দিই
মাছ গুগল বাজারের
ছড়া মন বাজারের
২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
চমৎকার!!
চিরিং মাছটা কি ভাই? চিংড়ি??
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
বাকপ্রবাস বলেছেন: চিংড়ি না, চিরিং মাছ আরেকটা
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩
বাকপ্রবাস বলেছেন: পুঁটির ঝোল মাখা ধন্যবাদ জানবেন
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮
ভুয়া মফিজ বলেছেন: ছবির মাছগুলো দেখে জিভে জল এসে গেল তো!
ছড়াটাও সেরকম হয়েছে। দেশী ছোটমাছ আমার সবচাইতে প্রিয়। দেশে যে কয়দিন থাকি, তিন বেলাই ছোটমাছ খাই।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪
বাকপ্রবাস বলেছেন: লিখতে লিখতে আমারো জিহ্বে জল হা হা হা
৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইলিশ জোড়া ধরতে মানা
ইলিশ খাবে বোয়াল
বোয়ালের গায়ে হাত লাগলে
ফাটিয়ে দেবে চোয়াল।
.............................................................................
ভাই প্রবল ঘুর্ণিঝড়ে কোথায় পেলেন ?
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯
বাকপ্রবাস বলেছেন: প্রবাস তাকার দরুণ ঘূর্ণিঝড় গায়ে লাগেনা, যদিও আামর ঘর সমূদ্র তীরে। সব মাছ গুগল বাজার থেকে
৬| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
আরোগ্য বলেছেন: ছবির পুটি চেয়েছিলাম আনলো ছোট পুটি,
সেই দেখে বিড়াল মোদের বড্ড হল খুশি।
আমাদের চেয়ে বেশি তাই ওর ভাগে জোটে।
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
বাকপ্রবাস বলেছেন: ছবি দেখেই ভরতে হবে মন
কিনবনা আর এতো টাকায়
এই করিনো পণ
৭| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
ডাকাতেরা অন্যের টাকায় বাজার করে; ফলে, সাধারণ মানুষের পকেট খালি
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
বাকপ্রবাস বলেছেন: হুম, যত দামই হোক মাছ থাকেনা, ডাকাতেরা নিয়ে যায়
৮| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো। ছবিটা এক্কেবারে জীবন্ত মনে হচ্ছে।
শুভকামনা প্রিয়,প্রবাসীভাইকে।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৭
বাকপ্রবাস বলেছেন: গুগল মামা সার্থক, গুগল পুকুর থেকেই মাছগুলো ধরা হলা কিনা
৯| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮
ওমেরা বলেছেন: সামারে আমাদের এখানে বর্শি দিয়ে পুঁটি ধরে। ছড়া ভাল লেগেছে ধন্যবাদ।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন আপি
১০| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ডাকাতেরা অন্যের টাকায় বাজার করে; ফলে, সাধারণ মানুষের পকেট খালি
সহমত।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৮
বাকপ্রবাস বলেছেন: আমিও সহমত
১১| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১
হাবিব বলেছেন: ভাইয়া আপনার কবিতা দারুণ হয়েছে।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইর স্যার
১২| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ম্যা ভাই আপনার কবিতা মন দিয়ে পড়লাম কিন্তু। সুন্দর হয়েছে। প্লাস++
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুবি ধন্যবাদ নেবেন যুক্তি ভাই
১৩| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: ছড়া ভালো লাগলো। অনেকদিন পর দেশি পুঁটি দেখলাম মনে হয়।
১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
বাকপ্রবাস বলেছেন: হুম, গুগল মাছ দেখে দেখি সবারই খেতে মন চাচ্ছে
১৪| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২
মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুণ লিখেছেন।
১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদাপু
১৫| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার কাব্য, অভিনন্দন কবি- নান্দনিক কবিতার জন্য....
১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন লিটনদা
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০
এ.এস বাশার বলেছেন: রাশি রাশি ভালো লাগা ছড়ায়.....
১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
বাকপ্রবাস বলেছেন: এক সাগর ধন্যবাদ, জাল মারেন মাছ ধরেন
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা ...... পুঁটির ছবি পেলেন কোথায়?
দেশী পুঁটি।