নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ফাঁকিবাজ

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩


গান আমি গাইতে পারি কিন্তু আমি গাইনা
গান আমার শুনুক সবা্ই সেটা আমি চাইনা।

নাচটাও পারি বটে তায় বলে নাচিনা
বউ বলে হায় মরন ঢং দেখে বাঁচিনা।

ছবি আঁকা এতো সহজ তবুওতো আঁকিনা
কন্যা খুলে ড্রয়িং খাতা তখন আমি থাকিনা।

অংকে ভাল ছিলাম তবে পড়ালেখায় মানবিক
বিজ্ঞানটাও বুঝি ভাল সহজ সরল স্বাভাবিক।

ছেলে বলে বাবা এসো বুঝিয়ে দাও পড়াটা
একটু দাঁড়া তার আগে শেষ করি ছড়াটা।

আমি নাকি সব কাজ ছুতো ধরে রাখি আজ
পরিবারের কাছে তায় নাম্বার ওয়ান ফাঁকিবাজ।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ।। তাই নাকি???? ভালো তো।।।। এভাবেই আপনি লেখক হয়ে গেলেন।।।

আপনার অনুভূতি গুলো সুন্দর প্রকাশ করেছেন

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

বাকপ্রবাস বলেছেন: লেখক না, ফাঁকিবাজ হলাম

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

টুটুল বলেছেন: কবিতার narrator সত্যিই বড় ফাঁকিবাজ- অন্তত কবিতা তাই বলে।


কবিতা সুন্দর হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা।
আপনার ছড়া খুুব সুন্দর হয়

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি নাকি সব কাজ ছুতো ধরে রাখি আজ
পরিবারের কাছে তায় নাম্বার ওয়ান ফাঁকিবাজ।

........................................................................ এটাই ঠিক! সব কাজ যে পারে, সে বড় ফাঁকিবাজ ।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭

বাকপ্রবাস বলেছেন: বুঝেনা তারা বুঝেনা

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

শাহারিয়ার ইমন বলেছেন: ফাঁকিবাজি চলছে চলবে ++++

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৮

বাকপ্রবাস বলেছেন: জিন্দাবাদ জিন্দাবাদ

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬

আরোগ্য বলেছেন: ফাকিবাজী চলতে থাক,
ছড়াও চলতে। থাক।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫০

বাকপ্রবাস বলেছেন: চলবে চলবে দুইটাই চলবে

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৪

হাবিব বলেছেন: হা হা হা........ ভাই দাড়ান আগে হাইসা লই........... মন্তব্য পরে করি।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৩

বাকপ্রবাস বলেছেন: ফাঁকিবাজি করা চলবনা

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হ, আমিও হাবিব স্যারের মত একটু হাইসা লই পরে মন্তব্য করমু নে। খুব আনন্দ পেলাম

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪

বাকপ্রবাস বলেছেন: হাবিব স্যারতো থামেই না হাসতাছে আর হাসতাছে

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, আজ আপনি বেশ সুন্দর ফাঁকিবাজ হলেন।


শুভকামনা প্রিয় প্রবাসীভাইকে।



১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫

বাকপ্রবাস বলেছেন: উপায়তো নাই, পড়া দেখায় দিমু কেমতে, নিজেইতো পারিনা

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

মনোমুগ্ধকর।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬

বাকপ্রবাস বলেছেন: শুভ সকাল ভাইযান, রাইতে ঘুমানোর আগে পোষ্ট কইরা ঘুম দিলাম, সকালে উইঠা দেখি ব্যাপক হাসাহাসি চলতাছে।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

সৈকত জোহা বলেছেন: আপনি কি ফাঁকিবাজ প্রেমিক ছিলেন

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

বাকপ্রবাস বলেছেন: সিরিয়াস প্রেমিক ছিলাম তয় প্রেমিকা ছিলনা, বউরে হেদিন কইলাম চল প্রেম করি, রাজি হয়না।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

ঋতো আহমেদ বলেছেন: শুভ সকাল মি. নাম্বার ওয়ান ফাঁকিবাজ। B-)

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮

বাকপ্রবাস বলেছেন: আপনি হইলেন কবিতারাজ, ফাঁকিবাজের বাড়িতে আসলেন এই সুখ কই রাখি!!!

১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: জনাব ফাঁকিবাজ !
দারুণ হয়েছে ।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নিতে ভুলবেননা উজানি ভাই

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

এ.এস বাশার বলেছেন: গোপন কথা ফাঁস হয়ে গেল যে.......
আপনাকে সবাই ফাঁকিবাজ বলে যে....
ছড়া ভালো লেগেছে....

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

বাকপ্রবাস বলেছেন: কী আর করা, ঘরও বুঝলনা, পরও বুঝলনা =p~

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

নজসু বলেছেন: আপনার ছন্দ ছড়া যখন পড়ি তখন মনে হয় রেলগাড়িতে বসে আছি।
আরামে চোখ বুজে আসে। :)

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা আপনার ছড়ার হাতও খুব ভাল।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।:)

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল।
এতোগুলো গুণের কথা বললাম, ভাগ্য ভাল কেউ গাইতে বলেনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.