নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আট পা

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১


দুই পায়ে চলতে চলতে হলো ত্রিশ পার
ভাললাগেনা আর
আরো দু'টো পা হলে দুই দোগনে চার
হোকনা একটু ভার।

চারপায়ে চলতে গিয়ে লাগল ঠুকাঠুকি
কেমন করে রুখি
চলতে ফিরতে চার পায়ে চলছে চোখাচোখি
বাড়ল নাকি ঝুকি!

চার পায়ে আর চলেনা আরো দুইটা চাই
চাওয়ার শেষ নাই
ছয় পেরিয়ে পায়ের সংখ্যা আট হলযে তায়
খুশির সীমা নাই।



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

হাবিব বলেছেন:




দুই ছিল ভাই জন্ম থেকে
সেইটা অনেক সোজা,
কবিতায় তার উল্লেখ আছে
সহজেই গেল বুঝা।

কেমনে করে চারটা হল
কেমনে ঠুকাঠুকি,
পায়ে তো আর চোখ থাকে না
কেমনে চোখাচোখি।?

আমরা মানুষ অনেক চাওয়া
মেনে নিলাম ভাই,
ছয় পারিয়ে আট কি করে
বলেন এবার তাই।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

বাকপ্রবাস বলেছেন: ত্রিশ হলে পার
করল যখন বিয়ে
পায়ের সংখ্যা তখন
চারে ঠেকল গিয়ে।

ঝগড়াঝাটি শেষে
বাচ্চা হল দুই
আটের সংখ্যায় পা
এবার আকাশ ছুঁই।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

হাবিব বলেছেন:



ঝগড়া হলে মিল হবেনা
আসবেনা না আর সুখ,
কেমনে তবে দেখা পেলেন
দুই সন্তানের মুখ?

কেমনে করে আট পায়েতে
আকাশ গেলেন ছাড়ি,
বুদ্ধি আমায় দিবেন কি ভাই
আমিও যদি পারি।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

বাকপ্রবাস বলেছেন: ঝগড়া ছাড়া হয়না কিছুই
ঝগড়া মূল কারন
ফর্মূলাটায় কিন্তু আছে
প্রকাশ করা বারন।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়,প্রবাসীভাই,

বরাবরের ন্যায় সুন্দর।

শুভকামনা জানবেন।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

মীর সাজ্জাদ বলেছেন: হাবিব স্যার আর বাকপ্রবাসের ছন্দের মাঝে ভাই,
আমি যে হারিয়ে যাই,
বলতে পারি তাই,
তাদের জুড়ি নাই,
লিখতে থাকেন ভাই,
ভালো লাগা রেখে যাই।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

বাকপ্রবাস বলেছেন: আমার নামও হাবিব
দুই হাবিবে মিতা
ঝগড়াঝাড়ি করি
কার তাতে কি-তা।
-
ধন্যবাদ রইল মীর সাজ্জাদ ভাই
আমার কমেন্ট এর নাই তুলনা নাই

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

হাবিব বলেছেন:



ঝগড়া না ভাই রাগ অভিমান
একটু ভালোবাসা,
প্রেমখানি তার বেঁচে থাকুক
এইতো মনে আশা।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫

বাকপ্রবাস বলেছেন: একটু ঝাল একটু টক
আর একটু মিষ্টি
একটু মেঘ, একটু রোদ
আর একটু বৃষ্টি।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১

হাবিব বলেছেন:




ঝাল মিষ্টি ছড়া শুনে
মুখে এলো পানি,
কি করে তা ফিরাবো আজ-
একটু বলেন শুনি।

মেঘ বৃষ্টি রোদ হলে তো
খেঁকশিয়ালের বিয়ে,
গামছা নাকি ছাতা নিব-
বিপদে তা নিয়ে।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

বাকপ্রবাস বলেছেন: মুখে এলে পানি
লক্ষণ ভালো নয়
খাই খাই ব্যামো
এমনই তা হয়।
খেকশিয়ালের বিয়ে
আসবেন গিফ্ট নিয়ে
খাবেন ঘরে গিয়ে।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

আরোগ্য বলেছেন: আমার নানু বলে, এখন তোমার দুই পাও,যেদিক খুশি সেদিকে যাও।
যখন হবে চার পাও, আমারে রেখে কই যাও।
যখন হবে ছয় পাও,বাবা আমারে নিয়া যাও।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

বাকপ্রবাস বলেছেন: সময় থাকতে চিন্তা কর ভাও

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

হাবিব বলেছেন:




কিসের ব্যামো কিসের কি
দুঃখ- করি না প্রকাশ,
সব কিছু যে সেরে যাবে
যদি থাকে বাকপ্রবাস।

খেঁকশিয়ালের বিয়ে হলে
দাওয়াতের কার্ড কই,
বেশি কিছু খাবো না ভাই
একটু গোস্ত দই।

আসবো আমি সকাল সকাল
ছোট্ট গিফট নিয়ে,
অনেক মজা করবো এবার
খেঁকশিয়ালের বিয়ে।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

বাকপ্রবাস বলেছেন: শেয়াল যাবে শ্বশুর ভাড়ি
বউ আনতে কাল
সঙ্গে নাহয় সওয়ার হবেন
খাবেন পোলাও ঝাল।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

সাইন বোর্ড বলেছেন: বেশ ধাঁধার মত, ভাল লাগল ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

বাকপ্রবাস বলেছেন: হুম, ধাঁধার জবার কমেন্ট এ উঠে এসেছে দাদা

১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: দুপুর বেলা পড়েছি এবং মন্তব্যও করেছিলাম। এখন মন্তব্য খুজে পাচ্ছি না।

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: হায় হায় হইলা কী? কষ্ট করে আবার মন্তব্য করলেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা

১১| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩

এ.এস বাশার বলেছেন: নতুন অতিথীর আগমন নিশ্চয়.......

খুব ভালো লাগলো.... শুভকামনা রইলো আপনাদের জন্য.....

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: আমার দুই কন্যা আগে থেকেই আছে, তবে নতুন একটা অতিথী আসল সেটা ২৮১০। এটা হল গাড়ীর নাম্বার প্লেইট। ধার করে ঘি খাওয়া। দোয়া করবেনা যেন ধারটা শোধ করে ফেলতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.