| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ছেলে লারে বাবার লেজ
বাবায় কান্দে ভ্যা
এতো জাতের জীব থাকতে
বান্দর হইলাম ক্যা?
বান্দর হইলাম মাইনা নিলাম
কলা খামু ক্যা
কলা খাইব মাইনসের পুত
ছাগলে কয় ম্যা।
ছাগলে কেন ম্যা কইব
ভেড়ায় কেন ভ্যা
হালার পোলা বাবার লেনজা
ধইরা ঝুলবি ক্যা?
 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৫
বাকপ্রবাস বলেছেন: হ বান্দর মানেই মজা, বেশ বিনোদন দেয় আমগরে
২| 
১৫ ই অক্টোবর, ২০১৮  ভোর ৬:৪৭
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা..............
 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৬
বাকপ্রবাস বলেছেন: হাসিটা কী মচৎকার ![]()
৩| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:১৯
নজসু বলেছেন: সকাল সকাল এতো মজা কোথায় রাখি?
 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৭
বাকপ্রবাস বলেছেন: কলা দিয়া বেরেকফাস্ট সাইরা লন
৪| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪২
হাবিব  বলেছেন: 
লেজ থাকলে লাড়তেই পারে
এতো কান্দো ক্যা,
বাব- ছেলেতে মিলে তোমরা
কোথায় গেছি ল্যা?
বান্দর হলেও মানুষের আছে
তার অনেক মিল,
ছাগলে শুনলে তোমার মাথায়
মারতে পারে কিল।
তুমি দেখি কইছো হালা
মনে হয় ঢাকাইয়া,
কোথায় গেলে তোমায় পাব
কোন দেশেতে গিয়্যা। 
 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৪০
বাকপ্রবাস বলেছেন: বান্দরের দেশ নাই
কলা থাকলে দেন
কলা খাইয়া চইলা যামু
সুদুর সুইজারল্যান্ড
৫| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৮:২২
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৯
বাকপ্রবাস বলেছেন: এট্টু বিনোদন এর ব্যবস্থা কইল্লাম আরকী
৬| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২০
নূর আলম হিরণ বলেছেন: প্রথম চার লাইন পড়ে ভাবছিলাম মাহি বি চৌধুরী আর বদরুজ্জোদা চৌধুরীর কথা কইতাছেন ![]()
 
১৫ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৫
বাকপ্রবাস বলেছেন: হ আমারো তেমনটা মনে হইছিল, বাপ বেটা নী কোন!!!
৭| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৫৭
কে ত ন বলেছেন: সামুতে কবিতার ব্লগ দেখলেই আমি এড়িয়ে যাই। কিন্তু এরকম কবিতা সামুর জন্য খুব দরকার। এমন সুখপাঠ্য, সুরচিত, সুরুচিত ও 
পরিশীলিত কবিতা সামুতে খুব কমই পাওয়া যায়।
 
১৫ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৫
বাকপ্রবাস বলেছেন: ভাবলাম একটু বিনদোন দেয়। ভারিক্কি কবিতা কতো আর পড়ব
৮| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
যেমন ছবি, তেমনি কবি
তেমনি তার কবিতা।
হেসেই খুন হলুম
বলে গেলুম।
 
১৫ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: হাসতে পারলে ভালই
বাপ বেটা তালই
৯| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:৪৮
হাবিব  বলেছেন: 
কলা লিচু সবই আছে 
আরো আছে তাল, 
একটু দাঁড়ান যাইয়েন না ভাই
লাগলে যাইয়েন কাল। 
আমার সোনার দেশ থাকতে
কেন সুইজারল্যান্ডে?
আপনার জন্য মনটা আমার
একটু একটু কান্দে।
 
১৫ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৮
বাকপ্রবাস বলেছেন: চাইলেইকী আর যাওয়া যায়
তাইতো আমি কলা খায়
খাইতে খাইতে ভুইলা যাই
কলার চোকলায় আছাড় খাই
১০| 
১৫ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৪
হাবিব  বলেছেন: 
 
 
কলা খেয়ে ছোকলা যদি 
না রাখেন ডস্টবিনে, 
মশা মাছিতে ভরে যাবে 
পরিবেশ দূষণে। 
 
আছাড় খেলে ভাঙতে পারে 
পা কিংবা হাত, 
কি করে খাবেন তখন 
কলা কিংবা ভাত?
 
১৫ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩৭
বাকপ্রবাস বলেছেন: তায় যদি হয় 
কলা খাওয়া নয়
খাবো তবে কী
সেটাইতো ভাবছি
১১| 
১৫ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫২
হাবিব  বলেছেন: 
খেতে পারেন বেল কিংবা 
মজার মজার আম, 
তেঁতুল আছে গাছের ডালে
থোকা থোকা জাম। 
 
১৫ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫১
বাকপ্রবাস বলেছেন: দাও দাও সব খাবো
দাও দেখি দাও আনি
ভাবছি তবে খেলে পরে
হবেনাতো চুলকানি?
১২| 
১৫ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
হাবিব  বলেছেন: 
কচুতে হয় চুলকানি 
আর জামে বাড়ে বল, 
দুর্বলতা কাটবে তোমার 
যদি খাও সব ফল। 
চুলকানির নেই ভাবনা 
আছে মিষ্টি তেঁতুল, 
গ্রামে এসো খাওয়াবো নি 
থোকা থোকা বেতুল।  
 
১৬ ই অক্টোবর, ২০১৮  রাত ১:৩৮
বাকপ্রবাস বলেছেন: মধু হইহই আরে বিষ খাওয়াইলা
হোন হতাত্তন ভালবাসার দাম নদিলা.........
১৩| 
১৫ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:০১
আখেনাটেন বলেছেন: 
বান্দরনির হাতে কলা দেখে
ছাগল বলে ম্যা
ভেঁচকি দিয়ে বান্দরনি বলে
তোক দিমু ক্যা
বান্দরনির পিঠে ছাগল উঠে
বান্দরনি বলে অ্যাঁ
দুষ্টু ছাগল মিষ্টি ছাগল
কি করছিস ছ্যাঁ!!!! 
  ![]()
 
১৬ ই অক্টোবর, ২০১৮  রাত ১:৪১
বাকপ্রবাস বলেছেন: দুষ্টু ছাগল মিষ্টি ছাগল
পাগলে কয় হা
চম্পা কলায় পুুষলে ছাগল
দুধ পাইবানা
১৪| 
১৫ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৩৩
আরোগ্য বলেছেন: যারা লাইক দেয়নি তাদের হাতে বুঝি কলা?
 
১৬ ই অক্টোবর, ২০১৮  রাত ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: মাফি মুশকিলা চোকলাটা মুখে না ছুড়লেই হইল
১৫| 
১৫ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৪৫
তারেক ফাহিম বলেছেন: বানর দেখলে এমনিই হাসি পায়  
  
বানর বেশ বিনোদন দেয় আমাদের।
 
১৬ ই অক্টোবর, ২০১৮  রাত ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: বান্দরের হোক উইন
জিন্দাবাদ ডারউইন
১৬| 
১৬ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৩
হাবিব  বলেছেন: 
ভালোবাসায় মধু আছে 
বিষ পাইলা কই?
তোমায় আমি খাওয়াতে পারি
টাঙ্গাইলের দই।
 
১৬ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৫১
বাকপ্রবাস বলেছেন: দই খামু দই
হে কথায় কই
১৭| 
১৬ ই অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৪
হাবিব  বলেছেন: 
টাঙ্গাইল বাড়ি আমার
যেথা দই মিষ্টি,
যেথা রোজ শালবনে
নামে ঘন বৃষ্টি।
 
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০১
বাকপ্রবাস বলেছেন: বৃষ্টি রাখেন আপনি
দই দেন আমারে
দই খাইয়া খুশিতে
নাচুম গিয়া খামারে
১৮| 
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৭
হাবিব  বলেছেন: 
নাচতে চাইলে মঞ্চ আছে
খামারে  যাইয়েন না,
পড়ে গিয়ে ভাঙতে পারে 
এতো সুন্দর  পা।
 
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৫৪
বাকপ্রবাস বলেছেন: কী যে কন মিয়া
বান্দর আমার নাম
উঠান বাঁকা হোক
নাচন আমার কাম
১৯| 
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০৯
হাবিব  বলেছেন: 
এতো কিছু থাকতে কেন
বান্দর হতে গেলেন?
কোন সুখেতে নাচবেন সেথা
কি সুখই বা পাবেন?
 
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৫
বাকপ্রবাস বলেছেন: কপালে যা আছে 
সেটাই হতে হয়
কপালের লিখন
আমিতো আর নই
২০| 
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৯
হাবিব  বলেছেন: 
যেমন কর্ম তেমন ফল
গুনী জনে কয়,
আপনি যদি পড়ে যান
তাইতো মনে ভয়।
 
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: নাচা যার কাজ
সেতো নাচবেই
বাঁচার যে সে
বাঁচবেই
২১| 
২১ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৭
এ.এস বাশার বলেছেন: রম্য ছড়া......বেশ লাগলো......
কি ভাবে যেন আপনার অনেক লেখা মিস করে ফেলেছিলাম...
আজ পূর্ণ করে দিলাম.... সব কটাায় খুব ভালো....
 
২১ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৫
বাকপ্রবাস বলেছেন: আমিও রিপ্লাই দিতে দেরী করে ফেল্লাম, আসলে খুব বিজি থাকি, অনেক পরিশ্রম করি, ব্লগে ঠিক করে সময় দিতে পারিনা, আপনাকে খুব করে ধন্যবাদ জানাচ্ছি ভাইযান, ভাল থাকবেন
২২| 
২১ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: হাহাহা....
 
২২ শে অক্টোবর, ২০১৮  রাত ১:১৫
বাকপ্রবাস বলেছেন: বান্দর এর এমন সুরুত হাসিটা এমনই চলে আসে
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮  ভোর ৬:১১
সাদা মনের মানুষ বলেছেন: বেশ মজা পেলাম বান্দইরা ছড়া পড়ে