নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে যখন নির্বাচন একটা কাজ কর
তিড়িং বিড়িং নেচে একটা জোট ধর।
টানবে তোমায় ওরা দুই মেরুর দল
ভাবটা যেন থাকে কঠিন মনোবল।
শর্ত দেবে জুড়ে ভাগটা আগে চাই
চুদুর বুদুর হলে তবে তুমি নাই।
বুকে টানবে ওরা সব দেব'রে আয়
উজাড় করে দেব যদি তোকে পাই।
আসন চাইবে দেড়শ আশ্বাস পাবে এক
সেটা ধরার আগে ধরতে হবে জ্যাক।
নির্বাচনের পরে দেবে তুমি ঘুম
সরকারী দল হলে পাবে কুসুম ওম।
বিরোধী জোট হলে ক্ষতি কী আছে
চুনোপুটি নিয়ে কেউকি আর নাচে?
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
বাকপ্রবাস বলেছেন: খেলা দেখি মজা লাগে
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১
সাইন বোর্ড বলেছেন: এখনো মানুষ কেন যে ভোট দেওয়ার স্বপ্ন দ্যাখে, সেটাই বুঝিনা ।
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫
বাকপ্রবাস বলেছেন: আশা তার একমাত্র ভেলা
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯
হাবিব বলেছেন:
কি মজার ইশ-কুল
পাইনা দিস কুল
ভোট দেই কারে ,
মনে মনে নেতা হই
ভাষণে কথা কই
ভোট দেই নিজেরে।
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪
বাকপ্রবাস বলেছেন: পয়সা পাইলে
নিজেরেও দিমুনা
হেই কথা কাউরে
জিবনেও কমুনা
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩
রাকু হাসান বলেছেন:
বর্তমানের রাজনীতিক অবস্থার প্রতিফলন ছড়ায় । ভালো লিখছেন তো অবশ্যই ।
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩
বাকপ্রবাস বলেছেন: ওরা এতো আদর্শবান যে কয় সিট পাবে সেটাই মোদ্দা কথা। এক পক্ষ সিন নিবে অন্যপক্ষা মুলা দেবে এই হল আদর্শ রাজনীতি।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক ভালো লিখেছেন। আপনার কবিতায় দেশের রাজনীতি, ভোট ও নেত্রীদের কথাও তুলনামূলক অনেক ভালোভাবেই ফুটে উঠেছে। তবে একটি কথা কিন্তু, ভোট আসলেই একটা বিরাট আনন্দ এসে পরে আমাদের পিচ্চি-কাচ্চাদের কাছে।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
বাকপ্রবাস বলেছেন: আনন্দটা এখন আর তেমনটা থাকার কথা নয়, আগে যেমন একটা ভারসাম্য ছিল এখন আর তেমনটা নেই, ভয় আর আতংকটাই বেশী।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি দুঃখজনক হলেও তাই সঠিক। আশা করি সে দিন আবার ফিরে আসবে।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
বাকপ্রবাস বলেছেন: আমাদের দেশটা পরষ্পর সৌহার্দে আরো উন্নত ও সুন্দর হোক
৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪১
ল বলেছেন: দেশে তো বিরোধী দল নাই।
আমরা সবাই তাই সরকারি দলের লোক।
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪
বাকপ্রবাস বলেছেন: হ, আমরা লসুন এলশাদ
৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কবিতায় বাস্তবের প্রতিচ্ছবি - শুভকামনা কবি
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন কবি
৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮
এ.এস বাশার বলেছেন: সেই দিন কি আর আছে,
ঘাতগুলো সব ওদের কাছে-
প্রয়োজনে বাড়ায় কমায়,
নিত্য নতুন সাজে!!
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
বাকপ্রবাস বলেছেন: সব বান্দরের খেলা
যেমন খুছি তেমন সাজ
কেটে যায় বেলা
১০| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক মুগ্ধতা।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু খুব করে
১১| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১
স্রাঞ্জি সে বলেছেন:
ভোটতোট নিয়ে মাথা ঘামাই না.... যেখানে সব মগেরমুল্লুক সেখানে কি