নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহার মামার নতুন জামা
পেয়ে খুশি টুনটুনি
চুলের নেণী বাঁধতে বাঁধতে
গাইছে গান গুনগুনি।
ঈদ চলে যায় নিভৃতে আর
পৌষ, পার্বণ মাসে
ছেড়া জামায় মলিন মুখে
সুদিন না আসে।
রোহিঙ্গা ক্যাম্প বাস্তুচ্যুত
অভাগাদের ভীড়
শিশু-বৃদ্ধ গাদাগাদি
টিকে থাকার নীড়।
সেই নীড়েরই পাখি এক
টুনটুনি তার নাম
বাহার মামার নতুন জামায়
জাগল খুশির বান।
১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
বাকপ্রবাস বলেছেন: বাহার ভাই প্রথম দিক থেকেই রোহিঙ্গাদের ত্রাণ কাজে জড়িত, কাঁধে টিউবওয়েল নিয়ে চলে যাচ্ছে পানির সমস্যা দেখার জন্য, বস্ত্র নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে ইত্যাদি।
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! এমন মিষ্টি হাসিতে মন ভালো হয়ে যায়;
তেমন মিষ্টি করে লেখা।
১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯
বাকপ্রবাস বলেছেন: হাসিটায় আমি যেন বেহেস্ত দেখতে পেলাম, তায় ছবিটা ফেইসবুকে দেখেই সেইভ করে রেখে দিয়েছিলাম পরে ছড়া লেখার জন্য
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর অনুভূতি।
১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫
বাকপ্রবাস বলেছেন: বাহার ভাই মোটামোটি দারুণ পরিশ্রম করে যাচ্ছেন রোহিঙ্গাদের জন্য, ওনাকে সম্ভবত কোন এনজিও দায়িত্বটা দিয়েছে, এমনিতেই তিনি সমাজ সেবামূলক কাজগুলো করে মজা পান
৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
সামান্য জামাও সমস্যা কারণ, রওশন, শেখ হাসিনা এদের বুদ্ধির পরিমাণ আধুনি যুগের প্রয়োজনের তুলনায় খুবই কম
১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
বাকপ্রবাস বলেছেন: আধুনিক যুগের তুলনায় জ্ঞান আমাদের পুরো জাতিটারই কম আছে বলে মনে হয়, আমরা এখনো মান্ধাতার আমলের রাজনীতি করছি যেগুলো আত্মঘাতি। উন্নত বিশ্ব নিজের বেলায় ঠিক থাকে আর পরের বেলায় শোষন করে, আমরা নিজের বেলায় শোষন করছি পরের বেলায় বিলিয়ে দিচ্ছি।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ছড়া কবিতা গড়েছেন কবি ভাই, ভালো লাগলো।
আসলে গরীবের মন অল্পতেই অধিক আনন্দে ভরে ওঠে, কিন্তু তাদের কাছে সেই অল্প আনন্দই বেশিরভাগ সময় থেকে যায় অধরা।
শুভকামনা জানবেন কবি
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন নয়ন ভাই
৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: নিজের কোনো কাজ, কারো খুশির কারণ হলে সত্যি খুব ভালো লাগে।
আপনার ছন্দময় উপস্থাপন ভালো লেগেছে।
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি
৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
খুব সুন্দর হাসি আর খুবই সুন্দর কবিতা।
অসংখ্য ভালবাসা উভয় উৎসের প্রতি।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩২
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে শুভেচ্ছা
৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩১
বাকপ্রবাস বলেছেন: বড়ভাই লাল সালাম
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪১
মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দরতম লেখা। ভাল হয়েছে। ++++
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩০
বাকপ্রবাস বলেছেন: হাসিব উল্লাহ, আমার শ্বশুর মশায় একটু আগে ফোন করল, বললাম হুম আনসি, মানে টাকাটা আনসি, মশায় এর ঘাড়ে বসে খাচ্ছি তায় সামান্য কাজটা করতে পারবনা?
কেমন আছেন?
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
নজসু বলেছেন:
আসলে কাউকে খুশি করতে খুব বেশি কিছু লাগেনা।
ছন্দে ভালো লাগা প্রিয় ছড়াকার।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:২৮
বাকপ্রবাস বলেছেন: সুজন ভাই ধন্যবাদ জানাই
আরো জানাই শুভেচ্ছা
আজকে নাহয় হোক আরো
জীবন গাঁথার কাহিনী কেচ্ছা
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ছোট ছোট জিনিশের মধ্যেই আনন্দ লুকিয়ে আছে । শুধু খুজে নিতে জানতে হয় ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:২৭
বাকপ্রবাস বলেছেন: অপু দ্যা গ্রেট
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৩
ল বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম দাদা!
১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: ল
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: বাহার মামা আছেন বলে জামা এতো সুন্দর হয় সাথে ঈঁদটাও। বাহার মামাকে ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯
দেবদাস বাবু বলেছেন: অসাধারণ অনুভুতি বিরাজ করলো আমার মনে
দারুন