নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ফেব্রুয়ারী চৌদ্দ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩


ফেব্রুয়ারী চৌদ্দ, দিবস ভালোবাসার
তাতে কিছু যায় আসেনা মুটি, মজুর, চাষার।
কর্পোরেটের বিজ্ঞাপনে কেবল ধোঁকাবাজি
প্ররোচনার হাওয়ায় দোলে মন হয়ে যায় পাজি।
টিভি সিরিয়াল, বিজ্ঞাপন আর এফএম এর ফাঁদে
উতাল হয়ে পড়ল যারা বুঝবে দু'দিন বাদে।
না জেনে আর না বুঝে তার ভালোবাসার চাষ
করছো যারা যেনে রেখো এটা ভুলের মাস।
বছর ঘুরে আসার আগেই চৌদ্দর পেটে ঝি
সবার আগে ভাবতে হবে তখন করবে কী!
ভালোবাসা হোক সবার মনে প্রাণে চেষ্টা
গরীব দুঃখী ভালোবেসে গড়তে হবে দেশটা।
ভালোবাসো ভালো কাজ সৎ জীবন যাপন
অসহায়কে ভালবেসে করতে হবে আপন।
ফেব্রুয়ারী চৌদ্দ, জ্বালাও আলো প্রাণে
জেনে বুঝে হোক পালন ভালোবাসার মানে।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

ম্যাড ফর সামু বলেছেন: দারুণ, দারুণ এবং দারুণ অতঃপর দারুণ সুন্দর এবং যথাযথ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

বাকপ্রবাস বলেছেন: লজ্বা পাচ্ছি কিন্তু। :D

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সহমত। এসব শিশুতোষ ভগিছগি আর ভাল্লাগে না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

বাকপ্রবাস বলেছেন: কর্পোরেট জগতেই একটা ভুল বার্তা, ১৪ মানে যুবক যুবতি নাচ গান হৈ হুল্লুড় প্রেম, সেখানে নেই অন্য কোন বয়স, মানুষ, সমাজ, দেশ ইত্যাদি। এগুরো সেই ১৪ বছর বয়েসি যুবক যুবতিদের বুঝিয়ে দিতে হবে, এটা ভুল পথ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর ভাষায় সুন্দর লিখেছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

বাকপ্রবাস বলেছেন: শুভ ভ্যালেন্টাইন্স

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

মৃন্ময়ী শবনম বলেছেন: আমার আজকের পোষ্টটি অনুগ্রহ করে পড়ে মন্তব্য করবেন, লেখাটি আমার এবং সোহানাজোহার আলোচনায় লেখা হয়েছে।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দারুণ বলেছেন ছন্দে ছন্দে। লজ্জা পাইয়েন না কিন্তু :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

বাকপ্রবাস বলেছেন: প্রশংসা শুনলে লজ্বা একটু পাই কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.