নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো খাটি তবুওতো ঘাম হয়না
অথচ ঘাম শুকানোর পূর্বেই
মজুরী পাবার কথা
দিনে দিনে পাঁচ গড়িয়ে দশ
অথচ ঘাম না হলে মালিকেরও দায় থাকেনা
মাস শেষে হাফ মজুরী বাকিটা খাতায়
জমতে জমতে বছর শেষে হিসেব
যা জমেছে ভেবেছিলাম! কিছুটা কম
এটা সেটা বিভিন্ন কারণে কাটা পড়েছে
অল্প যেটা জমেছে টিকেট কেনার স্বপ্ন
না, থাক। আরেকটা বছর যাক
খাটের নিচে স্বপ্ন জমাই মাঝেমাঝে
প্রিয়জনদের উপহার সামগ্রী টুকটাক
বিকেল বেলা আকাশ দেখি আর
মেঘের ভাজে ভেসে যায় উড়োজাহাজ
একদিন আমিও যাব বাড়ি।
০১ লা মে, ২০২৩ দুপুর ১:৩৪
বাকপ্রবাস বলেছেন: এটা অবশ্য কবিতার ইচ্ছা। আমারটা একটু ভিন্ন
২| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০১ লা মে, ২০২৩ দুপুর ২:২৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৩ দুপুর ১২:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ইচ্ছা পূরণ হোক।