নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

লিপিষ্টিক

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫

আপনি কয়বার লাগান
বাণিজ্যমন্ত্রী বলেছেন তার এলাকায় দিনে তিনবার লাগাচ্ছে


আমি জেনে গেছি ঠিকঠিক
তোমার ঠোট কেন চিকমিক
দিনে তিনবার লাগাচ্ছ লিপিষ্টিক।

রোদেলা সকাল ঝিকমিক
জোড়া ঠোঁট টানছে আমায়
মাতাল হাওয়া দিগ্বিদিক
মদিরা গন্ধ লিপিষ্টিক।

বদলায় রং বদলায় ঢং
পড়ছি প্রেমে যখনতখন
ঘূর্ণটান গতি আহ্নিক
টানছে আমায় লিপিষ্টিক।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: আহারে লিপিস্টিক

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

বাকপ্রবাস বলেছেন: মন্ত্রীর কথা যেন এক পাগলা গারদ কারখানা
যাহাই বলে গন্ধে মাতাল টাট্টুখানা

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক কথা!

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

বাকপ্রবাস বলেছেন: মনে মাতাল ছিল বলার আগে

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: হা হা এই মন্ত্রী তো ফেমাস হয়ে যাবে। মানে যারা চিনতো না জানতো না এই ডায়ালগ তারাও জেনে যাবে। :)

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০২

বাকপ্রবাস বলেছেন: কথার যেমন ছিড়ি
পড়ে গেলে হিড়ি

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০১

নজসু বলেছেন:


আজকে লিপস্টিক আর জুতা নিয়ে বলেছেন। ভালো কথা।
একদিন দেখা যাবে, যে জিনিসটা দেখা যায়না সেটা কারা কতবার পরিবর্তন করেন সেটাও বলে দিচ্ছেন। :D

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩

বাকপ্রবাস বলেছেন: সম্ভবনা উড়িয়ে দেয়া যায়না

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাণিজ্য মন্ত্রীর লিপিষ্টিক কবিতা।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩

বাকপ্রবাস বলেছেন: মন্ত্রী হলে হলে মাতাল হতে হয়

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

স্প্যানকড বলেছেন: লাগা লাগি উনারা ভালো করেন না পারলেও করেন =p~

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৪

বাকপ্রবাস বলেছেন: লাগা লাগা লাগারে
লাগাতে না পারলে ভাগারে

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

বিজন রয় বলেছেন: বুঝলাম লিপিস্টিক আপনার খুব ভাল লাগে, লিপ নয়!!

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

বাকপ্রবাস বলেছেন: ষ্টিকটায় আসল সেটাই মাতাল করে রাখে, মেকআপ করার পর যেমন নায়িকা হয়ে উঠে সবার মণি, মেকাপ ছাড়া রুচেনা

৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: রাঙা দু'টি ঠোঁট

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৭

বাকপ্রবাস বলেছেন: পড়ে আসলাম, ডেলিভারীটা দারুণ ছিল

৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯

করুণাধারা বলেছেন: কারা জানি দিনে কয়েকবার করে লিপস্টিক লাগায়!!

উনি কি এদের এলাকার মানুষ? :P

১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

বাকপ্রবাস বলেছেন: জ্বি, ওনাদের এলাকান না হলে ওনাদের ঘরনার মানুষ

১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪১

জুন বলেছেন: করুনাধারা বাহে উনি অম্পুরের :`>

১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

বাকপ্রবাস বলেছেন: অম্পুরের মানুষ এতো ভাল কেমন হলো,আগেতো এমন ছিলনা

১১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১

করুণাধারা বলেছেন: ওহ্ অম্পূরের। :D
একটা পেশায় মহিলারা বারবার লিপস্টিক লাগায়, রঙ মাখে। আমি ভেবেছিলাম উনি এদের কাউকে দেখার পর এই যুগান্তকারী বাণী দান করেছেন।

১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০২

বাকপ্রবাস বলেছেন: যে, যে লাইনে থাকে সে লাইনের কথা বেশী বলে, সুতরাং ডাল মে কুচ কালা হে

১২| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
যাক ভালই। মানুষের দৃষ্টি অবরোধ আন্দোলন নির্বাচন পিটার হাস ইত্যাদি ইশু থেকে লিপস্টিক এ ট্রান্সফার হইলো।

১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

বাকপ্রবাস বলেছেন: সবই আপনাদের উছিলা, যেমন চালাবেন তেমন চলবে

১৩| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: মন্ত্রী সাহেবের উচিত একবার রাস্তায় বের হওয়া। তাহলে উনি বুঝবেন মানুষ কত ভালো আছে।

১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২১

বাকপ্রবাস বলেছেন: কথার চিন্তার বলার মানটা কতো উন্নত ভাবার বিষয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.