নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

লাল সবুজ

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩০


আমি বললাম সবুজ তুমি বললে লাল
লাল সবুজে যাচ্ছে কেটে দারুণ সমকাল
আমি দেখলাম মেঘ তুমি দেখলে ঝড়
ঝড় তুফানে লন্ডভন্ড ছোট্ট নীড় ঘর।

আমি বললাম মিছিল তুমি দিলে সাড়া
স্লোগানে স্লোগানে মুখরিত ন্যায্য মজুরি পাড়া
বিকট শব্দ সাউন্ড গ্রেনেড বিক্ষিপ্ত জনতা
টিয়ারশেল বুলেটে ফের নীতি দূষণ ক্ষমতা।

বিদ্ধ পাখি রক্ত জমাট আমি বললাম লাল
তুমি বললে সবুজ, দেখে নিও কাল সকাল।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩

শাওন আহমাদ বলেছেন: দীর্ঘশ্বাস

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১২

বাকপ্রবাস বলেছেন: বাংলার বাতাসে স্বহিংসতার মাত্রা যাচ্ছে বেড়ে আর নিরিহ প্রাণ নিচ্ছে কেড়ে

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

ঢাবিয়ান বলেছেন: দুইজন শ্রমিককে খুন করে থামিয়ে দেয়া হয়েছে গার্মেন্টস কর্মীদের আন্দোলন

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১২

বাকপ্রবাস বলেছেন: দুইশজন মারতে হলেও হাত কাপবেনা

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: আহারে বাচ্চাটা!

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

বাকপ্রবাস বলেছেন: আমার ছোট কন্যাকে প্রতিদিন দেখি আর চোখে ভেসে উঠে ফিলিস্তিন সেখা যোগ হচ্ছে আমার দেশের নামটাও

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

বাচ্চাটার ছবি কি অজান্তেই তুলেছে নাকি?

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

বাকপ্রবাস বলেছেন: হয়তো.....

৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

মিরোরডডল বলেছেন:




হৃদয়বিদারক!!!!!

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

বাকপ্রবাস বলেছেন: আমার শুধু মনে পড়ে, ফিলিস্তিনে, মা বাবারা শিশুদের হাতে পায়ে নাম লিখে দিচ্ছে, যাতে বোমায় মৃত্যুর পর শনাক্ত করা যায়, আর পরিবার দুই ভাগ হয়ে দুই যায়গায় থাকছে, যাতে করে বোমায় মারা গেলে সবাই যাতে একসাথে না মরে

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:




চিন্তা করা যায়!
মানসিকভাবে তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে।


১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

বাকপ্রবাস বলেছেন: বিশ্ব তাকিয়ে আছে যেন কিছু করার নাই, মানুষগুলো মৃত্যু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে

৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে আমার ভীষন মন খারাপ হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

বাকপ্রবাস বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.