নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডিগবাজি সম্রাট হুমো এরশাদ

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩০


বি.দ্র. : নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ইবরাহিমের
/
ডিগবাজি মার বাবাজি
থাকতে সময় মাইরা নে
ভোটের আগে বোল পাল্টাইয়া
মাঠ গরম কইরা দে।

বাজির বাবা হুমো এরশাদ
রাখবি সদা স্মরণে
গুরুর নীতি মাথায় রাইখা
ডিগবাজিটা মার পরমে।

রাজনীতিটা ব্যাবসা যখন
তিরিং বিরিং নাইচ্যা নে
ডলার না হোক রুপি দরে
গোটা দেশটা বেইচ্যা দে।

তাড়াতাড়ি পকেট ভারি
কইরা তবে পাল্টা বোল
ভোট পেরোলে আর পাবিনা
মাংস পোলাও হাড্ডি ঝোল।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার কাছে এটা আশা করিনি। আশা অবশ্য শমসের মবিনের কাছেও করিনি। সামনে আরও কিছু দেখব। শেষ বয়সের মাংস পোলাও খেতে সবারই মন চায়...

view this link

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

বাকপ্রবাস বলেছেন: উনি কোরান হাদিস কোড করে কথা বলেন, ওনার দলটাকে কেউ মাথায় রাখেনা, ওনার একটা ব্যাক্তিগত ইমেজ ছিল, এত স্বস্তায় বিক্রি হবে কল্পনাও করিনি, ওনি বেইমানি যতটা না বিএনপির সাথে করল, তার চাইতে দেশ এবং ৫৭জন তার কলিগ এর সাথে করল।

২| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

নজসু বলেছেন:



এরশাদ চাচা মরিয়াও অমর হইয়া রহিয়াছেন।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

বাকপ্রবাস বলেছেন: ওনি হলেন ডিগবাজি বাবা, নতুন যারা আসবে তার কব্বরে পুষ্পস্তবক দিয়ে আসবেন

৩| ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এখন তারা ডিগবাজী স্কোয়ার। ;)

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

৪| ২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: নির্বাচন নিয়ে দেশের রুচিশীল মানুষের কোনো আগ্রহ নেই।

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯

বাকপ্রবাস বলেছেন: কথা সত্য। আতংক আছে কিনা কী জানি....

৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৮

মোঃ কাজল আলী বলেছেন: মনের কথা গুলো কবিতায় দেখলাম।

২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫

বাকপ্রবাস বলেছেন: খুব কষ্ট পেয়েছি একজন মুক্তিযোদ্ধা, যুক্তিযোদ্ধা এত স্বস্তায় বিক্রি হয়ে যাবে .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.