নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আমাকে থুতু মেরোনা আমি তারও যোগ্য নই।

২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২২


আমাকে থুতু মেরোনা আমি তারও যোগ্য নই
একাত্তরের যোদ্ধা ছিলাম ভাবতেই অবাক হই
শেষ বয়েসে প্রকাশ পেল আমার আসল রূপ
মেজর ইব্রাহিম গোফের তলে লজ্জার ডুব।


মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ছড়া--

ডুব ডুবে জল খাই
বিনাভোটে এমপি চাই!
জোট ছেড়েছি তাই-
ভয় নাই এমপি আসন পাই।

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

বাকপ্রবাস বলেছেন: ওনার পেন্ট খুলে ছেড়ে দিয়েছেন কলিমুল্লাহ, অনলাইন টকশোতে খেয়াল করলে পাবেন

২| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি যা বলার সংসদে গিয়ে বলতে চান। জ্বালাও-পোড়াও আন্দোলন করে লাভ আছে কোনো? বিএনপি কি সফল হবে মনে করছেন?

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

বাকপ্রবাস বলেছেন: বিএনপির প্রসঙ্গ না এনেও ওনি এতদিন যা বকেছেন তার আলোকে দেখলে হয়ে যাবে।

৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

রাসেল বলেছেন: মানি লোকের মান জুতা দিয়ে পেটালেও যায় না!!!!

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

বাকপ্রবাস বলেছেন: তাইতো দেখতে পাচ্ছি

৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
তারেক জামাতের পরামর্শে ২৮ তারিখে গ্যাঞ্জাম করে পুলিশ হত্যা করে ফেঁসে গেছে বিএনপি।
বিএনপির জন্মই হয়েছে দলছুট মীরজাফরদের নিয়ে। তাই বেশি অবাক হওয়ার কিছু নেই।
মান্নাও আসছে দলবল সহ; আরো আসছে মে হাফিজ কয়েকজনকে নিয়ে। মেজর আকতারুজ্জামান, বগুড়ার ৩ এমপি অলরেডি যোগ দিছে। হাসও গা ঢাকা দিছে।

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

বাকপ্রবাস বলেছেন: জ্বি, খুশিতে এবার ভোট টাই তুলে দেন, আপনাদের সাথে কাইজ্জা কাইজ্জিতে কেউ পারবেনা।

৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

অর্ক বলেছেন: ভোট না করে করে এতো বছরে কিছু উদ্ধার হয়েছে ভাই? পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায়। যা করতে চেয়েছে, করেছে। বিএনপি জামাত কোনটা রুখতে পেরেছে আন্দোলন সংগ্রাম করে। জামাত শিবির নিষিদ্ধ, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি (বিএনপি’র বড়ো মাপের দুয়েকজন নেতাও ছিলো), সারাদেশে অস্তিত্বের সঙ্কটে বিএনপি ইত্যাদি। হরতাল অবরোধে আজ দশটা গাড়ি জ্বালানোর মধ্যেই সীমাবদ্ধ সমস্ত আন্দোলন। বিএনপি জামাতে যুক্ত থাকলে ভাববেন অবসরে, ভোট না করে করে কি পেয়েছেন এ দীর্ঘ সময়ে। ইব্রাহিম আর কি করবে!

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

বাকপ্রবাস বলেছেন: লীগ বিএনপি যা করছে তার মূল্যায়ন জনগণ করবে, আজকে না পারলে ভবিষ্যতে করবে। মীরজাফর শ্রেণীর মূল্যায়ন কিন্তু ভাল হয়না। আশা করি নব্য মীরজাফরদের ফলাফল ৭তারিখের পর আট তারিখেই পেয়ে যাবে।

৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আওয়ামী লীগ নির্বাচনে ভোট না করে জিতেছে বলছেন?

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

বাকপ্রবাস বলেছেন: দেশের বর্তমান ভোট ব্যবস্থা যেভানে পরিচালনা করা হচ্ছে সেটা অরুচিকর এবং গণতন্ত্রের জন্য অস্বাস্থকার। লীগ বা বিএনপি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য।

৭| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ছড়াটা মিষ্টি বটে বাস্তবতা
অবক্ষয়ের রসাতলে।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

বাকপ্রবাস বলেছেন: ইব্রাহিমের আরো কিছু স্ক্যান্ডাল শোনা যাচ্ছে

৮| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

ঢাবিয়ান বলেছেন: শেষবয়সে এসে মানুষকে লোভের কাছে পরাজিত হতে দেখলে খুব খারাপ লাগে।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

বাকপ্রবাস বলেছেন: শুধু লোভ নয়, তার কিছু আলুর দোষ এর কথাও শোনা যাচ্ছে

৯| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

কালো যাদুকর বলেছেন: ইহাই রাজনীতির দুষ্ট চক্র।ইহাতে শত্রুর শত্রু মিত্র হয়। অবাক হই না ।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

বাকপ্রবাস বলেছেন: এমনটা অনেকেই করেছে এবং করছে তাদের নিয়ে কেউ হইচই করছেনা, ইব্রাহিম এর বেলায় হচ্ছে কারণ তিনি ধর্মের ব্যাবহার করেছেন, কথায় কথায় কোরান হাদিস কোড করেছেন, এদিকে তার বিরুদ্ধে মহিলাদের গায়ে হাত দেয়ার কথাও বাজারে চাওর হয়েছে

১০| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

বিজন রয় বলেছেন: এটাই সত্যি।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

বাকপ্রবাস বলেছেন: ওনি সরকারের কাছে বাঁধা, এমন অন্যায় ও অনৈকিত কাজ করেছেন যা সরকারের কাছে আছে, তায় সরকার যা বলে তায় করতে হবে

১১| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

শিশির খান ১৪ বলেছেন: একে বলে Horse Trading । পয়সা থাকলে সবাইকে কিনা যায়। বুড়ো বয়েসে টাকাকেই প্রাধান্য দিলেন। অবশ্য এটাই উনার শেষ সুযোগ।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

বাকপ্রবাস বলেছেন: আদতে ওনি কিছুই পাবেননা, আমার ধারণা

১২| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

ফেনা বলেছেন: ছড়াতে মুগ্ধতা ।
ভাল থাকুন।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন ফেনা ভাই

১৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩৬

কামাল১৮ বলেছেন: কলিমুল্লার কথা শুনে মনে হয়,আমেরিকা তার সাথে পরামর্শ করে সব কাজ করে।ডলার মানুষকে পাগল বানিয়ে দেয়,তার প্রমান কলিমউল্লাহ।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

বাকপ্রবাস বলেছেন: করিমুল্লাহ চমকপ্রদ সব তথ্য দিচ্ছেন। তিনি আদতে বিদেশী অনেকগুলো কমিটির সাথে জড়িত, নির্বাচন বিষয়ক অনেক কমিটি ও লোকের সাথে পরিচিত, তায় কিছু তথ্য থাকে, বাকীটা আন্দাজ করে কিংবা উদ্দেশ্য প্রণোদিত করে বললেও ভাল মিক্স হয়ে যাচ্ছে

১৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ভালো।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.