নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডিম পাড়া নয়তো সহজ

২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০


ডিম পাড়াটা নয়তো সহজ
পাড়তে গিয়ে ইব্রাহিম
বিফলেই তার কাটছে দিন।

তৈমুর আর শমশের
চেষ্টায় আছে নিত্য দিন
পাড়তে চাইছে সোনার ডিম।

বদরুদ্দোজা মাহি বি চৌধুরি
বাপ ছেলে বলেছিল একদিন
দেশ ভরাবে সোনার ডিম।

বৃথা সব চেষ্টায় দেশ ভরল শেষটায়
হাট্টিমা টিমটিম আর মস্ত বড় ঘোড়াড্ডিম।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহকে হাজির-নাজির রেখে আপনার ছড়া পড়ে কমেন্ট করলুম। শুভেচ্ছা।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা
ধন্যবাদ লইবেন খাচা ভরে

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মজার ছড়া,
বর্তমান রাজনীতির হালচাল দেখা যায় ।

.......................................................................
ফান ! ফান!! ফান!!!

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

বাকপ্রবাস বলেছেন: জাতিকে নিয়ে ওরাও বেশ ফান করে যাচ্ছে, তৈমুর নিজে দল গঠন করে হাসিনা থেকে নমিনেশন নিচ্ছে, মধুর নির্বাচন

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সাধু, সাধু, সাধু....।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

বাকপ্রবাস বলেছেন: সাধুতে ভইরা গেছে দেশ

৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কি করতে কি করেছে তার জন্য এত্ত বেইজ্জতি করলে কি চলে?

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা কোরান হাদিস কোড কইরা কথা হয় ইব্রাহিম, এমন পল্টি মারল অবাক করা বিষয়

৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: বেশ।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

বাকপ্রবাস বলেছেন: দারুণ পরিবেশ

৬| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

অধীতি বলেছেন: প্রতিভা আছে আপনার।

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৪

বাকপ্রবাস বলেছেন: আমারে লজ্জা দিলে আমি কিন্তু লুবাবার মতো কাইন্দা দিব

৭| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯

করুণাধারা বলেছেন: অশ্ব ডিম্ব প্রসব করলেন এত কান্ড করে!!

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

বাকপ্রবাস বলেছেন: জ্বি সাইজটা বড় হওয়া একটু কষ্ট হইসে প্রসব করতে

৮| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বদরুদ্দোজা চৌধুরীকে কেন বিএনপি ছাড়তে হয়েছিল, জানেন?

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৬

বাকপ্রবাস বলেছেন: সম্ববত সিলভার কালার সোনার ডিম পেড়েছিল, বিএনপি বুঝতে পারেনাই, তায় নৌকাতে তুইলা ভাসাইয়া দিসে

৯| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডিম, বদা, আন্ডা কি অত সহজে পাড়া যায়!!!

+++

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০০

বাকপ্রবাস বলেছেন: হা হা হা অনেক কঠিন, লো বাইর অইব তবুও বদা বাইর ন অইব :D

১০| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

বাকপ্রবাস বলেছেন: হুমমমম ঘটনা সত্যি

১১| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা , বেশ - বেশ - বেশ :((
এ সবই হলো হালুয়া রুটির খায়েশ----------------

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৩

বাকপ্রবাস বলেছেন: পল্টি মারো পয়সা ধর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.