নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

হা হা হা হাহ্হা

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭


হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
তোমায় আমি ভয় পেয়েছি কিন্তু প্রকাশ করবনা
তোমার কথা শুনব কানে, কথামত চলবনা।

হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
তোমার হাতে আইন কানুন বিচার মানে প্রহসন
তোমার ভয়ে উচিত কথা নিদ্রাকুসুম শবাসন।

হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
গর্বে তোমার ঘুম আসেনা রাজ্যের এক মান্যবর
কারবা এমন সাধ্য আছে সইবে জুলুম তুফান ঝড়।

হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
আছে ঘোড়া হাতির পাল সবারইতো একই কাজ
তেলা মাথায় তেল দেয়া আর রং মেখে সং সাজ।

হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
ভাবছ বুঝি হাসছি কেন? বলব নাহয় আরেক দিন
মূর্খের হাতে পাওয়ার এলে ভাবে কিতাব মূল্যহীন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজা পেলাম।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

বাকপ্রবাস বলেছেন: মজিত করতে পেরে সুখানুভব অনুভব করছি

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: হাসাহাসি করা স্বাস্থের জন্য ভালো।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

বাকপ্রবাস বলেছেন: রাজার দেশে কান্না করা যাবেনা, পিটালেও হাসতে হবে

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

বিজন রয় বলেছেন: হা হা হা হা ..... অনেক হাসলুম!!
এবার কাদঁতে চাই।

তবে বাংলাদেশে তো শিক্ষিত মুর্খ।
এদর হাতে বই দিয়ে লাভ নেই, পাওয়ার দিন।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

বাকপ্রবাস বলেছেন: কান্না করা যাবেনা, মাইর খেলেও হাসতে হাসতে বলতে হবে ব্যাথা লাগেনাই, শিক্ষিত মূর্খরা তাই করে, আমরা ভাবি সে অনেক বড় শিক্ষিত অথচ হাসতে হাসতে এমন মূর্খামি করে যেটা মূর্খরাও করবেনা

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মূর্খের নিকট কিতাবের কোন মূল্য নাই।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

বাকপ্রবাস বলেছেন: ঠিক তায় ঠিক তায়

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার গীতি কবিতা ভাল থাকবেন কবি দা

০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬

বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
+ রইলো।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানিয়ে রাখলুম

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: রাজীব নুর বলেছেন: হাসাহাসি করা স্বাস্থের জন্য ভালো।

হাসাহাসি করেই তো জীবনটা পার করে দিচ্ছি।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

বাকপ্রবাস বলেছেন: হাসি পেলে হাসছি যেমন দুঃখ পেলেও হাসি
হাসি ছাড়া নাইতো আপন তাকেই ভালবাসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.