নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেঁয়াজেরও দাম বাড়ে
আমার কেন বাড়েনা
আমি কেন পেঁয়াজ হলামনা।।
দুইশ চল্লিশ পার কেজি ডরে লোকে ধরেনা
দুই গালে দুই মশা রক্ত খেয়ে ঠসঠসা
এক থাপ্পরে টিৎপটাং তবু কেন ডরেনা
আমি কেন পেঁয়াজ হলামনা।।
পিএম কয় দাম বাড়া রানধো এবার পেঁয়াজ ছাড়া
সোনা যেমন তুলে রাখে যতনে, পেঁয়াজ খাবে রতনে
সবার মুখে পেঁয়াজের স্বাদ মানায়না
আমি কেন পেঁয়াজ হলামনা।।
পেঁয়াজ ছাড়া নাই গতি সংসারে অসংগতি
বউ বলেছে পেঁয়াজ ছাড়া হাড়ি চুলায় চড়বেনা
এখন আমি কী করি পকেটে নাই দুই কড়ি
মানব জনম বৃথা গেল কারো মনে ধরলনা।
আমি কেন পেঁয়াজ হলামনা।।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৬
বাকপ্রবাস বলেছেন: ফুডাপ্পি খেলে হয়ে যেতে রাজি আছি
২| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪
ডার্ক ম্যান বলেছেন: পতেঙ্গার ফুডাপ্পি চইলবো নি
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২
বাকপ্রবাস বলেছেন: বাড়ির গরু ঘাড়ার ঘাস খায়না
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: গতকাল এক কেজি দেশী পেয়াজ দোকান থেকে কিনেছি ২৫০ টাকা দিয়ে।
দাম বেড়েছে। সমস্যা নাই। আশা করি কয়েকদিনের মধ্যে কমে যাবে।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩
বাকপ্রবাস বলেছেন: পঁচনশীল দ্রব্য, দাম কমতেই হবে, এটা বেশীদিন ধরে রাখা যায়না
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জীবনটাই এখন বিষ দান
খাইলেও মরি না, না খাইলেও হয় না
এভাবেই চলছে বিষ দান!
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: এক কমিয়ে ঊনিশ করা যায় কিনা ভাবছি
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: আসল হাদিস নাকি নকল হাদিস সেটা জানা জরুরী
৬| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ ! কবিতার মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরেছেন। আমি বলবো অসাধারণ ----
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন আপু.....
৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: অ আপু, ধন্যবাদ লইবেন খুব করে
৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
প্রামানিক বলেছেন: বাস্তবতার নিরিখে চমৎকার পিয়াজময় কবিতা। ধন্যবাদ
১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্বা জানবেন বড়ভাই
৯| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখক বলেছেন: আসল হাদিস নাকি নকল হাদিস সেটা জানা জরুরি সত্যিই মনে হয়। এছাড়া পেঁয়াজ নাকি স্বাস্থ্যের জন্যও ভালো না। কাঁচা পেঁয়াজে মুখে গন্ধ তৈরি হয়।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩
বাকপ্রবাস বলেছেন: কাঁচা পেয়াজতো কেউ খাচ্ছেনা, এটা তরকারীতে দিয়ে রান্না হচ্ছে, সে তেলে লবণে মিশে গন্ধ ধরে রাখতে পারছেনা কিন্তু তরকারীর স্বাদ বাড়াচ্ছে। তাকে ছাড়া তরকারী পানসে লাগছে তায় হাদিস শোনালেও আর কাজ হচ্ছেনা, দাম বেশী হলেও কম করে দিয়ে রান্না হবে, তবুও তিন তালাক দেয়া যাচ্ছেনা
১০| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: পেয়াজ বাজে জিনিস পেয়াজ ভক্ষণ পরিত্যাজ্য
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪
বাকপ্রবাস বলেছেন: পেঁয়াজ পচন ধরলে বাজে হবে, কিন্তু সেটা ছাড়া তরাকারী যে এতিম হয়ে যাচ্ছে
১১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৯
নাইমুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন ভাইযান
১২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১
বাকপ্রবাস বলেছেন: নগদে ধন্যবাদ জানবেন ভাইযান
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখনো সময় আছে। পেয়াজ হয়ে যান।
২০০ টাকা কেজি দরে বিক্রি হতে পারবেন।