নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুকুর আসিয়া হঠাৎ ঝাপিয়া
পুকুরে দিল ঝাপ
কী হইল বাপ!
কোন কারণে জীবন উঠিল হাঁপিয়া।
সাঁতার জানেনা, ঢোক গিলিয়া
আসিতে চাইল তীর
দেখিল জনতার ভীড়
হাসিল সকলে খিল খিলিয়া।
কুকুরের কাজ কুকুর করেছে
পানিতে দিয়েছে ঝাপ
হয়তো করেছে পাপ
প্রায়শ্চিত্য করিতে ডুবিয়া মরেছে।
মানুষের কাজ মানুষ করেছে তায়
ডুবিয়া মরিবার অভিলাষ
ভাসিয়া উঠিবার লাশ
ভাইরাল হয়ে টিকটকে পাওয়া যায়।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫
বাকপ্রবাস বলেছেন: কবরে শোয়ানো হচ্ছে, চিতার আগুণ কোন কিছু বাদ নাই, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, টিকটকে দিতে হবে। একটা প্রতিকি কুকুর যেখানে অনুশোচনায় আত্মহত্যা করে তবুও মানুষের বোধ হয়না, উদ্ধার না করে সেই মৃত্যুটাও টিকটক হয়ে যায়, বলা হয় তুমি অধম তায় বলে আমি উত্তম হইবনা কেন, এখন হয়ে গেছে, তুমি উত্তম আমি অধমই রয়ে গেলাম।
ধন্যবাদ নেবেন দাদা
২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬
নীলসাধু বলেছেন: হা হা
হু এখন ফুডাপ্পির যুগ, হিরো আলম জায়েদ খান এর যুগ।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা জায়েদ খানের ডিগবাজি সেইইইইই..........
ধন্যবাদ জানবেন ভাইযান
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬
প্রামানিক বলেছেন: কুকুর এটা উল্টা কাজ করেছে, কুকুরের উচিৎ ছিল মানুষের পায়ে কামড় দেয়া
২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
বাকপ্রবাস বলেছেন: মানুষের কীর্তিকলাপে কুকুর লজ্জায় আত্মহত্যা করেছে
ধন্যবাদ জানবেন মুরুব্বি
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: রাইট।
২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
বাকপ্রবাস বলেছেন: বড় দিনের শুভেচ্ছা ভাইযান
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: হা হা হা ... দারুন টিটকারি দিলেন!
তবুও মানুষের শিক্ষা হবে না।