নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ছেড়ে দে মা কেঁদে বাঁচি

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩০


আগুণে পুড়িয়ে মারছে মানুষ
বাস, ট্রাক, ট্রেন হচ্ছে ছায়
নৌকা পুড়েনা, শীষ পুড়েনা
কেন পুড়েনা জানতে চাই।

নৌকা বলছে শীষ এর কাজ
শীষ বলছে নৌকার দোষ
আগুণ নিয়ে খেলছে ওরা
দোষ ঘাটলেই, নন্দঘোষ।

রাজনীতি মানে রাজার নীতি
দেশ জনতার মঙ্গলে
শীষ-নৌকার কান্ডকীর্তি
মনে বলে যাই, জঙ্গলে।

আগুন পোড়ার রাজনীতিটা
ছাড়লে তবে রক্ষা পাই
লুটেপুটে তোরা ভাগ করে খা
ডালেভাতে মোরা বাঁচতে চাই।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিরীহ, নির্দলীয়, শান্তিপ্রিয় আপামর জনতার মনের কথাটাই ছড়ার বক্তব্যে উঠে এসেছে।

আমি রাজনীতি করি না, রাজনীতিতে নেই। একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ জনগণের সুখ, শান্তি ও নিরাপত্তা চাই। আমার এ চাওয়া শুধু আমার চাওয়াই নয়, সাধারণ জনগণের চাওয়া। এ চাওয়া পূরণ করার কে আছে?

ছড়া সুন্দর হয়েছে। লাস্ট দুই লাইনে ছন্দপতন হয়েছে (দুই মাত্রা কম)।

আগুন পোড়ার রাজনীতিটা
ছাড়লে তবে রক্ষা পাই
লুটেপুটে তোরা ভাগ করে খা
ডালেভাতে মোরা বাঁচতে চাই।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

বাকপ্রবাস বলেছেন: আসলে অপিষে খুব ব্যাস্ত, ট্রেইলার অফলোড হচ্ছে আমার আন্ডারে, কাজের ফাঁকে লেখা, শেষ প্যারাটা আমাকে খুব পিড়া দিচ্ছিল, মেলাতে পারছিলামনা, তায় কোনমনে মিলিয়ে ছেড়ে দিয়েছিলাম, আপনার কমেন্ট পেয়ে আপ্লুত হলাম এবং আপনার অডিটটাই কপি করে শুধরে নিলাম।

অনেকঅনেক ভালবাসা

২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: যাদের সাথে যাদের ঝামেলা, এরা দিনক্ষণ ঠিক করে, নির্দিষ্ট জায়গায় গিয়ে দ্বিপাক্ষিক যুদ্ধ করলেই সব ঝামেলা চুকে যায়
সাধারণ মানুষ মরবে কেন? মারবে কেন?

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

বাকপ্রবাস বলেছেন: ওটাই, ওরা ওরা মারামারি করুক, সাধারণকে পুড়িয়ে নয়

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন কবি। এ যেনো আমজনতার মনের ভাষা...

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮

বাকপ্রবাস বলেছেন: কবিতা চমৎকার তবে আগুণ লাগানো কাজটা ন্যাক্কার জনক, ধনবাদ জানবেন দাদা

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

বিজন রয় বলেছেন: সুন্দর।

দুদলকেই ধরেছেন।

আমরা অন্য দল চাই।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

বাকপ্রবাস বলেছেন: সুস্থ্য স্বাভাবিক দল চাই, যদিও এমন দল গঠন সম্ভব নয়, কারণ তখন দুইদলই তার পেছনে লাগবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে যদি শর্টকাট কিছু চাই, না হলে দীর্ঘমেয়াদি ব্যাবস্থা করতে হবে

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

বিজন রয় বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই . আমার মনের কথাটি বলেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

বাকপ্রবাস বলেছেন: আপনারা মুরুব্বিরা আছেন বলেই আমরা দূর্বলরা সাহস পাই

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

নজসু বলেছেন:



কথা ঐটাই যে ইচ্ছা ক্ষমতায় যাক।
আমরা দুটো ডাল ভাত পেলেই হলো।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১

বাকপ্রবাস বলেছেন: সুখে কী থাকতে দিবে? একবার বলে ভোট দিওনা দেয়া হয়ে গেছে, আবার বলে ভোট না দিলে খবর আছে

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: সঠিক।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ ।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬

বাকপ্রবাস বলেছেন: একরাশ ভালবাসা

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৬

বাকপ্রবাস বলেছেন: সালাম রইল মুরুব্বি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.