নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

তালগোল

২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ, আর
কোথায় যেন খেই‌ হা‌রি‌য়ে হ‌চ্ছে দিন পার।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৫

শায়মা বলেছেন: ভাইয়া রোজ সকালেই কি একটা করে কবিতা লেখো??

সেই কবে থেকে এমনই দেখছি।

তোমার কবিতার মাঝে একটা মজা আছে।

যেমন চলে গলে..

একবার ঘাড়ের ব্যাথা নিয়ে একটা কবিতা লিখেছিলে আমার আজীবন মনে থাকবে। :)

২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা, আপু আমার পাগলাটে ধরণ, এক একটা বিষয় নিয়ে ঘোরপাক খাই, ছড়া লেখা হল আমার কাছে একা থাকার একমাত্র অবলম্বন, যখন কিছুই করার থাকেনা, সময় কাটেনা, কেউ থাকেনা পাশে তখন আমি ছড়ার হাত ধরি। অন্য সময় আমি অন্য কিছু নিয়ে মেতে উঠি, যেমন কিছুদিন রান্না নিয়ে থাকি, এখন ফ্রিল্যান্স এর কাজ শিখছি সেটা নিয়ে থাকি, তায় ছড়াতে সময় কম দিচ্ছি। আমি জানি আমি কোন কিছুতে টিকবনা, তখন আবার ছড়ার কাছে ফিরে আসব। অনেকদিন আসলে লেখা হয়নি, তায় এটা লিখে গ্যাপটা পুরণ করার চেষ্টা।

বি.দ্র. এই তুচ্ছজনকে কেউ মনে রেখেছে শব্দগুলো মনকে তোলপাড় করে দেয়, আমিতো আমার কোন চিহ্ন দেখতে পাইনা কোথাও.............তবুও কেউ মনে রেখেছে...............

লিংক হাবিজাবি : habijabi

২| ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৮

বাকপ্রবাস বলেছেন: টাকা কী হুন্ডিতে পাঠাবো? নাকি ব্যাংকে, হুন্ডিতে রেইট বেশী

৩| ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: হা হা লিংকে গিয়ে হাসতে হাসতে মরলাম!!!

ভাইয়া তোমার কাজ নেই বলছো কেনো???

তুমি তো অফিস যাও। তোমার ফ্যামিলীতে বাচ্চা আছে ভাবিজী আছেন তারপরেও কাজ নেই!!!!!!!

আসলেই সবকিছুর মাঝেও মানুষ একা সেটাই বুঝলাম তোমার কথাতেও।

একটা কথা বলি একা থাকার এক আনন্দ আছে। কত কিছু করা যায়। চারিপাশের মানুষগুলো শুধু সেই আনন্দে জ্বালিয়ে মারে।

ফোন, এসে হাজির, ডাকাডাকি , জব , কাজ উফফফফফ!!!

মাঝে মাঝে মনে হয় দুনিয়ায় এদের কি কোনো কাজ নেই!!! শুধু আমারই কাজ মানে অকাজ!! :)

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১১

বাকপ্রবাস বলেছেন: আমার ডিউটি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা, গাড়িতে উঠি ভোর ৫টায় আর বাসায় পৌছি সন্ধ্যা ৭টায়, কাজের ঠেলায় রান্না ঘুম এসব হয়না, তবে এর মাঝেও সাহিত্য মন, ফ্রিল্যান্স মন আছে, রান্নার মন। কতোকিছুতে মন চলে যায়। আমার কন্যারা আছে সবার উপরে তাদের সাথে ইমো মন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.