নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ছায়ার মতো

০৬ ই জুন, ২০২৪ সকাল ৯:৪৬

কোথাও কোন চিহ্ন নাই
আ‌মি খুঁ‌জে বেড়াই য‌দি খুঁ‌জে পাই
‌কোথাও বিন্দু য‌তি চিহ্ন নাই
য‌দি থে‌কে যায়, য‌দি রে‌খে যায়।

টেরও পাইনা কেমন ক‌রে ঋতু বদ‌লে যায়
কত ডিগ্রী তাপমাত্রায় পা‌খির পালক ঝ‌রে যায়
কত কিউ‌বিক যন্ত্রণায় জল শু‌কি‌য়ে যায়
ওস‌বের কোন মা‌নে হয়না কেন? কিছুই জানা নাই।

রিকশায় চোখ, নিউমার্কেট দুতলায়
ছড়া লেখার নোটবুক কল‌মের ডগায়
কোথাও পাইনা খুঁ‌জে, কোথাও কেউ নাই
আ‌মি জা‌নিনা কী খুঁ‌জে বেড়াই।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কত ডিগ্রী তাপমাত্রায় পা‌খির পালক ঝ‌রে যায়
কত কিউ‌বিক যন্ত্রণায় জল শু‌কি‌য়ে যায়


চমৎকার উপমা। মুগ্ধ হলাম কবিতায়।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১০:৫১

বাকপ্রবাস বলেছেন: গতরাতে একটা ব্যাপার হল, কবিতটা এমন ছিলনা, এটা গান লিখছিলাম, ফেবু ড্রাফ্ট এ হাফ লিখে খেতে বসলাম, ভাবলাম খেয়ে বাকীটা লিখব, খেতে খেতে লাইনটা মনে আসল, কত ডিগ্রী তাপমাত্রায় পাখীল পালক ঝরে যায়, সেটা গানের শেষ চরণ এর তিন নাম্বাল লাইন হবে। কিন্তু খাওয়ার পর দেখি ফেবুতে কিছুই নেই, খুব মন খারাপ হল, লিখাটা আরো ভালো ছিল কিন্তু আর লিখতে পারিনাই, আবার চেষ্টা করে এটা লিখেছি।

২| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:১৭

কালো যাদুকর বলেছেন: আপনার কবিতাতে একটি এলোমেলো ব্যাপার আছে, শাব্দিক অর্থে ও ভাবার্থে।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৭

বাকপ্রবাস বলেছেন: হুম..........সেটা আমিও বুঝি

৩| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল।

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৩৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বড়ভাই

৪| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৩৯

বাকপ্রবাস বলেছেন: এক ভল্ট ধন্যবাদ নেবেন আপু

৫| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৩

ডার্ক ম্যান বলেছেন: অসুন্দর নয় কবিতা।
দেশে আসছেন কবে নাকি এসে গেছেন?

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪০

বাকপ্রবাস বলেছেন: ১০ তারিখ রাতে ফ্লাইট, ১১ তারিখ বিকেলে ল্যান্ডিং মাঝখানে শারজার বাতাস খামু

৬| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: কালো যাদুকর বলেছেন: "আপনার কবিতাতে একটি এলোমেলো ব্যাপার আছে, শাব্দিক অর্থে ও ভাবার্থে"।
সেটা আপনিও যেমন বোঝেন, আমিও তেমন মনে করি।

১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৯

বাকপ্রবাস বলেছেন: জ্বি, আমিও সেটা জানি এবং অক্ষমতা স্বীকার করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.