নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

যা দিলাম, তা নিয়েই শান্তিতে থাকো

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯


তোমার সঙ্গে আমার
ছিল না, হবেও না আর।
তোমার পাঠা তোমার থাক,
আমার গরু আমার।
বোনাস দিলাম এক হাসিনা,
সেটাই নিয়ে থাকো।
যতই চেষ্টা দাঙ্গা লাগার,
সেটা হবে না কো।
সবই তোমার ভোটের হিসাব,
একাট্টা সব দল।
আমার দেশ অস্তিত্বের হিসাব,
একতা, এক বল।
আমরা মুসলিম, আমরা হিন্দু,
এক পাতেই খাই।
বিষফোড়াটা পালানোর পরে,
খুশির সীমা নাই।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

জেনারেশন৭১ বলেছেন:



তোমার পাঠা তোমার থাক, উট নিয়ে আমাদের কাজ কারবার।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬

বাকপ্রবাস বলেছেন: পাগলা ডোনাল্ডরে ক্ষমতায় আনলেন, প্রচুর উটের দুধ খাওয়াতে হবে তাকে, পাঠাই দিয়েন

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯

পুরানমানব বলেছেন: গুন্ডা মুজিবের প্রেতাত্মা সর্বত্রই রইয়াছে।
এবার ভারতের টোকাই লোরেন্দ্র মুতি হিমশিম খাইতাছে।
আর কুত্তালীগের জারজগুলান আফসোস করিতেছে।

ভালো লিখিয়াছেন।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭

বাকপ্রবাস বলেছেন: গুজব চালাইয়া কাজ হয়নাই, এবার আসতেসে দেশে সমঝোতা করার জন্য

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

শায়মা বলেছেন: ভাইয়া

তোমার কাব্য চর্চা চলছেই চলছে...... সব কিছুতেই মজা লাগে তোমার তাই না???


ঘাড় মট করে উঠলো কট করে বাঁকা হলো সেই কবিতা কখনই ভুলিনা আমি! :P

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯

বাকপ্রবাস বলেছেন: দোয়া করবেন, জেনারেশন৭১ আমারে উটের সাথে তুলনা করে, ওনার জন্যও দোয়া করবেন যাতে তুলনাটা আরেকটু উন্নত হয়

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:



কবিতা নয় এখন কঠিন গদ্য দরকার।
ক্ষুধার রাজ্যে পৃথিবীগদময়।
সারা দেশের মানুষ ক্ষুধার্ত।
তারা খাবার চায় ।
কবিতা নয়।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

বাকপ্রবাস বলেছেন: সারাদিন খাই খাই
এতো খাবার কই পাই
লুটে গেছে হাসিনা
টাকশালে টাকা নাই

দুইটা দিন যাক
খিদে তুলে রাখ
মরে গেলে খেতে হয়না
সেই আশায় থাক

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: জেনারশন ভাইয়া দোয়া প্রার্থনার বাইরে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো ভাইয়ুমনি!! :)

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২২

শায়মা বলেছেন: :P


ঠিক বলেছি না??

যাক অবশেষে তোমার দুঃখী মুখে হাসি ফুটলো! :)

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩০

বাকপ্রবাস বলেছেন: চাচায় চা চায়
চাচায় চেচায়
চাচায় কতো কিছু বলে
ওসবে রাগ করতে নাই।


শায়মা নামের অর্থ কী?
ChatGPT said:
ChatGPT
"শায়মা" (Shaima) একটি আরবি নাম, যা মূলত মুসলিম সংস্কৃতিতে ব্যবহৃত হয়। এই নামের অর্থ হলো:

ক্ষমাশীলতা বা দয়ালু হওয়া
সৌন্দর্য এবং মাধুর্য
তিল বা সৌন্দর্যের দাগ (কিছু ক্ষেত্রে সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়)
ইসলামিক ইতিহাসে "শায়মা" নামটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি নবী মুহাম্মদ (সা.)-এর দুধ-বোনের নাম ছিল।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: চ্যাট জিপিটির বুদ্ধি আছে। সবই ঠিক আছে তবে একটু ভুল আছে।


ক্ষমাশীলতা ও দয়ালু কথাটা নিয়ে একটু চিন্তায় পড়লাম! সব কিছুর ক্ষমা নাই কিন্তু আমার কাছে। মাঝেমাঝে হয়ত আছে পরিবেশ পরিস্থিতি ও মানুষের মানসিক অবস্থার কথা বিবেচনা করে। :)

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

বাকপ্রবাস বলেছেন: ক্ষমা যদি না করো করবনা ক্ষমা আমিও
মামা গেল শ্বশুর বাড়ি সাথে গেল মামিও
বিচার আচার শেষে
ঘরে ফিরে এসে
মামি হল জুলিয়েট মামা হল রুমিও

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে...

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

রাজীব নুর বলেছেন: বেশি।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩

বাকপ্রবাস বলেছেন: পরের বার কমায় দিব

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০

মেঘনা বলেছেন: দেশের ইতিহাস হয় ৫০ বছরে কিন্তু জাতির ইতিহাস হাজার বছরের। ফলে বাঙালি হিসেব তোমার সাথে আমার- ছিল, আছে, থাকবে।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩

বাকপ্রবাস বলেছেন: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালিকে ভাইঙ্গা দিসে ৩৬ জুলাই

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:২৬

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন: দোয়া করবেন, জেনারেশন৭১ আমারে উটের সাথে তুলনা করে, ওনার জন্যও দোয়া করবেন যাতে তুলনাটা আরেকটু উন্নত হয়

রাজাকার জেনারেশন৭১ -রে উটের মল মূত্র দিয়েন। উহা ওটা খাইতে-ই পছন্দ
করে। এই জন্যেই উহা বেহায়ার মত বার বার ফিরে আসে আর ব্লগারদের দুয়ারে
দুয়ারে দুর্গন্ধময় মল মূত্র খাওয়ার জন্য হাত পাতায়।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮

বাকপ্রবাস বলেছেন: মুরুব্বি মানুষ তায় মনে কষ্ট দিতে চাইনা।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪২

জিকোব্লগ বলেছেন:



১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: মুরুব্বি মানুষ তায় মনে কষ্ট দিতে চাইনা।

- খুনি হাসিনা, ফ্যাসিবাদী, জঙ্গী -সন্ত্রাসী আওয়ামীলীগের ল্যাসপেন্সার
অনেক মুরুব্বি আছে। এদের কে কি করা উচিত বলে আপনি মনে করেন ?

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯

বাকপ্রবাস বলেছেন: তারা ব্লগার মুরুব্বি নয়, তারা রাজনৈতিক মুরুব্বি, তাদের বিচার রাজনৈতিকতা দিয়ে হবে, ব্লগের বিচার আমরা সহনশীলতা দিয়ে করব। নানান মত ও পথকে সম্মান করব, মুরুব্বির হয়স হয়েছে, মানুষ এর বয়স বাড়লে এক হতে থাকে, এই দুনিয়ার যত আয়োজন সব হল যুব কেন্দ্রিক, বয়স বাড়লে এসব উপকরণ আর ব্যাবহার করা যায়না, তায় তাদের কথা বার্তা চাল চলন একটু কটু হলেও সইতে হবে, কারণ আমরাও দুদিন পর সেই পথ ধরব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.