নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাবর্তী মন

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩০

তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন
তোমাকে ছেড়ে যেতে কেন কেঁপেছিল বুক, বুঝি এখন।
সেইদিন জলে ভাসা চোখে বলেছিলে, "ছেড়ো না হাত"
আমার মনে সংশয়ে ভরা পারিবারিক উৎপাত।

বিচ্ছেদের গহ্বরে জন্ম নেওয়া ভ্রূণ শাখা-প্রশাখায় বৃক্ষ এখন
তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন।।

যন্ত্রণা তোমাকে দিয়ে সুখের পথ বেছে নিলাম
জীবন যেমন চেয়েছিলাম ঠিক সবই তেমনি পেলাম।
কোথাও কোনো অপূর্ণতা ফসকে যায়নি আঙুলের ফাঁক গলে
দুই দিনের বিরহ ঠিকঠাক মেনে নিলাম তোমাকে ভুলে।

পাহাড়ের চূড়ায় উঠে নাইতো আর পথ বাকী, উৎসে গন্তব্য এখন
তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন।।

রাখিনি তোমার খবর, প্রয়োজন না থাকার দায়
শত পূর্ণতায় মন তবু কী জানি কী, কিছু একটা নাই।
পয়সায় যায় না কেনা নিখাদ প্রেম, বিক্রি হয় না হাটে
কতো রং মাখলাম জীবনে, দেখা আর হলো না প্রেমের সাথে।

তুমি না এলে জীবনে জানা হতো না প্রেমের কী এক অদ্ভুত আকর্ষণ
তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন।।

নোট : এ আই দিয়ে এটার একটা গরীব অডিও ভার্সণ সংযুক্তি করা হল, শুনতে চাইলে এখানে ক্লিক করুন : Link

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সাইফুল ভাই

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: তোমাকে না বাসলে ভালো, গরীব থেকে যেত আমার মন।

বেশতো ভালবাসার কবির জীবনে পূর্ণতা এনে দিল।
কবি এখানে ভাগ্যবান।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

বাকপ্রবাস বলেছেন: এটা উল্টো দিক চিন্তা করে লিখা, এ আই ব্যাবহার করে ফিমেল কন্ঠে গানে রুপ দিয়েছি

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:




আরবে বাংগালীর সংখ্যা বাড়ছে, নাকি কমছে?

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

বাকপ্রবাস বলেছেন: আরবে বাংগালী আসতে থাকে, কাজ নাই তবুও আসে। কোনমতে একটা কাজ জুটাতে পারলে টিকটক ধরে, খুব মজায় আছে। বিশেষ করে খাদ্দামা ভিসায় যারা আসছে তারা লাগামহীন.................
...
উটের দুধ এখনো খেতে পারলামনা। সেটা নাকি চুলায় দিয়ে গরম করা যায়না, ফেটে যায়, তায় দোহন করে সরসারি খেতে হয়!!!

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:



ড: ইউনুসের প্রতি আস্হা কেমন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪০

বাকপ্রবাস বলেছেন: আস্থা নিম্নমুখি। ওনি পালাবেন কী করে সেটাই ভাবছি। যেভাবে এগুচ্ছে গৃহযুদ্ধ লাগার মতো। কোন ঐক্যমত নাই দেশে। তার জন্য বড় দায়ী বিএনপি জামাত। তারা গাইড করেনাই, ইউনুস কোথায় যাবে সে নিজেও জানেনা। অবস্থা এমন যে, সবাই জোর করে ইমাম বানিয়ে দিয়েছে, ইমাম সিজদায় গিয়ে সেখান থেকে পালালো। সবাই সিজদায় পড়ে আছে ইমাম কবে আল্লাহুআকবর বলবে। পরে দেখে ইমাম হাওয়া।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ভালো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ লইবেন ভাইযান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.