নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাবর্তী মন

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩০

তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন
তোমাকে ছেড়ে যেতে কেন কেঁপেছিল বুক, বুঝি এখন।
সেইদিন জলে ভাসা চোখে বলেছিলে, "ছেড়ো না হাত"
আমার মনে সংশয়ে ভরা পারিবারিক উৎপাত।

বিচ্ছেদের গহ্বরে জন্ম নেওয়া ভ্রূণ শাখা-প্রশাখায় বৃক্ষ এখন
তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন।।

যন্ত্রণা তোমাকে দিয়ে সুখের পথ বেছে নিলাম
জীবন যেমন চেয়েছিলাম ঠিক সবই তেমনি পেলাম।
কোথাও কোনো অপূর্ণতা ফসকে যায়নি আঙুলের ফাঁক গলে
দুই দিনের বিরহ ঠিকঠাক মেনে নিলাম তোমাকে ভুলে।

পাহাড়ের চূড়ায় উঠে নাইতো আর পথ বাকী, উৎসে গন্তব্য এখন
তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন।।

রাখিনি তোমার খবর, প্রয়োজন না থাকার দায়
শত পূর্ণতায় মন তবু কী জানি কী, কিছু একটা নাই।
পয়সায় যায় না কেনা নিখাদ প্রেম, বিক্রি হয় না হাটে
কতো রং মাখলাম জীবনে, দেখা আর হলো না প্রেমের সাথে।

তুমি না এলে জীবনে জানা হতো না প্রেমের কী এক অদ্ভুত আকর্ষণ
তোমাকে না বাসলে ভালো, গরিব থেকে যেতো আমার মন।।

নোট : এ আই দিয়ে এটার একটা গরীব অডিও ভার্সণ সংযুক্তি করা হল, শুনতে চাইলে এখানে ক্লিক করুন : Link

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সাইফুল ভাই

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: তোমাকে না বাসলে ভালো, গরীব থেকে যেত আমার মন।

বেশতো ভালবাসার কবির জীবনে পূর্ণতা এনে দিল।
কবি এখানে ভাগ্যবান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.