নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

একটু সহ্য করুন

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫


বাড়ছে বয়স, বাড়তে দিন,
আবোল-তাবোল বকতে দিন।
ঝগড়া করুক সবার সাথে,
সিদ্ধ আলু মাখতে দিন।

ভর্তা বানাক সব কিছু,
বিচিশুদ্ধ খাক লিচু।
মন যা চায় করতে দিন,
ল্যাঞ্জা লাগাক আগপিছু।

বাড়লে বয়স হয় একা,
খিটখিটে হয় হস্তরেখা।
চোখের পাওয়ার যায় কমে,
ঠাহর মেলে না দেখা।

বাড়ছে বয়স, বাড়তে দিন,
নিজের মতো থাকতে দিন।
উল্টো-পাল্টা যাহাই করুক,
আর দু’টো দিন করতে দিন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫১

নজসু বলেছেন:



বয়স বাড়লে চার্জ কমে না, বরং ফাইভ জি ইন্টারনেট স্পিড বাড়ে। কথা বলে বেশি, শোনে কম! সিদ্ধ আলুতে বোমা ফেললেও ভয় পায় না, আর ল্যাঞ্জা লাগানোর কেরামতি দেখে গোটা জাতির মুখ হাঁ! যেন হাই ভোল্টেজ কবিতার ভর্তা ঝাল-মিষ্টি-টক-নোনতা সব একসাথে। বাড়তে দিন বয়স, তাই বলে মোবাইলের মতো ব্যাটারি সেভ মোডে যেন না যায় জীবনটা! :D

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.