| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতি বলে, “কলা খাবো,”
কলা বলে, “হাতি!”
তা নিয়েই তো দুজনের
লাগল হাতা-হাতি।
বানর এলো শেষে,
বলল মুচকি হেসে—
“কি হলো গো? কিসের মাতামাতি?”
হাতি তোলে শুঁড়,
কলা বলে, “ধুর!”
ভয় করেনা চম্পা কলার নাতি।
পিষে দিলো যেই,
পা হারালো খেই,
হাতি-কলার অবশেষে করুন পরিণতি।
০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড়ভাই
২|
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল খুব করে
৩|
০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩
tofazzul বলেছেন: সুন্দর
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল খুব করে
৪|
০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: ব্লগ জিন্দা রাখার ব্যাপারে আপনার অবদান আছে
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর এবং মজার।