![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We know what we are but not what we may be
আজকে দেশে এমন কোন অবস্থা হয় নি যে দেশ থেকে ধর্ম উঠে যাচ্ছে। কাউকে মসজিদে যেতে মানা করা হচ্ছে না,নামাজ পড়তেও বাধা দেয়া হচ্ছে না। কোন নারীকে পর্দা করতেও নিষেধ করা হচ্ছে না। কোন মাজার শরীফ, কোন পীর,মাওলানা দের কেও ধরে নিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে না,তাদের কে মেরে ফেলা হচ্ছে না। কিংবা দেশ থেকে ইসলাম ধর্ম নিষিদ্ধ করা হচ্ছে না। তো আজকে হেফাজতে ইসলামের কেন এরকম আন্দলন চলছে। দেশ কে কেন তারা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? এত দাবি-দফা নিয়ে কেন তারা মাঠে নেমে আসছে? রাজাকার গুলো তাদের ঘৃণ্য অপরাধের শাস্তি পাবেই। সে যত বড় পীর-মাওলানা হোক না কেন অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে।
স্বীকার করি যে কিছু বিকৃত মস্তিকের মানুষ আমাদের মহান আল্লাহ্ তাআলা ও মহানবী (সাঃ) কে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত এনেছে চলমান আন্দলনকে পুঁজি করে। এর বাজে ব্যবহার অনেকে করছে। তাদের শাস্তি হোক। কিন্তু আরেকটা ব্যাপার হল যে নাস্তিক আগেও ছিল,এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্বাস অবিশ্বাস যার যার বাক্তিগত ব্যাপার। নাস্তিকতা ধর্মের দিক দিয়ে অনেক বড় অপরাধ কিন্তু আইনে এখনও এর কোন বিচার নেই বটে। কিন্তু সরকারের উচিৎ এমন এক ব্যবস্থা করা যাতে করে কোন মানুষই আর ধর্মের নামে বাজে কথা না লিখতে পারে। নিজের বিশ্বাস অবিশ্বাস গুলো নিজের কাছেই রাখা উচিৎ। জন সমকক্ষে বের করার কি প্রয়োজন। আপনি নাস্তিক ভালো কথা, কিন্তু যারা আস্তিক ,আপনারা কেন তাদের বিশ্বাস কে নিয়ে ঠাট্টা তামাসা করবেন?এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। করার মত জীবনে অনেক ভালো কাজ আছে। সেগুলো করুন। অসহায় দের সাহায্য করুন। যদি আপনারা কোন ধর্মেই বিশ্বাস না করেন তাহলে মানবতায় বিশ্বাস করুন।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
কলা পাতা বলেছেন: Ha r8, 2mar baf ma k gali dile to take mere har goro kore daw , rasol sa. K gali dile 2mar kicho mone hoy na na ? Mosolmanitto thik ache to ?
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মিথ্যুক আমি বলেছেন: সহমত। এত হুমকি হরতাল না দিয়ে তারা যদি সবাই মিলে দোষীদের শাস্তির জন্য এত মানুষ এক সাথে কয়েক রাকাত নফল নামাজ পড়তো তাহলে অন্তত নাস্তিক গুলা বুজত তারা ইসলামকে যেমন মনে করে ইসলাম আসলে তেমন না। নিজেদের কাজের জন্য নিজেরাই অনুসুচনা করত। হেফাজতে ইসলাম যত হামলা, ভাংচুর, হরতাল করবে নাস্তিকেরা তত ইসলামের বিশেদাগার করার সুযোগ পাবে এবং তাদের কাছে সেটাই যৌক্তিক মনে হবে।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সাদি আজাদ বলেছেন: ঠিক বলেছেন ভাই. এরা আসলে পসিটিভ চিন্তাভাবনা করতে পারছে না। কোন চেষ্টাই তো নাই। শুধু ধ্বংসাত্মক চিন্তাভাবনা।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মজার ব্যাপার হলো এদের উস্কানি দাতারা রাজনৈতিক কাজে এদের বলির পাঠা বানাচ্ছেন। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও তঁার উস্তাদ ফরহাদ মাজহার এখন ইসলামের ইজারাদার। এদের মতো মোনাফেকরা যদি ইসলামের ইজারাদার হয়, আর মাওলানারা যদি এদের কথায় নাচে তাহলে ইসলামকে এরা কোথায় নিয়ে যাবেন তা ভাবতে কষ্ট হয়।
Click This Link
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬
বোকা_ছেলে বলেছেন: দেশের জাতীয় মসজিদের গেট এ তালা, পুলিশ বলে এখানে নামাজ পরবেন না। প্রকাশ্যে দাড়ি টুপি পরা মানুষ দের পুলিশি নির্যাতন করা হয়।
দেশে ইসলাম বিরোধী আইন পাশ হয়। ইসলামের রাজনিতী নিষিদ্ধের কথা বলা হয়।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
বুড়া শাহরীয়ার বলেছেন: নাস্তিকতায় কোনো সমস্যা নয়া। কিন্তু তারা যখন আমার ধর্ম নিয়ে , রাসুল কে নিয়ে কুতসা লিখবে তখন এটা হয়ে যাই hate crime. আমি তার বিচার চাই।