![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি একদম নিজের, এক্কেবারে আপন...তাই-ই হয়ত থাকে to-do list এর এক্কেবারে শেষে !
টিভি খুলে মেজাজটা খারাপ হয়ে গেল। একে তো এত গভীর গর্ত ক্যান খোলা এটা এক প্রশ্ন, তার মধ্যে হাজার হাজার মানুষ, ফায়ার সার্ভিসকে গালি দিচ্ছে, তো নিজেরা চারদিকে পুকুর খুঁইড়া নাইমা যাক!! টিভি ক্যামেরাম্যান পারেনা ক্যামেরা নিয়া গর্তের মধ্যে ঢুইকা যায়। আমি নিউজ চ্যানেলের দোষ দিবনা। আমরা দেখি, তাই ওনারা মারামারি কইরা হইলেও দেখায়! আমাদের কী দরকার এত্ত LIVE দেখার??? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, লোকজন বের হচ্ছে, এটাও দেখি সেদিন লাইভ দেখাচ্ছে!! মামদোবাজির সীমা নাই???
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪
ইমরান আশফাক বলেছেন: এত এত চ্যানেল খোলা হলো এবং যে পরিমান টিভি রিপোর্টারের চাকুরে হলো তাদের তো কিছু একটা দেখাতে হবে চাকরী বাচাতে হলে। অত:এব জাতীয় ভর্তী পরিক্ষায় পরীক্ষার্থীদের আসা-যাওয়ার লাইভ দেখানো হচ্ছে এবং এটাই ওদের কাছে খুবই গুরুত্বপূর্ন ব্যাপার। এথেকে তাদের মান বুঝে নিন।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
সাদিয়া আহমেদ বলেছেন: হুম...
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
খেলাঘর বলেছেন:
জাতির অর্ধেক পাগল