নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিটিক্যাল শব্দ "জাতি" এইটা কি।

অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন।

স্বাধীন_০৮

আমি সারাদিন হাসি,খুব আনন্দ পেলেও হাসি,আবার খুব কষ্ট পেলেও হাসি।আদ্ভুদ এক লকুচুরি আমার আমির সাথে। মনের মাঝে খালি প্রশ্ন গুরে,ঝাটাইয়াও খেদাইতে পারিনা।আমার পেশা নাই তবে নেশা আছে।তারতোর জোড়াদিয়া কিছু একটা বানাইতে চেস্টা করি।আমার ক্রিয়েটিভিটর খেসারত সবসময় আমার ল্যাব পার্টনার দেয়।প্রতিবার কারেন্টের লাথি আর স্যার এর ঝাড়ি ভাল মানুষের মত শুনে যাই আমরা।

স্বাধীন_০৮ › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগ নিয়া অনেক আশা ছিল।কিন্তু লেবু বেশি কচলাইলে যেমন তিতা হয়,শাহাবাগ এর হইছে এই অবস্থা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

শাহাবাগ নিয়া অনেক আশা ছিল।কিন্তু লেবু বেশি কচলাইলে যেমন তিতা হয়,শাহাবাগ এর হইছে এই অবস্থা। সবাই রাজাকার এর বিচার চায় কিন্তু তা শুধু জামাতের কেন, আওযামীলিগ আর বিএনপির দলীয় রাজাকাররা কি যুদ্ধের সময় আংগুল চুসছে।আর এখন যদি ট্রাইবুনাল ফাসীর আদেশ দিতে পারে অথবা দিবে, আগে কেন দেয় নাই। জনমত এর চাপে যদি এখন ফাসি হয় তবে কি এইটা ফেয়ার বিচার হয়,নাকি আন্তর্যাতিক মন্ডলে এই বিচার কে কেউ ফেয়ার বিচার বলবে।(যুক্তি দিয়া বুঝেন আবেগ দিয়া না) জামাতকে আজকে কেন আরো আগেই ডলা দেয়া উচিত ছিল,কিন্তু আওয়ামীলিগ আথবা বিএনপি দুই দলই ক্ষমতার লোভে তাদের সাথে জোট করেছে।আওয়ামীলিগ কিসের বালের স্বাধীনতার সপক্ষের শক্তি,শেয়ার বাজার ধস,পদ্মা সেতু দুর্নীতি,সাগর রুনী হত্যা,হলমার্ক,ডেস্টিনী,বিশ্বজিত হত্যা এই গুলা কি অন্য কেউ করছে।



আমরা কেন এই ইস্যু গুলাতে এক হই নাই কিংবা এখন সোচ্চার হচ্চি না।



আমারা আমদের আসল উদ্দেশ্য থেকে দূরে গিয়া এখন ছগু হান্ড এন্ড ফাইট ,নাস্তিক আস্তিক এই সব নিয়া আছি। আপা আর ম্যাডাম দের মত বেলুন না উড়ায়া ঐটাকা একজন মুক্তিযোদ্ধার জন্য খরচ করলে বলতাম না আমরা আসলেই অন্যরকম আন্দোলন করছি।



আন্দোলোন হবে আন্দলনের মত,যেখানে দলের আগে দেশ হবে। জয় বাংলা জয় বাংলা কইয়া গলা ফাডায়া ফেললেও বাংলার জয় এই ভাবে হবে না।

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

আহলান বলেছেন: বাচ্চুর মতো চুনোপুটিকে ফাসি দিতে বেগ পেতে হয় না, কিন্তু কাদের এর মতো বড় রাজাকারকে ফাসি দিতে কেন আইন নতুন করে করতে হচ্ছে? .... ডাল মে বহুত কালা হ্যায় ......

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

স্বাধীন_০৮ বলেছেন: ভেজাল নয় পুরোটাই কালা হয়ে গেছে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

অামিও সুখী বলেছেন: ei kotha o rajakarer.....
tara sunle bolbe??????

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

স্বাধীন_০৮ বলেছেন: সুস্থ প্রতিবন্ধিদের জন্য অন্য রকম ব্যাবস্থা আছে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

বেবি বলেছেন: Agree

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

শার্লক বলেছেন: +++

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: সহমত

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

ওই চোরা বলেছেন: সহমত

তাদের উচিত ছিল মোম বাত্তি জালিয়ে সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলন অপ রাখা, ধাক্কাটা দিয়ে চুপ থাকা। আবাল নেতাগুলোর মাথায় ঘিলু নেই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

স্বাধীন_০৮ বলেছেন: আমরা হইলাম রক্ত গরম জাতি। শাহাবাগ এ গিয়া গলা ফাডাইয়া চিতকার কইরা গ্রাল ফ্রেন্ডের! কাছে গল্প মারব য়ুউ নো আজ আমি শাহাবাগ গিয়া সাউট করে গলা বসে গেছে য়ুউ নো।

অথচ সাত জন বীরশ্রেষ্ঠের নাম জিগাইলে য়ুউ নো য়ুউ নো করতে থাকবে

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

চাক বলেছেন: মত প্রকাশে সাবধান...উনাদের মতের মত না হইলে বলবে রাজাকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

স্বাধীন_০৮ বলেছেন: আমার যা মনে হইছে আমি বলছি। আর সুস্থ প্রতিবন্ধিদের জন্য অন্য রকম ব্যাবস্থা আছে।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

জীবন মাহমুদ বলেছেন: আমি ধর্মের নয় রাজাকারের ফাঁসী চাই । আমি লীগ বুঝিনা,বি এন পি বুঝিনা যারা রাজাকার সবার ফাঁসি চাই ।যারা নাস্তিকতার নামে ধর্মের কুত্‍সা করে আমাদের এই গনজাগরনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদেরও বিচার চাই ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

স্বাধীন_০৮ বলেছেন: সহমত

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

ভোলার ডাইরী বলেছেন: বাঙালী অতি আবেগী জাতি,
চিরদিন তলাবিহীন রুটির ঝুরিই থাকব আমরা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

স্বাধীন_০৮ বলেছেন: আবেগ নিয়া সমস্যা নাই এইটা নিয়া আমরা বরং গর্ব করতে পারি। আমাদের মত আবেগী মানুষ আছে বলেই এখনো চিরিয়াখানায় মানুষ রাখে নাই। কিন্তু আবেগ পুঝি করে যারা ফায়দা হাসিল করছে আমাদের তাদের রুখে দিতে হবে।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

আশরাফ উদ্দিন বলেছেন: আমি ধর্মের নয় রাজাকারের ফাঁসী চাই । আমি লীগ বুঝিনা,বি এন পি বুঝিনা যারা রাজাকার সবার ফাঁসি চাই ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

স্বাধীন_০৮ বলেছেন: সহমত

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

ওই চোরা বলেছেন: য়ুউ নো আজ আমি শাহাবাগ গিয়া সাউট করে গলা বসে গেছে য়ুউ নো।


=p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

স্বাধীন_০৮ বলেছেন: বাংলিশ পুলাপাইন এর ডংগি ভাষা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.