![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল আমেরিকায় কবর খানার জায়গা পাওয়া কঠিন। একজন তার শাশুড়ির জন্য কিৃসমাসে কবর খানার একটা প্লট কিনে উপহার দিলেন । পরের বছর কিৃসমাসে কোনো উপহার না পেয়ে শাশুড়ি জামাইকে জিগ্গেস করলেন, এবার যে কিছু আমায় দিলে না।
আপনি তো আগেরটা এখনও ব্যবহার করেননি।
২| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৯
এনটনি বলেছেন: আসবে। আমার ৫ মাস পরে এস.এম.এস আসছে
৩| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৮
বাবু বিসি বলেছেন: ভাই,
আমিও একই সমস্যায় আছি।
বাইকের নতুন নাম্বার প্লেট এর জন্য টাকা দিয়েছি প্রায় ২ মাস, কোনো খবর নাই।
৪| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৪
বাবু বিসি বলেছেন: মেশিন এন্ড টুলস বিভাগে একজন যোগাযোগ করতে বললেন। ই-ট্রাকিং নম্বর দিলে তারা বলতে পারবে শুনলাম। এই সপ্তাহে সময় করে যাবো একদিন ভাবছি.।
৫| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮
আহসানভাই বলেছেন: ভাই আমিও ২ মাস আগে টাকা জমা দিসি। আমার এক পরিচিত লোক বলসে মিনিমাম ৪ মাস লাগে sms ashte
৬| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩২
বাবু বিসি বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪
বিডি আইডল বলেছেন: এইখানে বিআরটির কেউ ব্লগিং করে না। আপ্নে ওদের অফিসে ফোন করেন।