![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন ও ভীতু
আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে ধর্ম কেবল আবেগের জায়গা। হয়তো বা এরই সুযোগে ধর্মকে পুঁজি করে চলছে রাজনীতির অপব্যবহার। পাশাপাশি এদেশের নিরক্ষরতা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য একটা বড় সুবিধার জায়গা। বলতে গেলে, ‘না চাইতেই জল।’ আর তাই তো প্রযুক্তির সদ্ব্যবহারের পাশাপাশি অপব্যবহারের ফল হিসেবে ফটোশপ এডিট করা ছবিও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে সাধারণ মানুষদের কাছে। এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক আমি নিজেই করেছি আমার পরিচিত কয়েকজন মানুষের সাথে। জানি লাভ হয়তো তেমন হয়নি। তবে, নিজে খুব হতাশ হয়েছি এটা ভেবে যে, চেতনা আমাদের বয়সী অনেক বন্ধুদের কাছে একটা তুচ্ছ বিষয়। তাদের মতে, দরকার কী এই বিচার করার? দরকার কী একজন কামেল মুরব্বি মানুষকে বিতর্কে টেনে আনার। হতাশ হই সত্যি। ইচ্ছে থেকে যাবে তাদের চেতনায় একটু আলো ফুটানোর।
২| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২
শফিকুল ইসলাম ৮সুজন বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং......