![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন ও ভীতু
মুখে গনত্রন্ত গনত্রন্ত বলে ফেনা তুললেও আমাদের প্রতেকের ভিতর বাস করে একনায়কতন্ত্র . শুধুই কি রাজনীতিবিদরা ? সাথে আমরাও একনায়কতন্ত্রের ধারক ও বাহক .
প্রেম ভালবাসার দিকে তাকালে দেখা যায় , প্রেমিক সব সময় চায় প্রেমিকা তার কথা মত চলুক , পক্ষান্তরে প্রেমিকাও চায় তার ভালবাসার মানুষ তার পছন্দমত জীবন যাপন করুক .
স্বামী চায় স্ত্রী তার মন মত চলুক , আবার স্ত্রী চায় স্বামী তার কথা মত উঠবস করুক.
তাহলে গণতন্ত্র কোথায়?কোথায় স্বাধীনতা ?
পরিবারে যে ছেলে উপার্জনক্ষম সে চায় সবাই তার সিধান্ত মেনে চলুক .অফিসার বস চায় তার এম্প্লয়রা তাকে হুজুর হুজুর করুক.
এলাকার বড় ভাই চায় তার কথামত সমাজ চলুক . মোড়ল চায়
সালিশে তার ফয়সালা সবাই মেনে নিক .
কোথাও বহুমতের কোনো তোয়াক্কা করা হয় না . অন্যের মতামতকে স্বাগত জানানো হয় না .
যেখানে সমাজের রন্ধে রন্ধে একনায়কতন্ত্রের চর্চা সেখানে জাতীয় জীবনে প্রকৃত গনত্রন্ত চর্চা হতে আরো অনেক পথ পাড়ি দিতে হবে !!
©somewhere in net ltd.