![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন ও ভীতু
দশ বছর বয়সী ছেলের দুই পা দড়ি দিয়ে বেঁধে ঝোলান। পা ছিল ওপরে। মাথা নিচে। এরপর লাঠি দিয়ে বেধড়ক পিটুনি। শিশুটির চিৎকার সহ্য করতে না পেরে পুলিশকে খবর দেয় ফ্ল্যাটের বাসিন্দারা। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। গ্রেপ্তার করে বাবাকে।
শিশুটির নাম মো. রাকিব। বাবা আবদুল হাকিম (৫৫)। রোববার রাত দেড়টার দিকে রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার হাকিমকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া নির্যাতিত শিশুটি আদালতের কাছে নির্যাতনের ঘটনার পুরো বিবরণ দিয়েছে।
হাকিম পেশায় রিকশাচালক। ওহাব কলোনি এলাকার মো. শহীদুল ইসলামের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। রাকিবকে নির্যাতনের ঘটনায় শিশুটির বাবার বিরুদ্ধে মামলা করেন শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম আদালত এলাকায় বলেন, 'তখন রাত বাজে ২টা। রাকিবের কান্নাকাটি-চিৎকার শুনতে পেয়ে সেখানে যাই। দেখি, রাকিবের পা ওপরে জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। মাথা ছিল নিচে। এ অবস্থায় রাকিবকে বেধড়ক পেটাচ্ছিলেন হাকিম। এ সময় রাকিবের মা উপস্থিত থাকলেও ভয়ে বাধা দিতে পারেননি। পরে বাধ্য হয়ে পুলিশে খবর দিই। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে।' শহীদুল বলেন, রাকিব মাঝেমধ্যে বাড়ি থেকে পালাত। এ নিয়ে তার বাবার মনে ক্ষোভ ছিল।
১০ ই মে, ২০১৬ সকাল ১০:৫৪
শফিকুল ইসলাম ৮সুজন বলেছেন: জাতি আজ পাষন্ড
২| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯
জায়েদ উল ইছলাম বলেছেন: অবশ্যই আছে তাই ত আমরা আমাদের বাচ্চা নিয়ে চিন্তিত..........। এই দেশ বাচ্চাদের জন্য মোটেও নিরাণয়...।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ।
শিশু সাইকোলজি বুঝার লোক কই! পিতারাও যেন আজ পাষন্ড! মায়েরা নিজ সন্তানকে খুন করছে??? আমরা কোথায় চলেছি????