নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের সাথে বদলে যাওয়া ইতিহাস আমাকে বড়ই বিভ্রান্ত করেছিল। আমাদেরর প্রজন্মের অনেকেই এই বিভ্রান্তির শিকার বলে আমার মনে হয়।

শফিকুল ইসলাম ৮সুজন

অতি সাধারন ও ভীতু

শফিকুল ইসলাম ৮সুজন › বিস্তারিত পোস্টঃ

তখন কি ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার ?

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১৯

মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে- প্রধানমন্ত্রী ২২/০৩/২০১৪
মদিনা সনদ ও কিছু কথা :
আসুন দেখি কি ছিল মদিনা সনদে ?
১. সনদপত্রে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ একটি সাধারণ জাতি গঠন করবে।
২. কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদীনা বা মদীনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরুপ সাহায্য-সহযোগীতা করতে পারবে না।
৩. মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না।
৪. মদিনার উপর যে কোন বহিরাক্রমণ কে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে। এবং সেই আক্রমণ কে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে।
৫. রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে।
৬. অসহায় ও দূর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে।
৭. সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদীনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে।
৮. কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে। তজ্জন্য অপরাধীর সম্প্রদায় কে দায়ী করা যাবে না।
৯. মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে।
১০. রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্র প্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক।
১১. মুহাম্মদ (সাঃ) এর অনুমতি ব্যতীত মদীনাবাসীগণ কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না।
১২. মুসলমানদের কেউ যদি ঘোর অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে। নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না।
১৩. ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে।
-উইকিপিডিয়া থেকে
অতএব দেশ চলবে আল্লাহ এবং রাসূল সা.-এর বিধান অনুযায়ী। বাংলাদেশ কি আল্লাহ এবং রাসূল সা.-এর আদর্শ অনুযায়ী চলে বা আওয়ামী লীগ কি চলে ? একদিকে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বললেও তিনি স্পষ্ট করেই ঘোষণা করেছেন, বাংলাদেশের কুরআন-সুন্নাহভিত্তিক কোনো আইন করা হবে না। তবে তার সরকার কুরআন-সুন্নাহ বিরোধী কোনো কাজও করবে না
নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে বা ইসলাম-বিদ্বেষী হিসেবে সমালোচনার মুখে আত্মরক্ষার জন্য তিনি কি ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.