নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের সাথে বদলে যাওয়া ইতিহাস আমাকে বড়ই বিভ্রান্ত করেছিল। আমাদেরর প্রজন্মের অনেকেই এই বিভ্রান্তির শিকার বলে আমার মনে হয়।

শফিকুল ইসলাম ৮সুজন

অতি সাধারন ও ভীতু

শফিকুল ইসলাম ৮সুজন › বিস্তারিত পোস্টঃ

ভারতের নদী শাসন

২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬

আমাদের সাথে উন্নত বিশ্বের একটি বেসিক পার্থক্য হচ্ছে আমরা নগদ লাভের আশা করি আর তারা দীর্ঘমেয়াদী লাভের কথা ভাবে -

বাংলাদেশের প্রায় ৫৫ টি নদী ভারত হয়ে প্রবাহিত হওয়ায় , ভারত প্রত্যেকটি নদীর ওপর বাঁধ দিয়ে নদী শাসন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সেচপ্রকল্প ও বিদ্যুত্ প্রকল্পের জন্য, কিন্তু ভারত আন্তর্জাতিক নদী শাসন নিয়মনীতির তোয়াক্কা না করেই একতরফা ভাবে গায়ের জোরে এই কাজটি করে যাচ্ছে -

এর ফলে গ্রীষ্মকালে আমাদের দেশে নদী দিয়ে পানি আসছে না , ওপারে ভারত পানি বন্ধ করে রাখায় ফসল নষ্ট হচ্ছে , পরিবেশের বিপর্যয় ঘটছে , আবার বর্ষাকালে পনি ছেড়ে দিয়ে দেশকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে -
প্রত্যেকটি নদীর ওপর ভারতের পূর্ণশাসন প্রতিষ্টা হলে গ্রীষ্মকালে দেশ মরুভূমিতে রূপ নিবে , আমরা আজীবনের জন্য বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব -

সরকারের ভারতপ্রীতি আছে , তাই বলে এই ইস্যুতে চুপ থাকা বা ভারতকে ছাড় দেয়া হবে আত্মহত্যার সমান , আর আমাদের উচিত নিজেদের ভিতর ভারতবিরোধী বা ভারতপ্রীতির শ্রেনীবিভাগ না করে অন্তত এই ইস্যুতে ভয়েস রাইজ করা , ভবিষৎ প্রজন্মের কথা ভেবে ন্যায্য অধিকার আদায় করে নেওয়া -

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: শুধু নদী কেন ভারত আমাদের সবদিক দিয়ে শাসন করে শেষ করে দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.