![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!
বিজয় দিবসের তোপধ্বনির মতো
একটানা ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙলো।
মনে হলো,
যেন নিজস্ব ভাষায়
অভিবাদন জানাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন..
অভিবাদনের তর্জমাঃ
অনেকটা এমন মনে হলো,
"শুভ দশম জাতীয় সংসদ নির্বাচন"
"দশম জাতীয় সংসদ নির্বাচনের শুভেচ্ছা নিন"
"নির্বাচন মোবারক"
খারাপ লাগে নাই!
ধন্যবাদ দিয়ে ফের লেপমুড়ি দিলাম।
ছুটির দিন বলে কথা,
ঘুম দেয়াই যায় একটু বেশি!
ও, ভাববেন না ভোটের দিন
ভোট ফাঁকি দিয়ে পরে পরে ঘুমুচ্ছি!!
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-সিইসির মতো
এই অধমেরও ‘ভোট নেই’!!!
দশম জাতীয় সংসদ নির্বাচন
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
ব্লগার রবিন বলেছেন: কতি ফারি না রে ভাই!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬
ইউরো-বাংলা বলেছেন: গনতন্ত্র ও বাকশাল একসাথে চলতে পারে না। গনতন্ত্র হত্যা করে অবৈধ ক্ষমতাবাজদের দেখতে চাই না।
বিয়ে বহির্ভুত সন্তান যদি জারজ হয়, নির্বাচন বহির্ভুত এমপি'রা তাহলে কি ?