নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেবার মতো বিশেষ কিছু নেই। আপাতত দু\'পেয়ে জীব মাত্র। মানুষ হতে পারলে জানবো ক্ষণ..

ব্লগার রবিন

খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!

ব্লগার রবিন › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনঃ T20 বিশ্বকাপ থিম সং

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৯

বন্ধুবরের সহিত T20 বিশ্বকাপের মিউজিক ভিডিও দেখিতেছিলাম।

ভিডিও খানা শেষ হইয়া যাইবার পরও কারো মুখে রা নাই!



বিব্রতকর নীরবতা ভাঙ্গিয়া বন্ধুবর কহিলেন,

এইক্ষণে গ্রামীণবনগুলি উজাড় হইবার কুফল বুঝিতে পারিলাম।



সুধাইলাম,

কিরূপ? কিরূপ??

রহস্য না করিয়া ভাঙ্গিয়া কহো..



অতঃপর মিটিমিটি হাসিয়া বন্ধুবর কহিলেন,

গ্রাম কে গ্রাম বনজঙ্গল - গাছপালা বিলুপ্ত হওয়ায়,

শাখামৃগের ঝাঁক সব দল বাঁধিয়া আসিয়াছে ঢাকায়।

শহরে এই সময়ে সার্কাসেরও তেমন চল না থাকায়,

উহারা এখন মিউজিক ভিডিও বানায় - নাচে - গায়।

দেশ গ্রামে যাহাকে বাঁদরনাচ বলি, বলি বাঁদরের কিচিমিচি,

উহাই মিউজিক ভিডিওরূপে তোমাদের গিলাইতেছে মিছিমিছি।



বন্ধুবরের কথা শুনিয়া ঢোঁক গিলিলাম।

তৎক্ষণাৎ বন্ধুবর এক হাতা পানি গড়াইয়া তাহা এক হাতে ধরাইয়া;

কহিলেন, এই লহ - পান করো! গিলিতে সহজ হইবে উহা খাইয়া!!!



গুরুচণ্ডালী কথোপকথন - সকলের নাহি সহে অমৃতে অবগাহন।





কথোপকথনঃ T20 বিশ্বকাপ থিম সং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

ডক্টর লেকটার বলেছেন: এইডা বানাইছে কেডা? পেয়ারটেলের এড যারা বানায় তারা নাকি?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

ব্লগার রবিন বলেছেন: না, শুনলাম বন্য ফুয়াদ এন্ড কোং বানাইছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.