নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেবার মতো বিশেষ কিছু নেই। আপাতত দু\'পেয়ে জীব মাত্র। মানুষ হতে পারলে জানবো ক্ষণ..

ব্লগার রবিন

খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!

ব্লগার রবিন › বিস্তারিত পোস্টঃ

শকিং পিচ্চি

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

বাসায় পিচ্চি খালাতো ভাইটি বেড়াতে এসেছে।



একটু আগে কোত্থেকে হঠাৎ আদুল গায়ে ছুটে এসে বলল,

"ভাইয়া, দেখো দেখো! আমি টেংটু!! হি হি হি.. খি খি খি... খু খু খু...."



কোনমতে তার দুকূল ছাপানো হাসি থামলে জিজ্ঞেস করি,

"কিন্তু ভাইয়া তুমি তো প্যান্ট পড়ে আছ, তুমি তো নেংটু নেই!!"



সে চরম বিরক্ত একটা মুখভঙ্গি নিয়ে বলল, "নেংটু না তো! টেংটু টেংটু!!"



অসহায়ের মতো বললাম, "বুঝি নাই.. ভাইয়া!!"



সে বলে, "উফফ.. তুমি কি বোকা!!"



খোকার মুখে বোকা গাল শুনে একটু সাকা সাকা অনুভূতি হচ্ছিল।

সেই মুহুর্তে ধরাস করে পরনের প্যান্টটাও খুলে পিচ্চি সাকা থেকে পুরাই স্পীকার বানায় দিলো।



খুব বিরক্তমুখে পিচ্চি বলল,

"প্যান্ট না থাকলে নেংটু আর শার্ট না থাকলে টেংটু! তুমি তো কিসসু জানো না!!"



প্যান্টটা এবার একটানে তুলে পিচ্চি বলে,

"এতক্ষণ নেংটু ছিলাম, এখন আবার টেংটু হইছি! বুঝছো?!"



অবাক হইয়া মাথা নাড়াইয়া হ্যাঁ বললাম!

ভাবতেছিলাম নার্সারির পুলাপাইন এত বিটলা হইছে ক্যামনে?!



এরপরের কথায় তো ডাইরেক্ট মার্ডার হইয়া গেলাম!



পিচ্চি গম্ভীর গলায় বয়ান দিল,

"ইসস.. তুমি তো দেখি কিসসু জানো না!! এজন্যই তো তোমার বিয়া হয় না!!!"



এই বইলা যেমনে ফুড়ুত করে আসছিল, ঠিক তেমনে ফুড়ুত করে চলে গেল।

প্রথমে সাকা, এরপর স্পীকার আর সবশেষে মার্ডার হইয়া পইড়া রইলাম - এই নিঠুর দুনিয়ায়..



শেষমেশ, নার্সারির পুলার হাতে মার্ডার হইলাম..

এই আফসোস করতে করতে নিজের কাজে মন দিলাম!





শকিং পিচ্চি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ রাত ৮:১৩

বাংলাদেশী দালাল বলেছেন: হা হা হা হা।

১৩ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

ব্লগার রবিন বলেছেন: ;) :P

২| ১৩ ই মে, ২০১৪ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমে সাকা, এরপর স্পীকার আর সবশেষে মার্ডার হইয়া পইড়া রইলাম - এই নিঠুর দুনিয়ায়.. =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

দারুন জিনিয়াস পিচকিতো!!!!

সামনে না জানি আরও কি কি শিখায় ;)

১৩ ই মে, ২০১৪ রাত ১০:২৫

ব্লগার রবিন বলেছেন: এই পুচকিগুলি এত অ্যাডভান্স! ভয়েই থাকি - কখন আবার কি নিয়া ধরা খাওয়ায় দেয়! ;)

৩| ১৩ ই মে, ২০১৪ রাত ৯:৩৬

বনসাই বলেছেন: আজ বিকালে বৃষ্টির আগে আগে ছাদে গিয়েছিলাম অনেক দিন পর। কিছু মহিলা, তরুনী আর কিশোরীদের জম্পেস আড্ডা চলছে। কোত্থেকে এক শকিং পিচ্চি এসে বলল--- কী বলল; বুঝতে পারলাম না তবে দেখালো তার জিনিস। আমি কিছু বলছি না দেখে বার বার একই কথা বলছে আর দেখাচ্ছে। মহা মুসিবত /:) এতো জন নারীর সামনে এ কোন আপদে পড়্লাম! সকলে তাকিয়ে আছে এ দিকে। সম্মান নিয়ে উদ্ধার পাবো কি না বুঝতে পারলাম না। তবে উদ্ধার করলেন ওর দাদী, গতমাসে খতনা হয়েছে আড়াই বছরের ছেলেটির। সেটাই দেখাচ্ছিল যে সে মুসলমান হয়েছে।

ভাগ্যিস সেটুকুতেই থেমেছিল, অন্য কিছু দেখতে চাইলে তো মার্ডার হয়ে যেতাম :P

১৩ ই মে, ২০১৪ রাত ১০:২৯

ব্লগার রবিন বলেছেন: সবাই শকড, পিচ্চি রকস!

এত বুদ্ধি দেইখাই রাইতে এরা ঘুমায় না!! ম্যালা জ্বালায়!!! সকালে দেখি খালাতো ভাইটা বালিশের নীচে মাথা দিয়ে ঘুমুচ্ছে... কবে যেন দেখি খাটের নীচে গিয়ে ঘুমুচ্ছে...... ;)

৪| ১৪ ই মে, ২০১৪ রাত ১:৪০

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: লূল পুলাপান :D

১৪ ই মে, ২০১৪ রাত ২:০২

ব্লগার রবিন বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.