নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে সংখ্যালঘু বলে গালি দিবনে না আমাকে সনাতনী হতে অনুপ্রানিত করুন । ধন্যবাদ ।

সাগর কর্মকার

আমি স্বাধীনতা চাই ।

সাগর কর্মকার › বিস্তারিত পোস্টঃ

ইসলামের স্বরুপ প্রথম খন্ড রাধেশ্যাম ব্রহ্মচারী Islamer Swarup Part 1 Radheshyam Bramhacariya

০৩ রা মে, ২০১৭ রাত ১০:০৮

কি দেখলাম সত্য কি আসলেই ফাস হচ্ছে ?
ইসলামের স্বরুপ প্রথম খন্ড রাধেশ্যাম ব্রহ্মচারী Islamer Swarup Part 1 Radheshyam Bramhacariya

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:৫১

কানিজ রিনা বলেছেন: যাহা বলিয়াছেন সত্য বলিয়াছেন সত্য বৈই
মিথ্যা নয়। তয় মাকালির গলায় কাটা মাথা
এখনও ক্যান ঝুলাইয়া রাখা হয় বলিতে
পারিবেন। প্রাচীন ভারতে মূর্তীর সামনে
কেন যূবক ছেলে বলি দেওয়া হইত বলিতে
পারিবেন? মাত্র ১৫০ বছর আগেও সতীনারী
মড়া স্বামীর সাথে জীবন্ত পুড়ানো হইত বলিতে
পারিবেন?
এই রকম অসংখ্য নিঃসংশ রীতি নীতি
মুসলমান শাসকরা পরিবর্তন এনেছিল।
আপনি এক কাজ করিতে পারেন।
ঋগবেদ যজুরবেদ সামবেদ অথর্বেদে পড়িয়া
দেখুন কোথায়ও মূর্তীর সামনে নরবলি আর
জীবন্ত সতী দগ্ধ করার কথা বলা আছে
কিনা।

০৬ ই মে, ২০১৭ রাত ১:১১

সাগর কর্মকার বলেছেন: উত্তর তো অাপনিই দিলেন যে বেদে এইসব নাই তাহলে আর আমি কি বলিব ।
ধন্যবাদ
হরে কৃষ্ণ ।

০৬ ই মে, ২০১৭ রাত ১:২১

সাগর কর্মকার বলেছেন: তবে হ্যা মা কালির মাথায় কাটা মাথা গুলো অসুরের প্রতিক অার এটা অাপনি চন্ডি পুরান থেকে জানতে পারবেন ।

২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:২০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: বেটা জা বলেছে তা শুনে মনে হয় ইস্ট ইন্ডিয়া তাদের জন্য ভাল ছিল ।

০৬ ই মে, ২০১৭ রাত ১:১৫

সাগর কর্মকার বলেছেন: কি ভাল ছিলনা সেটা পরিষ্কার বুঝিলাম ।
ধন্যবাদ হরে কৃষ্ণ ।

৩| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪৮

হাফিজ রাহমান বলেছেন: একটু সময় নিয়ে হলেও উপস্থাপক মহোদয়ের পূর্ণ বক্তটি শুনলাম। বস্তুত উপস্থাপক দাদা অসত্য, ঈর্ষাকতর এবং একরৈখিক উপস্থাপনায় ইসলাম ও মুসলিমদের মাতাত্ম্যটাই তুলে ধরেছেন। এ কারণে তাকে একটুখানি ধন্যবাদ দিতেই হয়। তিনি ভরাট গলায় ইসলামকে টপ লেভেলে তুলে ধরেছেন। এতে যে কোনো বিধর্মীই ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে। ফলে হিতে বিপরীত হতে কতক্ষণ। তবে লেখক বা উপস্থাপক এখানে তথ্যবিকৃতির ব্যাপক শোডাউন করেছেন। পূর্বাপর ও প্রেক্ষাপটকে বিবেচনায় না নিয়ে খণ্ডিত অংশকে ইসলামের দর্শন হিসেবে তুলে ধরেছেন। তবে ইসলামের মহত্ত্বের ধারক আশা জাগানিয়া অনেক তথ্য-উপাত্ত উঠে এসেছে উপস্থাপকের উপস্থাপনায়। তবে দাদা ! তথ্যবিভ্রাট করে নয় নিরেট সত্য ইতিহাসের আলোকে আপনাদের সনাতনী ধর্মটা সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। সময় নিয়ে সে তথ্যগুলো সম্বন্ধেও ধারণা লাভ করুন। তবে জড়তা কেটে যাবে। ভাল থাকুন।

০৬ ই মে, ২০১৭ রাত ১:১৬

সাগর কর্মকার বলেছেন: তা দাদা কোন কোন তথ্য এর বিকৃতি ঘটেছে ??

৪| ০৬ ই মে, ২০১৭ রাত ৩:৫৮

সৌমিক আহমেদ খান বলেছেন: হুজি এবং আরএসএস একসাথে দেশে ঢুকসে
খবর হবে

১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:০৮

সাগর কর্মকার বলেছেন: আচ্ছা আচ্ছা তাই নাকি !!

৫| ১৮ ই মে, ২০১৭ রাত ১০:১৯

হাফিজ রাহমান বলেছেন: দাদা ! তথ্য বিকৃতির ফিরিস্তি তুলে ধরলে বিতর্কে অংশগ্রহণ করবেন তো ! কথা দিন।

২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১৬

সাগর কর্মকার বলেছেন: প্রমাণ করুন দাদা , আমিতো সত্য জানতে চাই ।

৬| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৮

হাফিজ রাহমান বলেছেন: জি দাদা, আপনার সত্যাগ্রহে আমি আপ্লুত। সময় সুযোগ হলে আপনাকে কিছু কথা বলবো। শুভকামনা থাকল।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

সাগর কর্মকার বলেছেন: অবশ্যই যুক্তিতেই মুক্তি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.