নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আল্লাহ আমাদের সকল গুনাহ সমূহ মাফ করে দিন,আমীন

[

এম আবু জাফর

হে যুবক নামাজ পড়, রোজা রাখ, আল্লাহ আল্লাহ জিকির কর, নবী (দঃ) র উপর দরুদ পড়, মাতৃভুমি শান্ত কর।।০০০০ ছোহবত হচ্ছে আমাদের তরিক্বতের একটি অনন্য বৈশিষ্ট্য। পীরের ছোহবতে শয়তান কুমন্ত্রনা দিতে পারেনা এবং রুহানী উন্নতি হয়। সেজন্য বিশেষ করে যারা নূতন তরিক্বতপন্থী, তারা ঘন ঘন ছোহবতে আসা প্রয়োজন।০০০০০ফরমাইয়াছেন,পীর ছাহেব, কাগতীয়া গাউসুল আজম আলীয়া দরবার শরীফ০০০

এম আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের ডিকশনারিতে ১০ টি শব্দের ব্যাখ্যা দেখুন

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

। [১] বুখারি শরিফ - জিহাদি বই ।



[২] পাঞ্জাবি পাজামা - জঙ্ঘি লেবাস ।



৩] পবিত্র কুরান - মধ্যযুগীয় সংবিধান ।



[৪] দোয়া দুরুদ - গোপন বৈঠক ।



৫] মাদ্রাসা - জঙ্ঘি তৈরির কারখানা ।



[৬] হিজাব - কুত্সিত চাহারা ঢাকার বস্ত্র



[৭] ঈমান - ধর্মান্ধতা ।



[৮] সততা - মিথ্যাচার



[৯] মিথ্যাচার - মুক্তিযুদ্ধের চেতনা ।



[১০] সংবিধান - কুরানের থেকে পবিত্র ।

মন্তব্য ২৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++ :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

এম আবু জাফর বলেছেন: আরও জানা থাকলে শেয়ার করুন।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

মদন বলেছেন: :)

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

হুমায়ুন তোরাব বলেছেন: +++++++++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

এম আবু জাফর বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

ববিজী বলেছেন: সহমত।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: এ জন্যই মুসলিম আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

ফাহীম দেওয়ান বলেছেন: একজন খাটি মুসলমান নয়, বরং একজন মুসলমানের লেবাস পড়া ভন্ড ই পারে আর একজন মুসলমান কে নিজের ইচ্ছা মতো নাস্তিক, মুরতাদ, ধর্ম বিরোধী বলতে। আসলে সে এই ধর্মীয় লেবাস পড়ে শুধু নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়। আর এই জন্য ধর্মের অবমাননা করতেও সে পিছপা হয়না। এরাই প্রকৃত মোনাফেক, ধর্মের অবমাননা কারী।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

এম আবু জাফর বলেছেন: মনের খবর জানব কি করে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

এই আমি সেই আমি বলেছেন: গাড়ি পুড়ানো --------------------------- ইসলাম কায়েম
ট্রেন লাইন উপড়ানো -------------------- ইসলাম কায়েম
মানুষ মারা -------------------------------- ইসলাম কায়েম
বিদ্যুৎ কেন্দ্র পুরানো---------------------- ইসলাম কায়েম
ঔষধের কারখানা পুড়ানো -------------------ইসলাম কায়েম

সব হালাল , সব জায়েজ ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

কাউন্টার হেজিমনি বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

এম আবু জাফর বলেছেন: ধন্যবাদ

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

জ্যাক রুশো বলেছেন: ৬ এবং ৭ নং কমেন্টে ++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

এম আবু জাফর বলেছেন: ধন্যবাদ

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

অরিয়ন বলেছেন: +++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

এম আবু জাফর বলেছেন: ধন্যবাদ

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

amhabib বলেছেন: চরম হইছে

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

এম আবু জাফর বলেছেন: ধন্যবাদ

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

মাসুম বাবু বলেছেন: মিথ্যা দিয়ে ইসলাম কায়েম হয় না রে আবু জাফড়া, সত্য কথা বলতে শেখ, গ্রামের মূর্খদের মত চিন্তা চেতনা থেকে বের হয়ে আলোর দুনিয়ায় আয়, চান্দের দেশে সাঈদিরে দৈনিক দেখা যাবে না, মসজিদের মাইকে মিথ্যা কথা বলে লোকজদের মদন বানাতে বারবার পারবি না।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

এম আবু জাফর বলেছেন: মিথ্যার আশ্রয় কারা নিয়েছে চোখ বন্দকরে ভেবে দেখুন,জনাব।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

আশিকুর রহমান ১ বলেছেন: ধূর মিয়া! বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ইজারাদার, চেতনাধারী দেশপ্রেমিকে ভর্তি বাংলাদেশ আমলীগ হইলো দেশের একমাত্র খাঁটি ইসলামী দল এবং ফরিদ মাসউদ হইলো দেশের একমাত্র খাঁটি আলেম। বাকী যা আছে সব ভন্ড, জঙ্গি এবং চেতনা বিরোধী।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১

এম আবু জাফর বলেছেন: আর সরকার হইল.।.।।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: ফেইসবুকে আগে দেখেছি।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৪

বোকা_ছেলে বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: ধূর মিয়া! বাংলাদেশের
স্বাধীনতার একমাত্র ইজারাদার,
চেতনাধারী দেশপ্রেমিকে ভর্তি বাংলাদেশ আমলীগ
হইলো দেশের একমাত্র খাঁটি ইসলামী দল এবং ফরিদ
মাসউদ হইলো দেশের একমাত্র খাঁটি আলেম।
বাকী যা আছে সব ভন্ড, জঙ্গি এবং চেতনা বিরোধী।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮

লেজ কাটা শেয়াল বলেছেন: Cmnt6- rajiber janaja porar por o iman thake?
Sei sorkarke support dile iman thakbe? je kuraner birodi ain pronoyon kore?
Cmnt7- kaferderke bekayday felar jonno nobi.s.&sahabira totkalin somvabbo sokol kaj korecen, even dore dore kotol korecen!
Ajad&rajiber hottakari sowaber vagidar.
Muslimrai tren, biddut, mondirer sohingsota korece kemne janen?
Muslimra ugro bole?
Bd er muslimra jodi ugro hoto tobe ekhaner sonkhalogu hindu polapain aj islamer kotukti korar sahos petona!

১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

ধীবর বলেছেন: স্বাধীনতার পর যে সব রামপন্থি বামদের ইন্ধনে বঙ্গবন্ধু বিভ্রান্ত হয়েছিলেন, তার কন্যা ওই একই মহলের হাতে নাচছেন। স্বাধীনতার পর ইসলাম নামের উপর যে ধরণের শুদ্ধি অভিযান চলেছিল, তার নজিত একমাত্র আতাতুর্কের তুরস্কের সাথেই তুলনা চলে। তারা কবি নজরুল ইসলাম কলেজের নামটূকু পালটিয়ে করে দিয়েছিল কবি নজরুল কলেজ। ইসলাম নিয়ে যাদের এলার্জি আছে, তাদের স্থান বাংলাদেশে হতে পারে না।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

vorer pakhi বলেছেন: এভাবে তারা বারবার পার পেয়ে জেতে পারবেনা ।এবার জনগন তাদের ভোটের মাধ্যমে জবাব দিবে ।চুরান্ত পরাজয় ঘটবে ।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩

লেজ কাটা শেয়াল বলেছেন: 17,18(y)

২০| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

রায়হান কবির শোভন বলেছেন: +++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.