নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আল্লাহ আমাদের সকল গুনাহ সমূহ মাফ করে দিন,আমীন

[

এম আবু জাফর

হে যুবক নামাজ পড়, রোজা রাখ, আল্লাহ আল্লাহ জিকির কর, নবী (দঃ) র উপর দরুদ পড়, মাতৃভুমি শান্ত কর।।০০০০ ছোহবত হচ্ছে আমাদের তরিক্বতের একটি অনন্য বৈশিষ্ট্য। পীরের ছোহবতে শয়তান কুমন্ত্রনা দিতে পারেনা এবং রুহানী উন্নতি হয়। সেজন্য বিশেষ করে যারা নূতন তরিক্বতপন্থী, তারা ঘন ঘন ছোহবতে আসা প্রয়োজন।০০০০০ফরমাইয়াছেন,পীর ছাহেব, কাগতীয়া গাউসুল আজম আলীয়া দরবার শরীফ০০০

এম আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

মুন্নি সাহা তোমার বেয়াদপির সীমা থাকা উচিৎ.

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

A T N টেলিভিশনে সাক্ষতকার দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এম এ হামিদ, মুন্নি সাহা যেন তার থেকেও বেশী সম্নানী,

এমন বেয়াদপের কাছে সাক্ষতকার নাদিলে উনার কি ক্ষতি হত। ২২/০৪/২০১৩ ইং টি ভি থেকে তোলা.

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

পাকাচুল বলেছেন: আমি এই সাক্ষাৎকারটা দেখেছি।

২২/৪/২০১৩ তারিখে টিভি থেকে তুলেছেন ভালো কথা, কিন্তু সাক্ষাৎকারটা ২০১১ সালে নেওয়া। অনুষ্ঠান চলাকালীন সময়ে সেটা লিখে দেওয়া ছিলো। আপনি মনে হয় খেয়াল করেন নাই।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

এম আবু জাফর বলেছেন: আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানটি দেখার সময় মাথা খুব গরম ছিল। তাই হয়ত খেয়াল করি নাই। তারপরেও উনি তখন মহান সংসদের একজন সন্মানিত স্পীকার।

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

মোহাম্মদ হারুন বলেছেন: কিছু মনে করবেননা, কোন বির্তক বা কারো পক্ষ নিয়ে আমি নিন্ম প্রশ্ননটি করতেছিনা,

যাষ্ট জানতে চাচ্ছি,

এখানে বেয়াদবীর কি দেখলেন বুঝতে পারতছিনা, দয়া করে একটি বুঝিয়ে দিবেনা কি?

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

এম আবু জাফর বলেছেন: ছবিটার দিকে ভালভাবে লক্ষ্য করুন।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

পাকাচুল বলেছেন: এতো সামান্যতে মাথা গরম করলে চলবে? সামনে নির্বাচন আসছে, এইসময় সবার মাথা ঠান্ডা রাখতে হবে।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

অ্যামাটার বলেছেন: সাক্ষাতকারটা যখনকারই হোক, তাতে মুন্নিসাহার সাফাই গাওয়ার সুযোগ নাই। চুন্নি সাহা চরম বেয়াদব এক মহিলা।
এইটা সম্ভবত ওর ন্যাচা্রাল এক্সপ্রেশন না, কেবলমাত্র শোঅফ করার জন্যই এভাবে বসেছে।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

এম আবু জাফর বলেছেন: সাক্ষাতকারটা যখনকারই হোক, তাতে মুন্নিসাহার সাফাই গাওয়ার সুযোগ নাই।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

দূর্যোধন বলেছেন: বাংলাদেশে এমন একটা অসভ্য সাংবাদিক থাকতে পারে - না দেখলে কারোই বিশ্বাসই হবে না ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১

আহসান২২ বলেছেন: magi ekta.

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

মোহাম্মদ হারুন বলেছেন: আপনি হয়তো বলতে চেয়েছেন,
মুন্নিসাহা পা তুলে বসেছে তা বেয়াদবি,

আপনি ঠিক বলেছেন, পা তুলে বসা দেখতে আমাদের চোখে বেয়াদবী,

সত্তি অবাক হয় আমাদের আমাদের দেশে মানুষ গুলোর জ্ঞানের বাহার দেখে।

পা তুলে বসেছে তায় মুন্নী মত একজন সাংবাদিক কে আমরা বেয়াদব বলি,


কিন্তু নিজের দিকে থাকাচ্ছিনা, আমাদের অবস্থান কোথায়



একজন সিনিয়র সাংবাদিকে দেশের একটি শীর্ষ ব্লগে বুক উচু করে বেয়াদব বলে যাচ্ছি, তা কি আমাদের বেয়াদবি নয়,

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

অচিন.... বলেছেন: খাইস্টা একটা X(( X(( X(( X((

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

মোহাম্মদ হারুন বলেছেন: আপনি হয়তো বলতে চেয়েছেন,
মুন্নিসাহা পা তুলে বসেছে তা বেয়াদবি,

আপনি ঠিক বলেছেন, পা তুলে বসা দেখতে আমাদের চোখে বেয়াদবী,

সত্তি অবাক হয় আমাদের আমাদের দেশে মানুষ গুলোর জ্ঞানের বাহার দেখে।

পা তুলে বসেছে তায় মুন্নী মত একজন সাংবাদিক কে আমরা বেয়াদব বলি,


কিন্তু নিজের দিকে থাকাচ্ছিনা, আমাদের অবস্থান কোথায়



একজন সিনিয়র সাংবাদিকে দেশের একটি শীর্ষ ব্লগে বুক উচু করে বেয়াদব বলে যাচ্ছি, শুধুমাত্র পা তুলে বাসার জন্য, তা কি আমাদের তার চেয়ে বেশী বেয়াদবি নয়?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

এম আবু জাফর বলেছেন: এই মাত্র গোপন সুত্রে জানতে পেলাম, তিনি ইচ্ছা করে পাতুলে বসেননি। তার প্যান্টের বিশেষ জায়গায় সেলাই খুলে গেছিল,তাই বাধ্য হয়ে .......।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: মুন্নী সাহা অতি জঘন্য সাংবাদিক বুঝলাম আর মানিও..........কিন্তু

এক পায়ের উপ্রে আরেক পা তুলে কারো সাক্ষাতকার নেওয়াটা বা কথা বলাটা যে বেয়াদবী.......সেটা আপ্নাকে কে শিখিয়েছে....... X(( X(( X(( X((

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

এম আবু জাফর বলেছেন: এই মাত্র গোপন সুত্রে জানতে পেলাম, তিনি ইচ্ছা করে পাতুলে বসেননি। তার প্যান্টের বিশেষ জায়গায় সেলাই খুলে গেছিল,তাই বাধ্য হয়ে .......।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

মোমের মানুষ বলেছেন: একজন স্পীকারের সমানে এভাবে বসতে পারল এই বেয়াদপটা! ঠাসাইয়া একটা চড় মারতে ইচ্ছে করতে আছে

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫

সুইট টর্চার বলেছেন: এই হিজরাটা এত সাহস পায় কোথা থেকে?

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫১

নীলনদ বলেছেন: সেলুনে গেলে অস্ত্র কিন্তু থাকে নাপিতের হাতে। সেলুনের চেয়ারে রাজা বসলেও চুল বা দাড়ি কাটা পর্যন্ত রাজা কিন্তু তখন নাপিতই। তাছাড়া বাঙ্গালী যে পজিসনেই থাক না কেন তার পজিসনেই প্রত্যেকে ভাব নেওয়ার চেষ্টা করে। এটা বাঙ্গালী জাতির একটা জন্মগত প্রচেষ্টা। আমার মনে হয় আপনি নিজে যদি চুন্নি সাহার জায়গায় থাকতেন তাহলে আরো অনেক কিছু....................... আমরা আম সালারা দেখতে পেতাম!

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮

বন০০৭ু বলেছেন: মুন্নি সাহার দম্ভ অনেক বেশি, সে নিজেকে অনেক খমতাবান (কোন গোষ্ঠির দালাল) মনে করে। এ রকম বেয়াদপের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না।
আমাদের প্রেসিডেন্ট এম এ হামিদ অনেক সম্মানিত ব্যক্তি, ১৭ কোটি মানুষের প্রেসিডেন্ট, সম্মানিত স্পিকার, বাংলাদেশ সংসদ,; এই হারামি মহিলার এত খমতার উতস কোথায়? তার এ দেশ এবং এ দেশের মহান প্রেসিডেন্ট এর প্রতি কোন শ্রদ্বাবোধ নাই কেন? আমরা সবাই তা জানতে চাই।
এই আধা মহিলাকে অবান্ছিত করা হোক।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯

চোরাবালি- বলেছেন: আমাদের এখন অনেক কিছু গা সওয়া হয়ে গেছে। এক সময় আমরা বয়ষ্কোদের সামনে মাথা নামিয়ে কথা বলতাম তর্কে যাওয়া তো দুরে থাক, আর পা তুলে বসা??? কল্পনাতিত। আমার অভ্যাস পা তুলে বসা, একবার বাবার সাথে উনার সিনিয়রের সাথে দেখা করতে গেলে ভুল ক্রমে পা তুলে বসি বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কান ধরে বলে বুদ্ধি সুদ্ধি কি বুরা হলে হবে? (পড়ি তখন ১১ক্লাসে)।
আসলে শিক্ষা আসে পরিবার থেকে, রাস্তাঘাট থেকে তো আর কাউকে শেখানো যায় না।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

প‌্যাপিলন বলেছেন: ফিজিক্যাল এটিকেট এখন অনেকটাই উঠে যাচ্ছে যদিও সেটা কোন সুস্থতার লক্ষণ নয়। এই পোস্টেই বেশ কজন বলছেন পায়ের ওপর পা তুলে বসাটা বেয়াদবী হয় কি করে? আসলে মুরুব্বীদের সম্মান করে আচরণটা আদবের মধ্যে পড়ে আর সেটা না করলেই বে-আদবী। স্পীকার আমাদের সাংবিধানিক একটি উচু পদ, কাজেই তার সামনে পা তুলে বসাটা কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮

রুদ্র ছায়া বলেছেন: মুন্নির জেন্ডার নিয়ে কারো প্রশ্ন থাকলে হাত মারুন..... :-P :-P :-P

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

মো ঃ আবু সাঈদ বলেছেন: বাংলাদেশে এমন একটা অসভ্য সাংবাদিক থাকতে পারে - না দেখলে কারোই বিশ্বাসই হবে না

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

লেজ কাটা শেয়াল বলেছেন: Cmnt17:-D

২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

বন০০৭ু বলেছেন: মুন্নি সাহা হল এমন এক মাল যাকে কুত্তাও বিয়া করার কথা চিন্তা করবে কিনা জানিনা, এই বেয়াদপ বাংলাদেশে বাস করে বাংলাদেশের ১৯ কোটি মানুষের নেতাকে অসম্মান করে কিভাবে? না কি সে নিজেকে ভারতিয় মনে করে?

২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

জহির উদদীন বলেছেন:

২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

পোকেমোন০০৭ বলেছেন: মুন্নি সাহার এটিকেটে অনেক খারাপ। টকশো গুলোতে ও দেখা যায় অনেক সম্মাণি ব্যক্তির সাথে যথাথ ভদ্রভাবে ব্যবহার করেনা।

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মুন্নী সাহা বেয়াদপ,অনন্ত জলিলের সাথে তার একটা সাক্ষাতকারেই সেটা স্পস্ট ছিলো ।

কিন্তু, এইভাবে পায়ের উপর পা তুলে বসাটা মোটেও বেয়াদবির মধ্যে পড়ে না। যে যেইরকম ভাবে কমফোরট ফিল করে সে সেভাবেই বসবে ।

কিন্তু ঘটনা হচ্ছে, আপনি নিজে কতটুকু ভালো রূচিসম্মত মানুষ,নিজে কতটুকু আদব কায়দা জানেন ??

" এই মাত্র গোপন সুত্রে জানতে পেলাম, তিনি ইচ্ছা করে পাতুলে বসেননি। তার প্যান্টের বিশেষ জায়গায় সেলাই খুলে গেছিল,তাই বাধ্য হয়ে ......."
একজন মহিলা সম্পর্কে আপনার এই রকম কুরুচিপূর্ণ মন্তব্য কিন্তু সেই দিকেই আঙ্গুল তুলে যে আপনি নিজেও ভদ্র ঘরের সন্তান নন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.