নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আল্লাহ আমাদের সকল গুনাহ সমূহ মাফ করে দিন,আমীন

[

এম আবু জাফর

হে যুবক নামাজ পড়, রোজা রাখ, আল্লাহ আল্লাহ জিকির কর, নবী (দঃ) র উপর দরুদ পড়, মাতৃভুমি শান্ত কর।।০০০০ ছোহবত হচ্ছে আমাদের তরিক্বতের একটি অনন্য বৈশিষ্ট্য। পীরের ছোহবতে শয়তান কুমন্ত্রনা দিতে পারেনা এবং রুহানী উন্নতি হয়। সেজন্য বিশেষ করে যারা নূতন তরিক্বতপন্থী, তারা ঘন ঘন ছোহবতে আসা প্রয়োজন।০০০০০ফরমাইয়াছেন,পীর ছাহেব, কাগতীয়া গাউসুল আজম আলীয়া দরবার শরীফ০০০

এম আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

মান্না দে যদি এখন শাহবাগে থাকতেন তাহলে কফি হাউজ গান টা ঠিক এমনই হত!!!

০৭ ই মে, ২০১৩ রাত ১২:১২



শাহবাগীদের সেই আড্টাটা আর নেই,

আজ আর নেই,

কোথায় হারিয়ে গেল গাজাটি বিকেল গুলো সেই,

আজ আর নেই।



ইমরান আওয়ামীলীগে,

অমি পিয়াল খোয়াড়ে,

নেই তারা আজ কোন খবরে,

গ্রান্ডের গাজাটিস্ট নাস্তিক থাবা বাবা,

শুয়ে আছে যে আজ কবরে।



কার সাথে নেচে নেচে,

আঘাত পেয়ে যে শেষে,

পাগলা হয়েছে জাফ্রিকবাল।

তানভীর ভুগছে দুরন্ত ক্যানসারে,

জীবন করেনি তাকে ক্ষমা আর।



টম জেরী চেহারা, কাধেতে ঝোলানো ব্যাগ,

মুছে যাবে শান্ত'র নামটা,

সব গুলো ছবি তার হল যে আলুতে ছাপা,

পেল শুধু উপহাস ধিক্কার।



মেডিকেল কলেজের ছেলে,

ইমরান সরকার,

ছাত্রলীগ যে করত,

চোখ ভরা লালসা, শয়তানী চিন্তা নিয়ে লাকির

দিকে চেয়ে থাকত।



লাকি আজ সব চেয়ে সুখে আছে,

শত শত ভক্ত প্রেমিক তার,

মিডিয়া কাভারেজে আগা গোড়া মোড়া সে,

জমির চাচার কাছে নেই কোন দাম তার।



শাহবাগের রাস্তায়,

নেশাখোর মেয়েরা,

অশ্লীল অভিনয় করত,

চ্যানেলের রিপোর্টার মুন্নী সাহা রোজ রোজ,

মনগড়া খবর যে পড়ত।



সেই শাহবাগ নেই আজ,

মন্চটা তবুও আছে,

শাপলাও আজ খালি নেই,

একই সে ঢাকাতে আজ,

এসেছে হেফাজত,

শুধু সেই সে দিনের বিরিয়ানী নেই।



কত জাগরনের ঢেউ উঠে,

এই চেনা ঢাকাতে,

কত জাগরন ব্যর্থ হয়ে যায়,

কত মুরগী চোর এল গেল,

কত দালাল আসবে,

শুধু ইসলাম থেকে যায়।[* Collected *]

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:২১

পেন্সিল চোর বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)
++++++++++++++++++++++++++++++++

০৭ ই মে, ২০১৩ রাত ১২:২৪

এম আবু জাফর বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৩২

বিডি আমিনুর বলেছেন: ++++++++++++++++++++++++++++++++

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৪

বিডি আমিনুর বলেছেন: :) :D B-) B-) ;) :P :#) B-)) B-)) :> :-B :-P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৬

রিক্তের বেদন২০১০ বলেছেন: চখাম দাদা !

৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৮

চাতক পক্কী বলেছেন: অসাধারন.............++++++++++++++++

৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৫৮

শ্রীঘর বলেছেন: পাগলের সুখ মনে মনে
ওল (বিচি) খাউযায়
আর তারা গুনে...

৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১:১১

সেলিম মোঃ রুম্মান বলেছেন: জটিল হইছে! :-B

৮| ০৭ ই মে, ২০১৩ রাত ২:০৭

আকরাম বলেছেন: :P জটিল

৯| ০৭ ই মে, ২০১৩ রাত ৩:৫০

কাকতড়ুয়া007 বলেছেন: সময়োচিত !

১০| ০৭ ই মে, ২০১৩ সকাল ৯:৪৭

হাসিব০৭ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০৯

অশান্ত পৃথিবী বলেছেন: :-P :-P :-P

১২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

লিংকন১১৫ বলেছেন: অচাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.